আপনার শখের অ্যান্ড্রয়েড ট্যাবটিতে বিজ্ঞাপনের জ্বালায় অতিষ্ঠ ? কিংবা অহেতুক বিজ্ঞাপনের ঝামেলায় নষ্ট হয়ে যাচ্ছে আপনার প্রিয় অ্যান্ড্রয়েড মোবাইলটির ইন্টারনেট ডাটা প্যাক ?
এসব ঝামেলা থেকে অনায়াসেই মুক্তি পেতে পারেন ছোট্ট একটি অ্যাপের সাহায্যে ! দারুণ কাজের এই অ্যাপটির নাম AdAway
যেভাবে আপনার অ্যান্ড্রয়েড ডিভাইসের বিরক্তিকর সব বিজ্ঞাপন বন্ধ করবেনঃ
>> প্রথমেই প্রয়োজন একটি রুটেড অ্যান্ড্রয়েড ডিভাইস।
>> এবার এখান থেকে অ্যাপটি ডাউনলোড করে নিন।
>> আপনার অ্যান্ড্রয়েড ডিভাইসে এটি ইন্সটল করুন।
>> Open এ ট্যাপ করুনঃ
>> নিচের ছবির মতো দেখতে পাবেনঃ
>> Grant এ ট্যাপ করুন।
>> এবার নিচের মতো স্ক্রীন আসবেঃ
>> Download files & apply ad blocking ট্যাপ করুন।
>> কিছুটা সময় লাগবে ডাউনলোড হতে, তাই খানিকটা সময় অপেক্ষা করুন
>> এবার নিচের মতো দেখতে পাবেনঃ
>> আপনার ডিভাইসটি Reboot করুন
ব্যাস, এবার আপনি মুক্ত অহেতুক বিজ্ঞাপনের ঝামেলা হতে !
নিচের Screenshot ২টি লক্ষ্য করুনঃ
Ad blocking এর পূর্বেঃ
Ad blocking এর পরঃ
যদি কখনো আপনি আপনার ব্লককৃত বিজ্ঞাপনসমূহ দেখতে চান তাহলে নিচের পদ্ধতি অনুসরণ করতে পারেনঃ
>> অ্যাপটি ওপেন করে Disable ad blocking ট্যাপ করুন।
>> নিচের মতো দেখতে পাবেনঃ
>> এরপর আপনার ডিভাইসটি Reboot করে নিন।
এখন আপনি আবার পূর্বের মতো সকল বিজ্ঞাপন দেখতে পারবেন।
*** উল্লেখ্য, এটি একটি নন-মার্কেট অ্যাপ, তাই প্লে-স্টোর থেকে এটি ডাউনলোড করা যাবেনা।