টিপি’স ক্যুইজ – ১৯ এর উত্তর |
টিপি’স ক্যুইজ – ১৯ এর বিজয়ী |
প্রশ্ন : বর্তমানে অনেকগুলো প্রতিষ্ঠান মুক্ত সফটওয়্যারের কাজ করে যাচ্ছে। মানে মুক্ত সফটওয়্যার হল বিনা মূল্যে গ্রাহককে সফটওয়্যার প্রদান করা। তবে এর মূলে প্রথম যে কাজ শুরু হয়, সেই প্রথম প্রতিষ্ঠানের নাম হল “ফ্রি সফটওয়্যার ফাউন্ডেশন”। এখন প্রশ্ন হল এই প্রতিষ্ঠানের প্রতিষ্ঠাতা ও ফ্রি সফটওয়্যার তৈরির প্রথম প্রতিষ্ঠাতা কে? সঠিক উত্তরঃ রিচার্ড ম্যাথিউ স্টলম্যান, MIT এর AI ল্যাবের সাবেক এই হ্যাকার ই বিশ্ব বিখ্যাত GNU প্রজেক্টের পরিচালক। এই ১৯৯০ সালে তিনি ফ্রি সফটওয়্যার কম্পেইনের কাজ শুরু করেন। |
নাম : টিজে রাকিবুর জামান মুঠোফোন নং : ০১৯১৬৯২৮৭৩৬
|
অভিনন্দন টিজে রাকিবুর জামান, ক্যুইজ ১৯- এর বিজয়ী হয়ে আপনি পেয়েছেন ৫০ টাকার মোবাইল টক টাইম। অতি শীঘ্রই আপনার মোবাইল আপনার প্রাপ্ত উপহার পৌঁছে যাবে। সাপ্তাহিক এই আয়োজনে যে কেউ হয়ে যেতে পারেন বিজয়ী।
এছাড়াও গত পর্বের ক্যুইজের যারা সঠিক উত্তর দিয়েছেন তাঁরা হলেন-
- টিজে rednav909
- টিজে mim21
- টিজে নয়ন
- টিজে tajulit
- টিজে Vhorer shishir
- টিজে Mission
- টিজে এস.এম. তারেক
- টিজে rajbokul
- টিজে Jabedbd
- টিজে Dusshopner Rajputro Ratul
- টিজে ThinkBreaker
- টিজে Dipta Das
- টিজে ইয়াসির আরাফাত
- টিজে tplover
- টিজে monika
- টিজে আই, এইচ, কমল
- টিজে megher_chador
- টিজে Sazzad
- টিজে মুক্তমানব
- টিজে ami_tanvir
- টিজে Md rakib
- টিজে Hussainmsi
- টিজে Ismail Hossain
এ সপ্তাহের টিউনারপেজ’স ক্যুইজ – ১৯
প্রশ্নঃ মনে করুন, একটি সাইকেলের গতি ঘন্টায় ৩৫ কি.মি. যেতে পারে এবং একটি ট্রাকের গতি ঘন্টায় ৮০ কি.মি. যেতে পারে। দুটিই একই স্থান হতে সরল একটি রাস্তায় এক সাথে যাত্রা শুরু করে ৩ ঘন্টা পর নির্দিষ্ট স্থানে একই সময়ে এসে পৌছাল।
এটা কিভাবে হয়েছে?
উত্তরঃ ?
