এবারের ব্রাজিল বিশ্বকাপে থাকছে নতুন চমক। আর তা হল, এবারই প্রথমবারের মত ব্রাজিল বিশ্বকাপে ব্যবহার করা হবে গোললাইন টেকনোলজি। যা রেফারিদের সঠিক ভাবে গোল হয়েছে কিনা তা জানান দিবে।
বিশ্বকাপে বিতর্ক এড়ানোর জন্যই এই প্রযুক্তি ব্যহারের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। বিশ্বকাপ ফুটবলের একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ আসর। যার অনেক বড় একটা অংশ নির্ভর করে রেফারির সিদ্ধান্তের উপর। রেফারির সিদ্ধান্ত কিছুটা নড়বড় হলে খেলার মোড়ই ঘুরে যেতে পারে।
প্রতি বিশ্বকাপ শেষ হওয়ার পরই দেখা যায় বিপক্ষ দলের খেলোয়াড়দের করা গোল নিয়ে কোন না কোন দল বিতর্কের সৃষ্টি করে। তবে প্রযুক্তির যথেষ্ট উন্নয়ন হয়েছে বর্তমান যুগে। বিশ্বকাপের গোল বিতর্ক যেন আর সৃষ্টি হতে না পারে সেজন্যই এবার এলো গোললাইন টেকনোলজি।
এই প্রযুক্তি অনুযায়ী মাঠে খেলা চলাকালীন রেফারির হাতে একটি বিশেষ ঘড়ি থাকবে৷ যা সঠিক ভাবে গোল হওয়ার পর জ্বলজ্বল করার মাধ্যমে রেফারিকে জানান দিবে যে গোল হয়েছে।
সেই সাথে এবারের ব্রাজিল বিশ্বকাপের ১২টি স্টেডিয়ামে অত্যাধুনিক ১৪টি ক্যামেরা বসানো হয়েছে। এই ক্যামেরা গুলো প্রতি সেকেন্ডে ৫০০টি করে ছবি তুলবে৷ সুতরাং বিতর্ক সৃষ্টি হওয়ার আর কোন উপায়ই আর থাকছে না।
Good Tune
:)