“আসসালামু আলাইকুম”
স্বাগতম !!!
আমি আমার অষ্টম পোস্ট নিয়ে আপনাদের সামনে হাজির হলাম।
পোস্টের শুরুতেই আমি সবাইকে ধন্যবাদ জানিয়ে শুরু করছি, বিশেষ করে টিউনার পেজের টিজে বন্ধুদের । কারণ নতুন হিসেবে তারা আমাকে অনেক সাহায্য করেছেন, আমাকে উৎসাহ দিয়েছেন। তাদের মন্তব্য আমাকে অনুপ্রাণিত করেছে। :)
এখন চলুন, আর কথা না বাড়িয়ে মূল পোস্টে চলে যাই… :)
আমি দুইটি বিষয় নিয়ে এই পোস্টে আপনাদের সামনে হাজির হয়েছি।
প্রথমেই আমি আপনাদেরকে ছোট্ট একটা বিষয়ে জানিয়ে নিতে চাই। আমার সবাই সাধারণত “Adobe Acrobat Reader” ব্যবহার করি PDF File পড়ার জন্য। কিন্তু এতে যে সমস্যা হয় তা হলো- সফটওয়্যারটি নেট ওপেন করলে অটোমেটিক আপডেট নিতে থাকে। আমি এই পোস্টে দেখাবো কীভাবে “Adobe Acrobat Reader” এর Auto Update বন্ধ করতে হয়। আমার বিশ্বাস, মোটামুটি সবাই এই সম্পর্কে জানেন আশা করছি, তবুও যারা জানেন না তাদের কথা ভেবে শেয়ার করলাম…
প্রথমে নিচের ছবির মত “Edit” থেকে “Preferences” এ ক্লিক করুন “Adobe Acrobat Reader” ওপেন করে।
এখন নিচের ছবির মত “Categories” থেকে “General” এ ক্লিক করে “Check for updates” বক্সটি “Uncheck” করুন।
এখন আবার “Categories” থেকে “Trust Manager” এ ক্লিক করুন। এরপর নিচের ছবির মত “Automatic Updates” লেখাটির নিচের বক্সটি “Uncheck” করুন।
ব্যস হয়ে গেল “Automatic Update” অফ। :D
এখন আর ইন্টারনেট এ কানেক্ট করলে অটোমেটিক আপডেট হবে না।
এবার আমি আপনাদেরকে আরেকটি “PDF Reader” এর সাথে পরিচয় করিয়ে দিচ্ছি। যার নাম “Nitro PDF Reader”। মাত্র ২৫.৫ মেগাবাইটের এই সফটওয়্যারটি দিয়ে আপনি অনেক কিছু একসাথে করতে পারবেন।
“Nitro PDF Reader” নামের সফটওয়্যার দিয়ে একইসঙ্গে PDF ফাইল তৈরি করা ও পড়া যায়। এটি ইনস্টল করলে তুলনামূলকভাবে কম জায়গা লাগে। এতে “Adobe Acrobat Reader” সফটওয়্যারের সব সুবিধা তো আছেই, বাড়তি সুবিধা হিসেবে আছে নিজের সই যোগ করার পদ্ধতি। আরও আছে PDF File থেকে লেখা বা ছবি অন্য সফটওয়্যারে ব্যবহার করা। PDF Form তৈরি করা এবং সম্পাদনা করা। PDF File এর যেকোনো স্থানে সম্পাদনা করা, বিভিন্ন স্থানে মন্তব্য করা, মন্তব্যের উত্তর দেওয়া, পাসওয়ার্ড দেওয়া, ৩০০-এর বেশি ধরনের (ফরম্যাট) ফাইল থেকে PDF File তৈরি করা, PDF File থেকে একাধিক File Format রূপান্তর করা সহ আরও অনেক কিছু।
“Nitro PDF Reader” সফটওয়্যারটি বিনা মূল্যে ডাউনলোড করতে পারেন এইখানে ক্লিক করে।
ফেসবুকে আমাদের পেজটি চাইলে লাইক করতে পারেন… :)
“জানার আছে অনেক কিছু”
এখনকার মত এই পর্যন্তই।
সবাই ভালো থাকবেন…
মন্তব্যের মাধ্যমে আমাকে উৎসাহ দেবেন।
এছাড়া আমার কোন ভূল-ত্রুটি চোখে পড়া মাত্র তা সংশোধনের জন্য আমাকে বিষয়টি সম্পর্কে অবিহিত করবেন।
“আল্লাহ হাফেজ”
(আমার পূর্বের পোস্টগুলো দেখতে এখানে ক্লিক করুন)
দেখতে অনেক সহজ লাগলেও অনেকে এই টিপস টা জানত না
আপনাকে ধন্যবাদ
আমি আগে এটা জানতাম না।শারে করার জন্য অনেক ধন্যবাদ।
আরও এরকম ভাল ভাল টিউন করুন।
চালিএ জান ভাই…..
াপনার পোসট গুলা ওনেক সুনদর হোটসে….।
ধন্য++++++++++++++++++