উইন্ডোজ অপারেটিং সিস্টেমচালিত কম্পিউটারে ‘ডুকু ভাইরাস’ আক্রমণ করতে পারে বলে জানিয়েছে মাইক্রোসফট। ফলে বড় ধরনের সাইবার আক্রমণের আশঙ্কা করছেন নিরাপত্তা বিশেষজ্ঞরা। তবে এ বিষয়ে মাইক্রোসফট জানিয়েছে, ‘আমরা এ বিষয়টি নিয়ে অত্যন্ত মনোযোগের সঙ্গে কাজ করছি এবং গ্রাহকদের জন্য হালনাগাদ সংস্করণের নিরাপত্তাব্যবস্থা বাজারে ছাড়া হবে।’ নিরাপত্তা সফটওয়্যার নির্মাতা সিমেন্টেক গত মাসে স্টাঙ্নেট ভাইরাসের কোড-সদৃশ এক রহস্যজনক ভাইরাসের সন্ধান পেয়েছে বলে জানিয়েছিল। বর্তমানে বিভিন্ন প্রতিষ্ঠান এই ভাইরাসটি চিহ্নিত করতে কাজ করছে। নিরাপত্তা বিশেষজ্ঞরা জানিয়েছেন, বৈদ্যুতিক প্ল্যান্ট, তেল শোধনাগার ও পাইপলাইনের মতো গুরুত্বপূর্ণ স্থাপনাগুলোতে আক্রমণ করার জন্যই হ্যাকাররা ‘ডুকু’ নামের এ ভাইরাস তৈরি করেছে। এ বিষয়ে সিমেন্টেকের গবেষক কেভিন হ্যালে জানান, ‘আক্রমণের কৌশল হিসেবে হ্যাকাররা মাইক্রোসফট ওয়ার্ড ডকুমেন্টে সংযুক্ত ই-মেইল পাঠায়। সেই ই-মেইল খুললেই কম্পিউটার ভাইরাস আক্রান্ত হয়, যার মাধ্যমে কম্পিউটারের পুরো নিয়ন্ত্রণই চলে যায় হ্যাকারদের দখলে।’
be aware
ইমেল দেখে কি ভাবে বোঝা যাবে তা কোন হ্যাকারদের পাঠানো কি না ?
শেয়ার করার জন্য ধন্যবাদ।
সাবধান হইয়া যান
ভাই তথ্যটি জন্য ধন্যবাদ !!!!!
আচ্ছা ভাই আমাদের উইন্ডোজ তো আপডেট হয়না তারপরও কি এটা হামলা করতে পারে? শেয়ারের জন্য ধন্যবাদ।
সম্ভবনা আসে……..
ধন্যবাদ, সাবধান থাকতে হলে লিনাক্স ব্যাবহার শুরু করেন।
ধন্যবাদ আপনাকে জানাবার জনো.
thanks…share korar jonno
তথ্যটি শেয়ার করার জন্য আপনাকে অনেক ধন্যবাদ।
onek onek dhonno+++++++
vai……..
tobe virus tar sorce code ta koi pabo janale valo hoto……..hehehe.
Sabyashchi Datta ভাই আগাম সতর্ক বার্তা পৌচে দেয়ার জন্য দন্যবাদ …………………