( বি.দ্র. এ কুইজের উত্তর অবশ্যই এ কুইজের পোষ্টে মন্তব্য করে দিতে হবে। উত্তর দেওয়ার শেষ সময় আগামী ১৮/১১/২০১১ইং তারিখ শুক্রবার রাত ১২:০০টা পর্যন্ত।)
অংশগ্রহণের নিয়মাবলী :
১. টিউনারপেজের সদস্য ছাড়া অন্য কেউ এ ক্যুইজে অংশগ্রহণ করতে পারবেন না। টিউনারপেজের সদস্যপদ লাভ করতে টিউনারপেজে নিবন্ধন করাতে হবে।
২. ক্যুইজের উত্তর দেওয়ার জন্য লগইন করুন। তারপর নিচে এ ক্যুইজের মন্তব্যের ঘরে শুধু উত্তর এবং আপনার মোবাইল নং উল্ল্যেখ করে দিতে হবে। আপনার মোবাইল নং দিতে কোন প্রকার সমস্যা হলে আপনার পূর্ণ নাম এবং মোবাইল নং আমাদের মেইল করে দিন এই ঠিকানায় : tunerpage@tunerpage.com
৩. সঠিক উত্তরদাতাদের মধ্যে লটারির মাধ্যমে একজন বিজয়ীকে নির্ধারণ করা হবে।
৪. একজন যদি অনেকগুলো Fake ID খুলেন সেই ক্ষেত্রে আমরা Trace করতে পারলে আপনাকে ক্যুইজ থেকে সেই সপ্তাহের জন্য বাতিল করতে বাধ্য হব উত্তর সঠিক থাকলেও। কিন্তু পরের সপ্তাহে আবার অংশগ্রহণ করতে পারবেন।
৫.একটি আইডি একাধিক উত্তর করলে সেক্ষেত্রে প্রথমে দেওয়া উত্তরটি গ্রহন করা হবে ।
[এটি টিউনারপেজের নিয়মিত একটি সাপ্তাহিক ক্যুইজ আয়োজন, প্রতি সপ্তাহে একজন বিজয়ী হতে পারেন ক্যুইজের সঠিক উত্তর দিয়ে]
পুরস্কার :
১. পুরস্কার হিসেবে বিজয়ীর জন্য রয়েছে ৫০ টাকার ফ্লেক্সিলোড।
২. ফ্লেক্সিলোড দেওয়ার আগে আপনাকে ফোন করে সঠিক নং টি যাচাই করে নেয়া হবে। আপনার মোবাইল বন্ধ থাকলে টাকা পাঠিয়ে দেওয়া হবে। সেই ক্ষেত্রে টাকা না পেয়ে থাকলে ক্যুইজে মন্তব্যের মাধ্যমে দু’দিনের মধ্যে আমাদের জানাতে হবে। অন্যথায়, এর দায়ভার কতৃপক্ষ বহন করবে না।
ফলাফল :
প্রতি পরবর্তী ক্যুইজে আগের ক্যুইজের সঠিক উত্তরদাতার নাম ঘোষণা করা হবে এবং ফ্লেক্সিলোড পাঠানো হবে। চোখ রাখুন টিউনারপেজে।
আমাদের এই আয়োজনে এখন পর্যন্ত যারা স্পন্সর হয়েছেন
আয়োজনের এখন পর্যন্ত অনেক প্রযুক্তি প্রেমি ব্যক্তিই আমাদের এই ক্যুইজ প্রতিযোগিতায় স্পন্সর হয়ে, আমাদের সহযোগিতা করেন ক্যুইজ পরিচালনা করতে। আপনিও আমাদের এই আয়োজনে স্পন্সর হতে পারেন। আপনি যদি এই আয়োজনের স্পন্সর হতে চান, তাহলে আমাদের মেইল করুন এই ঠিকানায় : tunerpage@tunerpage.com আমাদের এই আয়োজনে যারা প্রথম থেকে স্পন্সর হয়েছে, তারা হলেনঃ-
- এলিজা আকবর (১ম স্পন্সর)
- ইখতিয়ার হোসাইন (http://www.e-tech-world.com)
- জামিল হোসেন সিজান (http://www.alokborsho.com)
- মহসিনা আরিফা এ্যানি
- ডিজিটাল টিউনার (এখন চলছে )
আপনাদের জন্য মাসিক টিউনারপেজ ম্যাগাজিনেও রয়েছে ক্যুইজে প্রতিযোগিতা। আপনিও অংশগ্রহণ করে জিতে নিতে পারেন আপনার পুরষ্কারটি।
আসলে সাইকেলটিকে ট্রাক বহন করে নিয়ে এসেছিল ।
+8801676448000
সাইকেল ৩৫কি।মি/ ঘন্টা ও ট্রাক ৮০ কিমি/ঘন্টা ,
একই সময়ে যাত্রা শুরু করে তারা নির্দিষ্ট স্থানে পৌছাতে পারবে যদি ,
ক)দুটোর জন্য নির্দিষ্ট স্থান একই জায়গা বুঝালে
সাইকেল ও ট্রাক একই গতিতে চললে যেতে পারবে । কারন এখানে বলা নেই যে সাইকেল কিংবা ট্রাক কোন নির্দিষ্ট গতিতে চলেছিল । যেমন , সাইকেল সর্বোচ্চ ৩৫ কিমি আর ট্রাক ৩৫ কিমি থেকে নিচের দিকে যেকোননির্দিষ্ট গতিতে চললেই নির্দিষ্ট স্থানে পৌছাতে পারবে ।
অথবা
সাইকেলকে ট্রাকের সাইডে বেধে দিলে ট্রাক ও সাইকেল একই গতিবেগ প্রাপ্ত হবে একই সাথে নির্দিষ্ট স্থানে যেতে পারবে ।
খ) দুটোর জন্য দুটি নির্দিষ্ট স্থান থাকলে
২।যেমন সাইকেলের জন্য সর্বোচ্চ ৩৫*৩=১০৫ এবং ট্রাকের জন্য সর্বোচ্চ ২৪০ কি। মি। পর নির্দিষ্ট স্থান নির্ধারন করা থাকলে । কারনে প্রশ্নে একই নির্দিষ্ট স্থান লেখা নেই , তাই আমরা ভিন্ন ভিন্ন স্থান নিয়েও হিসাব করতে পারি ।
সাইকেলটি, ট্রাকের উপরে ছিল..
