আইপ্যাড মিনি, আমাজানের কিন্ডল ও গুগল নেক্সাস ট্যাবকে প্রতিযোগিতায় টেক্কা দিতে এ মাসেই কম মূল্যে ছোট আকারের ট্যাব আনতে যাচ্ছে মাইক্রোসফট। ৭.৫ ইঞ্চি স্ক্রিনের সারফেস মিনি নামক এই ট্যাবটি মাইক্রোসফটের সারফেস ট্যাবলেটের মিনি সংস্করণ।
মাইক্রোসফটের সারফেস ট্যাবলেটগুলো এতদিন ১০ ইঞ্চি আকৃতির ছিল। তবে ছোট আকারের ট্যাবলেটের জনপ্রিয়তা বাড়তে থাকায় মাইক্রোসফট এবার ছোট আকৃতির সারফেস মিনি ট্যাব বাজারে আনছে বলে মনে করছেন বিশ্লেষকরা।
কবে নাগাদ এটি বাজারে আসবে সে সম্পর্কে মাইক্রোসফট আনুষ্ঠানিক কোনো তথ্য না জানালেও প্রযুক্তি বিষয়ক ওয়েবসাইট দ্য ভার্জের বলা হয়েছে, চলতি মে মাসের ২০ তারিখেই বাজারে আসতে যাচ্ছে সারফেস মিনি। এজন্য ওই দিন এক অনুষ্ঠানের আয়োজন করেছে মাইক্রোসফট কর্তৃপক্ষ।
অনলাইনে ফাঁস হওয়ার নানা তথ্য থেকে জানা গেছে, নতুন সারফেস ট্যাবলেটটি ৭.৫ ইঞ্চি ডিসপ্লে সমৃদ্ধ হতে পারে। যার রেজ্যুলেশন হবে ১৪৪০ বাই ১০৮০ পিক্সেল। অপারেটিং সিস্টেমে হিসেবে থাকবে উইন্ডোজ ৮.১। এআরএম চিপের ট্যাবলেটটিতে থ্রিজি এবং ফোরজি সুবিধা থাকবে।