১।বাবা : তর পরিক্ষার রেজাল্টকির
ে.???
ছেলে : ওই পাসের বাড়ির ডাক্তর সাবের পোলা পেল করছে…
বাবা : তর রেজাল্ট কি…???
ছেলে : ওই আরো দুই বাড়ি পর ওকিল সাবের পোলা ভি পেল করেছ…
বাবা : আরে আমি জিগাই তর রেজাল্ট কি হইচে…???
ছেলে : ওও মা, তুমি কি লাট সাব নি, যে তোমার পোলা পাস করব…??
২।যুবক : আমি ১৫ বছর থেকে আপনার মেয়েকে ভালবাসি।
প্রেমিকার বাবা : তুমি এখন কি চাও?
যুবক : আমি তাকে বিয়ে করতে চাই।
প্রেমিকার বাবা: তাও ভাল , আমি ভেবেছিলাম তুমি .
.
.
.
.
.
.
.
“পেনশন” চাইতেছ।
৩।স্যার : তুমি বড় হয়ে কী করবে?
ছাত্র : বিয়ে।
স্যার : আমি বোঝাতে চাইছি, বড় হয়ে তুমি কী হবে?
ছাত্র : জামাই।
স্যার : আরে আমি বলতে চাইছি, তুমি বড় হয়ে কী পেতে চাও?
ছাত্র : বউ।
স্যার : গাধা, তুমি বড় হয়ে মা- বাবার জন্য কী করবে?
ছাত্র : বউ নিয়ে আসব।
স্যার : গর্দভ, তোমার মা-বাবা তোমার কাছে কী চায়?
ছাত্র : নাতি-নাতনি।
স্যার : ইয়া খোদা!…তোমার জীবনের লক্ষ্য কী?
ছাত্র : বিয়ে।
স্যার অজ্ঞান…।
৪।Boy & girl playing Ludo.
Boy: যদি 1,2,3,4,5, উঠে তাহলে আমি তোমাকে kiss করব।
Girl: কি? আচ্ছা যদি 6 উঠে ?
–
… –
–
Boy: আবে ওই, কখনো লুডু খেল নাই ? 6 উঠলে যে ২ বার আমার
৫।এক পাগল খুব মনোযোগ দিয়ে চিঠি লিখছে। তো সেসময় আরেকজন এসে তাকে জিজ্ঞেস করলো, ‘চিঠি লেখ? কাকে!’। পাগল বলল,“নিজেকেই লিখি।” তখন লোকটা আবার বলল,“নিজেকে কি লেখ?” পাগলটা বললো,“আরে!আগে তো চিঠিটা আমার কাছে আসুক, তারপর পড়ে দেখি, তারপর না জানাব! পাগল নাকি!”
আরো চাইলে:
http://hashirjholok.blogspot.com/
“আমি বলছি না ভালবাসতেই হবে,
আমি চাই
কেউ একজন আমার জন্য
অপেক্ষা করুক,
শুধু ঘরের ভিতর থেকে দরজা খুলে দেবার
জন্য।
বাইরে থেকে দরজা খুলতে খুলতে আমি এখন
ক্লান্ত…”
আহ জোশ কৌতুক
আমার অনেক ভালো লেগেছে .
বন্ধু এটা একটা টেকনোলজিক্যাল ব্লগ। এখানে এই রকম পোষ্ট করার সুযোগ রয়েছে। তবে এখানে অনেক ধরনের ভিজিটর আসে। তাই এমন পোষ্ট করবেন না, যাতে টিউনারপেজ এর উপর কারও খারাপ মনোভাব তৈরি হয়। ধন্যবাদ, সাথেই থাকুন
tuner page ar kache amar onorodh . amar tune golo ki chain tune/ dharabahik tune a add kore diben. dile ami onek khushi hobo.
মনে হয় আপনাকে খুশি করা হয়েছে… দেখুন তো ঠিক ধরেছি কিনা?
হা.
আমি ভাবতেই পারি নাই যে আমার টিউন গুলো ধারাহিক টিউন এ আড্ড কর হবে.
tunerpage অনেক অনেক ধন্যবাদ
এই টিজেকে বলে অনুমতি নিয়ে তার এই ধরনের পোস্টগুলো একসাথে করা যেতে পারে। মানে 6 পর্ব মিলে একটা হবে । এটা আমার নিজেস্ব মতামত