আপনাদের স্নেহ ও ভালবাসায় শুরু করছি আজকের টিউন ।
আশাকরি আজকের টিউনটা আপনাদের অনেকের ভাললাগতে পারে এবং কাজে আসতে পারে ।
অনেক সময় আমাদের মোবাইল এ বিরক্তিকর কল আসে । সেটা বন্ধ করতে আমরা বেছে নেই call block সার্ভিস । সে জন্য অপারেটররা প্রতি মাসে একটি নির্দিষ্ট পরিমান টাকা কেটে নেয় । এমনকি আমরা বিভিন্ন প্রকার call block সফটওয়্যার ব্যবহার করে থাকি । কিন্তু আমরা অনেকেই এই ২ টি পদ্ধতির কনটাই ব্যবহার করতে পারিনা বা চাইনা । তাই এইসব ঝামেলায় না গিয়ে আপনাদের একটা সহজ টিপস দেব । আপনারা অনেকেই হয়ত এটা জানলেও জানতে পারেন । চলুন দেখে আসি কিভাবে এটা করবেন ।
*** জিপি, রবি, বাংলালিংক এবং এয়ারটেল গ্রহকদের জন্য ***
- প্রথমে আপনি আপনার মোবাইল এর call divert অপশন এ জান (voice call) ।
- তারপর সেখান থেকে Divert when busy / If busy তে চাপুন এবং Activate চাপুন ।
- তারপর To other number এ নিচের অপারেটর অনুসারে নাম্বার বসিয়ে দিন এবং Ok চাপুন । বাস আপনার কাজ শেষ ।
ক) জিপি এর জন্য – ১২৬৬
খ) রবি এর জন্য – ৮১২১
গ) বাংলালিংক এর জন্য – ৭৭০
ঘ) এয়ারটেল এর জন্য – ৭৮৯
** সিটিসেল এবং টেলিটক গ্রাহকরা তাদের voice mail নাম্বার বাবহার করে ট্রাই করে দেখেন হতেউ পারে ।
এবার ফলাফলঃ
এখন যে কলার ই আপানাকে call করুক না কেন, আপনি শুধু call টা কেটে দিন । এখন যে আপনাকে call করেছে তার ১২টা বাজতে শুরু করেছে । অর্থাৎ তার মোবাইল এ Call টা রিসিভ হয়ে গ্যাসে । ভয় নেই, আপনার টাকা কাটবেনা ।
আমার কথা বিশ্বাস না হলে হাতের কাছের মোবাইল টা দিয়ে ট্রাই করে দেখুন ।
**cancel করতে Divert when busy / If busy তে গিয়ে cancel চাপুন ।
## যদি Call block সফটওয়্যার দরকার হয় তাহলে সঙ্গে ঈদ বোনাস হিসেবে কল ব্লক সফটওয়্যার সঙ্গে কী দিয়েছি (Nokia 60v3) Download
কেমন লাগলো আমাকে জানাবেন ।
যে আপনাকে কল করবে তারই টাকা কাটবে।
অনেক আগেই জানা ছিল। আপনাকে অনেক অনেক ধন্যবাদ, ভাল থাকবেন।
সবই ঠিক আছে কিন্তু অন্য নম্বরে কল রিসিভ হলে নিজের নম্বর থেকে টাকা কাটা শুরু করবে।
ভয় নেই, আপনার টাকা কাটবেনা ।
কিন্তু যে কল করবে তার?
সুন্দর টিউন
ভালো ট্রিকস ………. কাজে লাগবে ।
জটিল টিউন……….
সব ই ঠিক দেখলাম। ভালোই লাগল। কিন্তু কথা হচ্ছে, কখনও যদি আমি অন্য কারো কল কেটে দেই বা কারো কল না ধরি তখনও তো সেটা Busy হিসেবে দেখাবে তাহলে তখনও তো এটা ঘটে যাবে। আচ্ছা, জাভা সেটের জন্য এরকম সফটওয়্যার নাই ??
আমি ও আগে থেকে জানতাম.পোস্ট টা খুব ভালো !!!!! ধন্যবাদ ……………
ভালো। তবে ব্যস্ততার সময় হয়তবা আপন জনকেই বাঁশ মেরে ফেলতে পারি ।
তখন !?
একেবারে ঠিক কথা।
sarwar4all ভাই ধন্যবাদ
খারাপ টিউন। সব সময়তো ঐ মানুষটার কথা মনে থাকবে না। তখন কোন কাজে ব্যাস্ত থাকলে যে কারো কল কেটে দিতে পারি। আর তাতে একটা ভাল মানুষের টাকা কেটে যাবে।
নিজেকে ঝামেলা মুক্ত রাখতে হলে । এই কিস্তি টুকু করুন ।
মনে করে আপনার ফোনের কল ওয়েটিং অপশনটা চালু করে নিবেন ।
অনেক সুন্দর হয়েছে….ধন্যবাদ ……..
আপনাকেও ধন্যবাদ ।
বাহ……অনেক মজার তো……..
একবার চেষ্টা করে দেকতে হবে>>>ধন্য+++++++++
কাজ হলে জানাবেন ।
im trying ধন্যবাদ
কাজ হলে জানাবেন কিন্তু ।
তবে আমি এটার ব্যবহার অন্যভাবে করি । GPতে *67*01XXXXXXXXX# > কল । এতে যেনাম্বারটি দেই সেটি কোন চেয়ারম্যান/ এলাকার হাজী সাহেব/ বা চড়া কথা বলতে পারে এমন কারোর । কল ওয়েটিং সার্ভিস চালু করে নিতে হবে । এখন বিরক্তিকর কল এলে কেটে দিই । এবার কল চলে যায় সেই নম্বরে । ওহ । কি মজা ।
পদ্ধতি জানা ছিল । আমার অপারেটরের টা আগে থেকেই জানি । অন্যগুলো আজ জানলাম । (নম্বরগুলো) ।