প্রিয় টিউনার ও ভিজিটর ভাইয়েরা সবাই কেমন আছেন ? আজকে আপনাদের সাথে এমন একটা বিষয় নিয়ে শেয়ার করবো তা আপনারা সবাই কম বেশি জানেন এবং করেন ও তার নাম instaforex , যারা আগে সাইন আপ করেছেন ভেরিফাই করা ছাড়াই ডিপোজিট করা যেতো । কিন্ত এখন আপনার অ্যাকাউন্ট ভেরিফাই না হলে আপনি ডিপোজিট করতে পারবেননা তাও আবার ভেরিফাই হতে সর্বচ্চ ৭২ ঘন্টা লাগে । যারা নতুন করে Forex Trading করতে চান মুলত তাঁদের জন্য এই টিউন ।
আসুন দেখি কিভাবে সাইন আপ করতে হয়
প্রথমে এই লিংক এ যান instaforex.com/open_live_account.php
এই রকম একটি ফেইজ আসবে Accept বাটনে ক্লিক করুণ ।
from টি যে ভাবে দেয়া আছে সেভাবে ফিলাপ করুন ।
মনে রাখবেন নিচের অংশ টুকু
Account type : ——– Standeard
Trading Server Location : Hong Kong
Leverage ——————-: 1:1000
Account Currency ——: USD
Affiliate Code ————–: CRAD
সব কিছু ঠিক থাকলে এই রকম পেজ আসবে।
এবার আপনার মেইল চেক করুন দেখবেন আপনাকে লগইন লিংক দিয়েছে সেখানে গিয়ে লগইন করুন ।
লগইন করার পর বাম পাশে আকাউন্ট মেনু থেকে Verify account বাঁটনে ক্লিক করুন ।
দেখবেন আপনার The first verification level: ( Not passed ) আছে । এখন আপনার আইডি অথবা পাসপোট কপি স্কেন করুন তার পর change বাটনে ক্লিক করে আপনার আইডি কপি আপলোড করুন । আপলোড বাটনে এ ক্লিক করলে দেখবেন ৭২ ঘন্টা সময় নিবে ভেরিপাই করার জন্য ।
একাউন্ট ভেরিফাই হলে এই ছবির মতো দেখতে পাবেন ।
আজ এখানে শেষ করছি সবাই ভাল থাকবেন । পরের টিউন এ থাকছে ?
১. ডিপোজিট করা ,
২. ডিপোজিট করে ৩০% বোনাস পাওয়া ,
৩. ট্রেড করার নিয়ম ,
আর যারা আমার রেফারে কাজ করতে চান তারা যোগাযোগ করুন – Skype : nazmul_bd00 । ইমেইল : nazmulbd00m@gmail.com । Facebook – Web Site
ami forex e notun.affiliate link ta ki kew janaben r kivabe link ta pabo.instaforex e account korar por 30 diner moddhe invest na korle ki account ban hoye jabe naki.janaben pls.forex somporke kew help korle khub khusi hobo.parle 1 ta sms korben please,01714693373
ভাই আমি just signup করেসি ….এবং মাস্টার কার্ড এর জন্য অপ্প্লায় করসি …আমি মাস্টার কার্ড পাব ?
চরম টিউন ।। ।:) :)
বাহ বাহ। চমৎকার।
আপনার রেফারে কাজ করলে হেল্প করবেন নি ?? ;)
জি চেষ্টা করবো thanks
আশা দেবার জন্য ধন্যবাদ. আশায় রইলাম .
বস পোস্টটা সুন্দর কিন্তু একটা বেপারে লিখার আগে ভালভাবে জেনে করতে হয় . যেমন সাইট এর জনপ্রিয়তা, স্কাম কি না , পূর্বের রেকর্ড, বিভিন্ন ফোরামের মতামত ইত্যাদি বিষয় . আর সে হিসেব করতে গেলে Instaforex এর প্রবলেম আছে . তারপর ও সবার এ একটা নিজস্স জ্ঞান বিবেচনা আছে যাচাই বাছাই করে ইনভেস্ট করুন.
ভাইজান ফরেক্স এমন একটা সাইট যার মধ্যে স্কাম এর কিছু নাই , বিষয়টি পরে বলবো । ধন্যবাদ আপনার মন্তব্যের জন্য
নাজমুল ভাই ফরেক্স এ স্কাম বলতে কিছু নাই এইটা আপনাকে কে বলেছে? ফরেক্স এ ভালো-স্কাম দুটোই আছে। তবে ফরেক্স এ স্কাম কম সেটা বলতে পারতেন। Instaforex ভালো হতে পারে তাই বলে সব ব্রোকার ভালো নয়। আপনি আপনার বেক্ষাটা যুক্তির মাধ্যমে বলবেন কি?
এক মত with চিন্তিত পথিক
আপনি চাইলে পরে বলতে পারে কিন্তু আমি আগেই বলেছি
নিজস্স জ্ঞান বিবেচনা আছে যাচাই বাছাই করে ইনভেস্ট করুন.
আর আশা করছি forex এ আপনি অনেক অভিজ্ঞ এবং আপনার কাছ থেকে forex এর বেপারে নিয়মিত পোস্ট আশা করছি . ধন্যবাদ .
চরম পোষ্ট। যারা ফরেক্স নিয়ে ভাবছেন, তাদের জন্য এটা অনেক উপকার হবে। ধন্যবাদ শেয়ার করার জন্য
নাইস টিউন, তবে সরাসরি রেফারেল লিঙ্ক দিয়েনা এইটা নিয়মে নাই। চালিয়ে জান। ধন্যবাদ।
darun likhechen , dhonnowbad
আপনাকেও ধন্যবাদ
kichu mone korbenna . apnar web ti valo tobe sexy shobdo ti . bikrito korche . apni jodi sexy chan ekti pege baniye nin alada kore ebond tate sexy rakun .
দেখুন কিছু কিছু শব্দ দেখলাম আপনার সাইটে যা খারাপ লাগল । ময়ুরি মোটা সবাই জানে , আপনি মুটকি ময়ূরী না লিখে নায়িকা মুয়ুরী লিখলে ভাল লাগবে । সেক্সী শব্দ টি বেমানান ।
আপনার কাছ থেকে forex এর বেপারে নিয়মিত পোস্ট আশা করছি