গিটার কিভাবে বাজাতে হয়, এটা আমরা অনেকেই জানি না। আপনারা যাতে সহজ করে গিটার বাজানো শিখতে পারবেন এই জন্য আমি আপনাদের জন্য একটি বই লিখেছি। যতটুকু সম্ভব সহজ, সরল ভাষায়। পাশাপাশি আপনাদের জন্য চিত্রসহ বর্ণনা করেছি যাতে শিখতে কোন রকমই অসুবিধা না হয়।
আমার এই বইটার নাম হল
Mini Guide: Systematic Approach to Fluent Guitar Playing
এছাড়াও বইয়ে আপনাদের জন্য লেসন হিসেবে দিয়েছি। তার সাথে আপনাদের জন্য রাখা হয়েছে একটি তিন পৃষ্ঠার গাইড বই। নিচের ডাউনলোড লিংক থেকে ডাউনলোড করে বিস্তারিত দেখুন।
LESSON-1, 2, 3, 4 and LICK A, LICK B is based on “Alternate picking”.
LESSON-5, 6, 7, 8 and LICK C, LICK D is based on “Legato”.
LESSON- 9, 10, 11 and LICK E, LICK F is based on “Sweep picking”.
ডাউনলোড করার জন্য উপরের বাটনে ক্লিক করুন।
কেমন হয়েছে আমার বইটি আশা করি মন্তব্য করে জানাবেন। সমস্যা হলে বলবেন, ধন্যবাদ
বাহ বাহ দারুন।
আমার তো গিটার নাই । তাই কিছু বলতে পারলাম নাহ । শেয়ার করার জন্য ধন্যবাদ
আমারও নাই :(
;-(;-(;-(
টিউনারপেজে আপনাকে স্বাগতম । আমাদের সাথেই থাকুন ।
ভাই আমার গিটারই নাই।
আমার নাই…..:)
অনেক ধন্যবাদ
বইটা আপনার লিখা?
অনেক ধন্যবাদ আমাদের সাথে শেয়ার করার জন্য
জি ভাইয়া আমার লেখা :)
ডাউনলোড করলাম । ধন্যবাদ ।
DHONNOBAD VAIYA, GITER SIKHTE KHUB AGGROHI, BANGLAI LIKHLE VALO HOTO.
PARLE http://WWW.BONDHU.IN
AO SHARE KORUN.
spam করবেন না
অসম ভাই আসম
প্রথমে ডাউনলোড দিলাম তারপর লিখলাম, খুব ভাল লাগল বইটি, ধন্যবাদ আপনাকে এত সুন্দর একটি বই উপহার দেওয়ার জন্য।
বইটি বাংলায় লিখলে আরও ভাল হতো, তবুও আপনাকে অনেক অনেক ধন্যবাদ, ভাল থাকবেন।
abrar_hassan ভাই আপনি এই পোষ্ট আপনার বইয়ের কিছু ভূমিকা তুলে ধরে একটা ছবি লাগিয়ে দিতেন গিটারের তাহলে আরও চমৎকার হত। দেখেন তো করতে পারেন কিনা
আমিও একমত ……….আরো আক্ত বিস্তারিত লেকল সন্দুর হত.
তবে এমন একটা গিফট দিয়ার জন্যে আপনাকে ধন্য++++++++++++++
ভাইয়া ভবিষ্যৎ বাংলায় লেখার চেষ্টা করব :) ধন্নবাদ
আগে লোড করে নিই পড়ে জানাব ।