সার্চ জায়ান্ট গুগল, ইমেজ সার্চ অপশনেও প্লাস ওয়ান বাটনটি যোগ করেছে। ইমেজ অর্থাৎ পছন্দের ছবিতেও এখন প্লাস ওয়ান করা যাবে।
সোশ্যাল নেটওয়ার্কিং সাইট ফেসবুকের ‘লাইক’ বাটনটির মতো একটি বাটন হিসেবে চলতি বছরের মার্চ মাসে প্লাস ওয়ান বাটনটি চালু করেছিলো সার্চ জায়ান্ট গুগল কর্তৃপক্ষ।
প্লাস ওয়ান বাটনটি গুগল সার্চে দেখানো বিভিন্ন আর্টিকেল, ওয়েবসাইট ও বিজ্ঞাপনের সঙ্গে যুক্ত হয়। এবার প্লাস ওয়ান বাটনটি ইমেজ সার্চের সঙ্গেও যুক্ত হয়েছে।
কোনো ইমেজ অর্থাৎ ছবি পছন্দ হলে সেটি প্লাস ওয়ান করে বা কোনো বন্ধুকে সে বিষয়ে তথ্য পাঠানো যাবে।
সূত্র:www.techxpress.tk
আরও দেখুনঃ-
ভালো সংবাদ…..
ধন্য+++++++++++++++++