বর্তমানে বিদ্যুৎ এর যে চাহিদা তার সাথে উৎপাদনের ব্যাপক পার্থক্য।বিদ্যুতের এই ব্যাপক ঘাটতি কাটানোর জন্য বিজ্ঞানিরা নিত্য নতুন বিদ্যুৎ সাশ্রয়ী জিনিসপত্র আবিষ্কার করছে।কম্পিউটারে আছে বিদ্যুৎ সাশ্রয়ী মুড,বাতিতে আছে বিদ্যুৎ সাশ্রয়ী মুড।এমনটি হলে কেমন হয় যে ব্লগকেও বিদ্যুৎ সাশ্রয়ী মুড এ রাখা যাবে!!!! অর্থাৎ ব্লগ এ কোন নাড়াছাড়া না থাকলে সেটি অটোমেটিকভাবে স্ক্রিন কাল হয়ে বিদ্যুৎ সাশ্রয়ী মুড এ চলে যাবে।ব্লগারে তৈরি করা ব্লগে ব্যাপারটি করা খুবেই সোজা।এর জন্য প্রথমে ব্লগারে লগিন করে ড্যাসবোর্ড থেকে ডিজাইন ট্যাবের অন্তর্গত Edit HTML এ ক্লিক করে নীচের কোডটি খুজুন।খোঁজার সুবিধার জন্য Ctrl+F ব্যবহার করতে পারেন।
<head>
কোডটি খুঁজে পেলে এর ঠিক উপরেই নীচের কোডগুলো কপি করে পেষ্ট করুন।
<script language="javascript" type="text/javascript" src="http://www.onlineleaf.com/savetheenvironment.js"> </script>
এবার সেভ করে প্রিভিউ দেখার জন্য কিছুক্ষন অপেক্ষা করুন মাউস বা কি বোর্ড না চেপে।:D তবে যারা HTML8 জাভাস্ক্রিপ্ট গেডজেট আগে একবার ব্যবহার করেছেন তারা ব্লগে এটি ব্যবহার করতে পারবেন না।
ভালই……
চেস্টা করে দেখি.
ধন্য++++++++++++++