কেমন আছেন সবাই??
আজ থেকে আমি পাঠশালা (শালী) শুরু করতে যাচ্ছি। এবং শুরু করছি এডোবি ফটোশপ সিএস ৫ ট্রেনিং কোর্স চিত্র সহ।।।
(এই সব টিপস ৬/৭টি বই থেকে সংগ্রহিত এবং লেখকের অনুমতি নিয়েই পোষ্ট করা হচ্ছে এবং সপ্তাহে ২ বার করে পোষ্ট করা হবে)
সংক্ষিপ্ত সূচিপত্রঃ ( এই ১ বছরে যা যা শিখবেন)
১. ফটোশপ ইন ২৪ আওয়ারস।
২. স্পেশাল ইফেক্স তৈরি করা।
৩. লেয়ার বেসিক।
৪. পেন টুল এর ব্যবহার।
৫. মাস্ক এবং চ্যানেল ।
৬. পেইন্টিং করা।
৭. ফিল্টার এর ব্যবহার।
৮. ফটো রিটাচিং করা।
৯. ভেক্টর শেপ এবং ক্লিপিং প্যাথ।
১০. লেটস গো টু প্রেস।
১১. ইমেজ গ্যালারী।
১২. এডভান্স এনিমেশন তৈরি।
১৩. ওয়েব পেজ কাজ করা।
১৪. এডভান্স ওয়েব পেজ।
** এবং প্রতি পর্বে মেগা টিপস**
এ জন্য আপনার কাছে এডোবি ফটোশপ এর ৬.০ কিংবা উন্নত যেকোন ভার্সন ( ৭, সিএস,সিএস ২,৩,৪,৫) থাকলে চলবে। আমি সিএস ৫ এর মাধ্যমে শিখাব।
এখন যারা যারা শিখতে চান তারা তারা কমেন্টর মাধ্যমে রেজিষ্টেশন করুন। রেজিষ্টেশন করতে নিচের কমেন্ট বক্সে আপনার বিস্তারিত তথ্য (ই-মেইল) সহ লিখুন।
ধন্যবাদ।।।।
***মেগা টিপস***
আপনি যদি আসলেই আপনার কম্পিউটারের গতি বাড়াতে চান তাহলে আজাইরা আজাইরা ফালতু সফটওয়্যার ব্যবহার না করে শুধু সিপিইউ এর বাক্সটা খুলে আপনার প্রসেসর এর উপর যেই কুলিং ফ্যানটা আছে সেটার উপরের স্টিকারটি তুলে ৩/৪ ফোঁটা কদুর তেল বা যেকোন (কেরোসিন এবং নারিকেল তেল ব্যাতিত) তেল দিন। খুব সাবধানে দিবেন যাতে প্রসেসর এ তেল না চলে যায়। মাসে ২ বার এটা করলে আপনিঃ
১. পিসি কেনার সময় যেই গতিতে পিসি চালাতেন সেই গতিই ফিরে পাবেন।
২. সিডি/ডিভিডি রমে গতি বৃদ্ধি পাবে।
৩. গেমস এর গতি বৃদ্ধি পাবে। এবং আরও অনেক পরিবতর্ন লক্ষ্য করতে পারবেন।
এবং সামনের পোষ্টগুলো তে ধারাবহিক ভাবে কিছূ কাজের সফটওয়্যার দিব যেগুলো আসলেই আপনার পিসির গতি ঠিক রাখবে।।।।।।।
ফুসকা ওয়ালী
R jara Fuska khete chan tara Mobile No ta din comment a. Flexi kore Fuska send korbo
আমিও শিখতে চাই।photoshop cs5 software কথাও পোয়া যাবে কোনো ভাই জানলে আমাকে plz একটো লিঙ্ক দেন.
আমি windows 7 original version use করি ধন্যবাদ ভাই। ই-মেইল- amar _desh2011 @ yahoo .nl
ভাইজান কষ্ট করে এখানে বলেন http://www.tunerpage.com/help-line
সবাই খালি ফুসকা ফুসকা করে!
দারুন টিউন। চালিয়ে জান। ধন্যবাদ :)
আমি ফুসকা খামু
আমিও শিখবো আর ফুসকা খাবো……………..
eclipsed49@yahoo.com
আমিও শিখতে চাই। ধন্যবাদ ভাই। ই-মেইল- mithunsaha7@gmail.কম
ধন্যবাদ ভাই / reusha@য়াহু.com
আমিও শিখতে চাই। ইমেল: sidh_1991@yahoo.com
অপেক্ষায় রইলাম।
চালিয়ে যান……..
আমি তো আগে ছবির ওপরে আমার নাম লেখা সারা কিসুই পারতাম না……….
এখন তাও দুই একটা ছিল সাপ্পোর দিতে পারি………
তবে আপনি যদি ৭৫০ পর্ব সেস করেন তাইলে তো আমি প্রায় বিশেষ—-অজ্ঞ হইয়া যাব……হাহাহাহাহা…..
ধন্য++++++++++++++++++++++++++++++++
আমি ও অপেক্ষায় থাকলাম ক্লাস !!!!!!!!
ফুসকা ওয়ালী কি কথা শুনিয়ে মন ……।। ক্লাসের অপেক্ষায় ……
এছাড়াও আমাদের আরেকটা কাজ করে দিতে হবে। প্রতি পর্বে টিপস এর সহিত এক কাপ করে ফুসকা দিতে হবে। যাতে আমরা খেতে খেতে শিখতে পারি। :P আর এই পোষ্টে একটা ছবি লাগিয়ে দেন স্যার পি এস ৫ এর। তাহলে আরও জোস হবে আপনার পাঠশালা (শালির) সূচীপত্রটা।
আর আমরা অপেক্ষায় রইলাম আমাদের ক্লাসের।
Mr অনির্বাচিত tuner ,
আপনার PS Workshop তা কি সেস হয়ে গেসে?
PS Workshop টা মোটামুটি স্থগিত করা হয়েছে। প্রায় ১৮ পর্ব লিখেছি মনে হয়। আমি তো প্রজেক্ট নিয়ে লিখেছি। আপনি এবার বেসিক থেকে শুরু করে দেন। আমিও শিখব :)
কেন Cancel করলেন? আমি আশা করি ৭৫০ পর্ব পর্যন্ত যেতে পারব.
APNAR FACEBOOK ID TA KI PETE PARI?
আপনাকে মনে হয় একটা রিকুয়েষ্ট পাঠিয়েছি, সাথে ম্যাসেজও। চেক করে দেখেন তো। আর আপনি ৭৫০ পর্ব লিখলে তো কোন কথাই নেই। অনির্বাচিত টিউনার আপনাদের পাশে আছে সব সময়ই । শুধু একটা ফুঁ দিবেন বাতাসের মধ্য দিয়ে চলে আসবে :P
সাথেই থাকুন :)
তাহলে দ্রুত চালিয়ে জান
সহমত.//////
কেমন হইসে?