বর্তমানে সর্বাধিক জনপ্রিয় শক্তিশালী কন্টেন্ট ম্যানেজমেন্ট সিস্টেম (CMS) । প্রথম দিকে এটি একটি ফ্রি ব্লগিং প্লাটফর্ম ছিল ..একটি ব্লগ পাবলিশিং অ্যাপলিকেশনস ও কন্টেট ম্যানেজমেন্ট সিস্টেম বা সিএমএস [CMS] । এটি বিনামূল্যে ডাউনলোড করা যায়..য়া একটি ব্লগার কে ব্লগ বা সাইট বানাতে সাহায্য করে থাকে । ওয়ার্ডপ্রেস চালু হয় ২০০৩ সালে ।
[CMS] কন্টেট ম্যানেজমেন্ট সিস্টেম ।আপনার সাইট/ব্লগ এর বিভিন্ন তথ্য ব্যবস্থাপনার একটি সক্রিয় সিস্টেম ।CMS] মাধ্যমে আপনি আপনার সাইট/ব্লগ এর যেকোন পরিবর্তন , সংশোধন , সংযোজন , বা মুছে ফেলতে পারবেন । আর এটি সম্পুর্ন ফ্রীতে ব্যবহার করতে পারবেন ।
সহজ ব্যবহার ও ইচ্ছা মত ডিজাইনঃ
যারা প্রোগ্রামিং জানেন না তাদের জন্য এই জন্য এই ওয়ার্ডপ্রেস সিএমএস ।গুগল এ সার্চ দিলেই আপনি পাবেন লাখ লাখ থীম.প্লাগিন.উইডগেট. এবং আরো অনেক কিছুই । আপনি ওয়ার্ডপ্রেস সিএমএস সুন্দর ভাবে ্কাজ করতে পারবেন। আপনি যদি এইচ.টি.এম এল পারেন তাহলো ওয়ার্ডপ্রেস সিএমএস কে আরো সুন্দর ভাবে সাজায় গুছায় ভাল মানের অয়েব সাইট বানাতে পারবেন ।
ওয়ার্ডপ্রেস সিএমএস দিয়ে ব্লগ বানানোর পর আপনি যেকোন এড বা বিজ্ঞাপন ব্যবহার করতে পারবেন ।
http://wordpress.com এবং http://wordpress.org
ওয়ার্ডপ্রেস দিয়ে বানানো কিছু সাইট :
http://www.tunerpage.com, http://www.alokborsho.com , http://www.e-tech-world.com এই ধরনের আরো লাখ লাখ সাইট আছে যে যা বলে শেষ করা যাবে না ।
এ ফ্রিল্যান্সিং আউটসোর্সিংয়ের মাধ্যমে নিজেদের ভাগ্যকে পুরোপুরি বদলে দিতে পারবেন ।এক সমীক্ষায় দেখা গেছে প্রথম ৫০টি ফ্রিল্যান্স কাজ এর মধ্যে ওয়ার্ডপ্রেস এর অবস্থান ৭ নম্বরে । এবার বলুন আপনি যদি ভাল ওয়ার্ডপ্রেস জানেন তা হলে আপনার লাভ ছাড়া ক্ষতি নাই ।
আসুন সবায় মিলে ওয়ার্ডপ্রেস শিখি এবং ফ্রিল্যান্সিং আউটসোর্সিংয়ের মাধ্যমে নিজেদের ভাগ্যকে এবং অন্যের ভাগ্যকে পুরোপুরি বদলে দিই । বেকার মুক্ত বাংলাদেশ গড়ে তুলি ।
বাংলাদেশে এই প্রথম ওয়ার্ডপ্রেস গ্রুপ এ দলে দলে যোগ দিন ।
আমাদের ওয়ার্ডপ্রেস গ্রুপ এর ঠিকানা https://www.facebook.com/groups/Wordpress2Smashing/
এখানে আপনি ওয়ার্ডপ্রেস সম্পর্কে সব ধরনের সহযোগিতা পাবেন । এথানে আছেন আমাদের সর্ব প্রকার ওয়ার্ডপ্রেস জানতা দক্ষ ্ লোকজন ।
অনেক ধন্যবাদ আপনাকে জামিল ভাই।
দারুন একটা গ্রুপ। আমি ওই গ্রুপ এ আছি। অনেক কাজের গ্রুপ। ধন্যবাদ জামিল ভাই :)
খেলুম না, আমি রিকোয়েস্ট দিতে পারি না, কয় আমি নাকি আগে থেইকাই আছি :P
:P
সুন্দর পোস্ট ….গ্রুপে রিকউসট পাঠিয়েছি… ..আপনাকে অনেক ধন্যবাদ…….
বুঝলাম , কদিন আগে ফেজ বুকের গ্রুপ এ যোগ দিয়েছি ।
ধন্যবাদ accept করেন !!!!!!!!!!!!
ভাই রিকুয়েসট পাঠাইআ দিসি…..
একসেপট কোরবেন দয়াকোরে……।ধন্য+++++++++++
ঈদ মোবারক।