আসসালামু আলাইকুম।কেমন আছেন আপনারা?আপনাদের সবাইকে ঈদের শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আমার প্রথম পোস্ট।আপনাদের মধ্যে অনেকেই হয়তো সেবা প্রকাশনী থেকে প্রকাশিত মাসুদ রানা বইয়ের নাম শুনেছেন।মাসুদ রানা আমার পছন্দের একটি বই।যারা বইটি সম্পর্কে জানেন না বা কখনও নাম শুনেননি তাদের জন্য আজ আমার এই পোস্ট।এই সিরিজের প্রধান চরিত্র মাসুদ রানা।আমি আপনাদের সামনে তার পরিচয় তুলে ধরছি:-
“বাংলাদেশ কাউন্টার ইন্টেলিজেন্সের
এক দুর্দান্ত দঃসাহসী স্পাই
গোপন মিশন নিয়ে ঘুরে বেড়ায় দেশ- দেশান্তরে।
বিচিত্র তার জীবন।অদ্ভুত রহস্যময় তার গতিবিধি।
কোমলে কঠোরে মেশানো নিষ্ঠুর সুন্দর এক অন্তর।
একা।
টানে সবাইকে,কিন্তু বাঁধনে জড়ায় না।
কোথায়ও অন্যায় অবিচার অত্যাচার দেখলে রুখে দাঁড়ায়।
পদে পদে তার বিপদ শিহরণ ভয়
আর মৃত্যুর হাতছানি।
আসুন,এই দুর্ধর্ষ চিরনবীন যুবকটির সঙ্গে পরিচিত হই।
সীমিত গন্ডিবদ্ধ জীবনের একঘেয়েমি থেকে
একটানে তুলে নিয়ে যাবে ও আমাদের
স্বপ্নের এক আশ্চার্য মায়াবী জগতে।
আপনিও আমন্ত্রিত।”
এই সিরিজের একডজন বই এখান থেকে ডাউনলোড করে নিন।সাইজ ৪.২ এম.বি।
সবাইকে ঈদ মোবারক।আমার জন্যে দোয়া করবেন আর বই গুলো ভালো লাগলে কমেন্ট করতে ভূলবেন না।
ওখান থেকে যদি ডাউনলোড করতে না পারেন তাহলে নিচের লিন্ক থেকে নিয়ে নিন:-
http://www.ziddu.com/download/17181931/MASUD_RANA_12ti_Book_RATAN_.rar.html
এইযে এইখানে একজন মাসুদ রানার পাগলা ভক্ত আছে :দ এই মানুষ তা আপনাকে ধন্যবাদ দিতেসে :D
মন্তব্য করার জন্য আপনাকেও ধন্যবাদ।
আসলে আমি বই পরার জন্য সময় পাইনা!
টিউন এর জন্য ধন্যবাদ।
ভাই আপনাকে ধন্যবাদ।বইগুলো আমার কাছে এখনও প্রিয়।
ভালো কালেকসন……..
তবে ভাই সব গলায় আমার কাসে আসে…………
এক সময় প্রচর বই পরতাম কিনা……হেহেহেহেহে…
ধন্য+++++++++++++++++++
ছেলে বেলায় খুব নেশা ছিল । অনেক ধন্যবাদ ।
মন্তব্য দেওয়ার জন্য ধনবাদ্য।
এগুলো মুরছনা অনেক দিন আগে আপলোড করছিল। এখন আর এগুলো নতুন না্।
মন্তব্য করার জন্য ধন্যবাদ।মুরছনা কে,কখন,কোথায়,কি দিয়েছে আমি তা দেখিনি।আপনার না লাগলে নতুনদের এটি প্রয়োজন হবে।আপনার কাছে পুরান হতে পারে কিন্তু অনেক এর কাছে এগুলো নতুন।
ভাই মাথা খারাপ করা বুক !!! ধন্যবাদ
মন্তব্য করার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ ১০ নম্বর নয়ন ভাই।সেই সাথে ঈদের শুভেচ্ছা।