কে কে ওয়েব ডিজাইন শিখবেন ?
ওয়েব ডিজাইন শেখা সহজ,আপনি চাইলে কয়েকমাসেই শিখে নিতে পারবেন ।
ভালভাবে শিখতে পারলে ওয়েব ডিজাইনের উপর প্রচুর চাকুরী এবং ফ্রিল্যান্সিং সাইটগুলোতে হাজার হাজার কাজ পাওয়া যায়।
ওয়েব ডিজাইন শিখে সহজেই সন্মানজনক কাজ ও প্রচুর আয় করতে পারবেন ।
অনেকেই ওয়েব ডিজাইন ও ওয়েব ডেভলপমেন্ট বিষয় দুটি গুলিয়ে ফেলে ।
ওয়েব ডিজাইনঃ
আপনাকে টেমপ্লেট বানাতে হবে ।
লগিন পদ্ধতি, নিউজলেটার সাইনআপ পদ্ধতি , পেজ নেভিগেশন, ফাইল আপলোড করে ডেটাবেসে তৈরী করা, ইমেজ ম্যানিপুলেশন ইত্যাদিকে বলা হয় ওয়েব এপ্লিকেশন । এসব তৈরী করতে হয় প্রোগ্রামিং ল্যাংগুয়েজ দিয়ে । এসব কাজ আপনার নয় । এট হলো ডেভলপার এর কাজ । কোন প্রকার এপ্লিকেশন ছাড়া একটা সাইট তৈরী করাই হলো ওয়েব ডিজাইন, এধরনের ডিজাইনকে বলা হয় স্টাটিক ডিজাইন।
ওয়েব ডেভেলপমেন্টঃ
ওয়েব ডেভেলপমেন্ট হচ্ছে ওয়েবসাইটের জন্য এপ্লিকেশন তৈরী করা ।লগিন পদ্ধতি, নিউজলেটার সাইনআপ পদ্ধতি , পেজ নেভিগেশন, ফাইল আপলোড করে ডেটাবেসে তৈরী করা, ইমেজ ম্যানিপুলেশন ইত্যাদি । এধরনের আরো হাজার হাজার এপ্লিকেশন আছে, ওয়েব ডেভেলপারকে এসব এপ্লিকেশন তৈরী করতে হবে । যদি ফ্রিল্যান্সিং করেন তাহলে ক্লাইন্টের চাহিদা অনুযায়ী এমনও এপ্লিকেশন তৈরী করতে হতে পারে যা হয়ত প্রথমবারের মতো আপনিই তৈরী করবেন ।
অর্থাৎ আপনাকে এপ্লিকেশনও ডিজাইন করতে হবে ।
ওয়েব ডেভেলপমেন্ট নিয়ে পরবর্তীতে আলোচনা হবে ।
আপাতত ওয়েব ডিজাইন । ওয়েব ডিজাইন শিখতে হলে সর্বপ্রথম আপনাকে শিখতে হবে HTML
মাত্র 500 KB সাইজের বাংলা টিউটোরিয়াল দিয়েই আপনি HTML সম্পর্ক ভালো ধারনা পেতে পারেন ।তাছাড়া এই টিউটোরিয়াল আপনি অফলাইনেও পড়তে পারবেন ।
কি আছে এই টিউটোরিয়ালেঃ
- পর্ব- ১ ।। (সাইজ- 120 KB)
- HTML কি ?
- কি কাজে লাগে ?
- আপনার নূন্যতম যোগ্যতা
- HTML শিখতে কি কি দরকার
- ইন্টারনেট নিয়ে কিছু কথা
- ওয়েব পেজের মৌলিক গঠন
- পর্ব- ২ ।। (সাইজ- 132 KB)
- ওয়েব সার্ভার সম্পর্কে আলোচনা
- HTML এর ট্যাগ সমূহ
- হেক্সাডেসিমল টেবিল
- পর্ব-৩ ।। (সাইজ – 88 KB)
- HTML এ ছবি যোগ করার পদ্ধতি
- লিষ্ট এর ব্যাবহার
- ওয়েব পেজ লিঙ্কিং
- টেবিল তৈরী
- হোষ্ট এবং আ্যাড অনস
- ফ্রি ডোমেইন নেম
- পর্ব- ৪ ।। (সাইজ- 124 KB)
- হোমপেজের নামকরন
- ফ্রেমসেট ট্যাগ
- HTML পেজ ফর্মের ব্যাবহার
- মেটা ট্যাগ ও সার্চ ইন্জিন সাবমিশন
পোষ্টটি সর্বপ্রথম এখানে প্রকাশিত ।
টিউটোরিয়ালটি কাজে আসলেই আমার প্রচেষ্টা সার্থক হবে । ভালো থাকুন, সুস্হ থাকুন ।।
ভাই যশ একটা পোস্ট. ভাই plz web ডেভেলপমেন্ট সম্বন্দে জানাবেন পরবর্তী পোস্ট এ ?
কাজে আসবে আপনার শ্রম সার্থক হইয়েছে ।
ধন্যবাদ । css টিউটোরিয়াল শেয়ার করুন ।
apnar kache aro কিছু সেকার asa korchi
:D ধন্যবাদ ।
আপনার বইটা মনে হয় আগে একসাথে ছিল, আলাদা হইল কেমনে।
না ভাই । আমি এভাবেই পেয়েছি । আমার একটা ফ্রেন্ড আমাকে দিয়েছিলো ।
আমি বেশ কিসু দিন ধরে চিন্তা করসিলাম CSS এর উপর পোস্ট দেবো!!!! শুরু করেসেন খুব ভালো হস্সে …….ধন্য +++++++++++
CSS এর উপর পোস্ট দিন । ধন্যবাদ ।
ধন্যবাদ শেয়ারের জন্য। আমিও আগে ওয়েব ডিজাইন আর ওয়েব ডেভলপমেন্টের মধ্যে পার্থক্য বুঝতাম না। তবে এখন বুঝি। ধন্যবাদ।
ধন্যবাদ । ভালো থাকুন ।
ভাইয়া শুধু html দেখালেন, css & javascript দেখাবেন না। ঐ তারও একটা টিউটোরিয়াল দিন। প্লিজ ভাইয়া।
হ্যা ভাই ঐগুলাও দেন।
সহমত…………ঐগলা একট তারাতারি দিলে ভালো হয়………………
বাহ অনেক সুন্দর হইচে, ধন্যবাদ আপনাকে.
jotilzzzzzzzzzzz
thanxx
ভাল টিউন ধন্যবাদ টিউনের জন্য।
@আতাউর রহমান ভাই ধন্যবাদ প্রথম কমেন্ট করার জন্য । আপনার ভালো লেগেছে জেনে খুশী হলাম । :)