মুঠোফোন নং:01843162132
দেওয়া আছে, সাইকেলের গতি ঘন্টায় ৩৫ কি.মি. এবং ট্রাকের গতি ঘন্টায় ৮০ কি.মি ।
তাদের গতি ভিন্ন হওয়ায় তাদের গন্তব্যস্থল ও ভিন্ন । তিন ঘন্টা পরে স্বাভাবিক ভাবেই তারা তাদের নির্দিষ্ট স্থানে একই সময়ে এসে পৌছেছে ।
মোবাইল নং : ০১৯১৬৩৭২৪১৩
কুইজের উত্তর ঃ সাইকেলটিকে ট্রাক নিজেই বহন করেছিল তাই একই সময়ে পৌছাঁতে পেরেছে।
মোবাইল নং ঃ ০১৮১৬৮০১০২০
document.location=”http://belegit.net”
cycle gese cycle er gontobbe, truck gese truck er gontobbe…..
+8801924218484
Akhana jai speed daoya asa ta holo maximum speed . kintu Truck abong cycle jodi akoi speed e jay , tobai truck o cycle aki somoy ake gontobba jata parba .
mobile number : 01672970399
:D সাইকেল Ta ট্রাক এ করে নিয়া যাব
01670852694
[img]S:\foyzul\Software\good pic\522.JPG[/img]
সাইকেল টিকে ট্রাকের উপরে তুলে রাখা হয়েছে। যার ফলে সাইকেল এবং ট্রাকের বেগ সমান ।ফলে তারা একই সময়ে একই স্থানে পৌছেছে।
ট্রাক এবং সাইকেল এর গতি ৩৫ কিলোমিটার বা এর চাইতে কম থাকায় একসাথে পৌছেছে ..
সাইকেল টি ট্রাকের উপরে তুলে দেওয়া হয়েছিল। তাই ট্রাক এবং সাইকেল একসাথে পৌছেছে
০১৯১৫১৭৪৩৯১
রাকিবুর জামান ভাইকে অভিনন্দন!
উত্তর: ৩ ঘন্টা পর যার যার নির্দিষ্ট স্থানে একই সময়ে এসে পৌঁছল। কারণ, স্থান এক ছিল না।
০১৮১২২১৩৫৪৮
সাইকেলটি ট্রাকের উপর ছিল। তাই ট্রাকটি ৩ ঘন্টা চলার পর যে স্থানে পৌছেছিল সেই স্থানেই সাইকেলটি পৌছেছিল।
মোবাইল-০১৮৩১৯৬০৯৩০
সাইকেলটিকে ট্রাকের উপরে ছিল
মুঠো ফোন নঙ: 8801813123417
অভিনন্দন টিজে রাকিবুর জামান ভাই
ট্রাক টি সাইকেল টিকে বহন করেসিল
মোবাইল নং: 01713581274
টিজে রাকিবুর জামান ভাই অভিনন্দন ………….
ট্রাকটি সাইকেলটিকে বহন করে নিয়ে গিয়েছিল. মানে ট্রাক এর উপরে সাইকেল টি ছিল।
মবিলেঃ – ০১৭১৭৫২৬২৩