টিপি’স ক্যুইজ – গত পর্বের উত্তর |
গত পর্বের ক্যুইজ এর বিজয়ী |
গত পর্বের প্রশ্ন ছিলঃ নিচের ছিবিতে দেখানো প্রশ্নবোধক চিহ্নিত স্থানে কত বসবে?সঠিক উত্তর ছিলঃ “২১৩”উত্তর দিয়েছিলেন ৪২ জন এর মাঝে ৮ জন কে ডিস্কয়ালিফাই করা হয়েছে নিয়মাবলী অমান্য করায়। |
বিজয়ী: শাহিন মীর্জা মোবাইলঃ (০১৭১৮৬৬৯৫**) অভিনন্দন আপনাকে আপনি পাচ্ছেন একটি ৮ জিবি পেন ড্রাইভ। |
এ সপ্তাহের টিউনারপেজ’স ক্যুইজ –৫৩
ঢাকায় প্রথম বিদ্যুৎ সরবরাহ করা হয় কোথায়???
☼☼☼☼☼☼☼☼☼☼☼☼☼☼☼☼☼☼☼☼☼☼☼☼☼☼☼☼☼☼☼☼☼☼☼☼☼☼☼☼☼☼☼☼☼☼☼☼☼☼
(উত্তরঃ? এ পোষ্টে মন্তব্য করে দিতে উক্ত কুইজের তারিখ থেকে আগামী ৭ দিনের মাঝে। লটারির মাধ্যমে ফলাফল ঘোষণা করা হবে।)
অংশগ্রহণের নিয়মাবলী :
(নিয়মাবলী যদি একটিও অমান্য করা হয় তাহলে আপনি এবং আপনার উত্তর টি ডিস্কয়ালিফাই হয়ে যাবেন।)
১। এই পোস্টটি ফেসবুকে শেয়ার করুন অন্যথায় আপনার উত্তর সঠিক হলেও আপনার উত্তর টি বাতিল বলে গন্য হবে।
২। ক্যুইজের উত্তর দেওয়ার জন্য রেজিস্টার করুন অথবা লগইন করে অথবা ফেসবুক দিয়ে রেজিস্ট্রেশান এর ঝামেলা না করে সরাসরি লগইন করে ক্যুইজের মন্তব্যের ঘরে শুধু উত্তর এবং আপনার মোবাইল নং উল্ল্যেখ করে দিতে হবে। আপনার মোবাইল নং দিতে কোন প্রকার সমস্যা হলে আপনার পূর্ণ নাম এবং মোবাইল নং আমাদের মেইল করে দিন এই ঠিকানায় : tunerpage@tunerpage.com
পুরস্কার :
১. পুরস্কার হিসেবে লটারির মাধ্যমে বিজয়ীর জন্য রয়েছে ১টি ৮জিবি পেন ড্রাইভ অথবা সম পরিমানের টাকা (বিকাশ অথবা ফ্লেক্সিলোড এর মাধ্যমে)।
নিজের মোবাইল নাম্বার দেখিয়ে উপহার নিয়ে আসুন এই ঠিকানা থেকেঃ- খিলগাঁও অথবা রামপুরা, ঢাকা,যদি ঢাকার বাহিরে থাকেন তাহলে আমরা পাঠিয়ে দিব আপনার বাসায়। যোগাযোগ করুন tunerpage@tunerpage.com, মোবাইলঃ- ০১৭১৭-৪৮০৬৫২
ফলাফল :
প্রতি পরবর্তী ক্যুইজে আগের ক্যুইজের সঠিক উত্তরদাতার নাম ঘোষণা করা হবে। চোখ রাখুন টিউনারপেজে।
আমাদের এই আয়োজনে এখন পর্যন্ত যারা স্পন্সর হয়েছেন
আয়োজনের এখন পর্যন্ত অনেক প্রযুক্তি প্রেমি ব্যক্তিই আমাদের এই ক্যুইজ প্রতিযোগিতায় স্পন্সর হয়ে, আমাদের সহযোগিতা করেন ক্যুইজ পরিচালনা করতে। আপনিও আমাদের এই আয়োজনে স্পন্সর হতে পারেন। আপনি যদি এই আয়োজনের স্পন্সর হতে চান, তাহলে আমাদের মেইল করুন এই ঠিকানায় : tunerpage@hotmail.com আমাদের এই আয়োজনে যারা প্রথম থেকে স্পন্সর হয়েছে, তারা হলেনঃ-
- এলিজা আকবর
- ইখতিয়ার হোসাইন
- জামিল হোসেন সিজান
- মহসিনা আরিফা এ্যানি
- ডিজিটাল টিউনার
- চিন্তিত পথিক
- শাওন রহমান
- নাগিব মাহফুজ প্লাবন
- Golam Maola Parvez
- Zetta Byte Gadgets
- মহা প্লাবন
- আব্দুল মালেক (চলছে)
আহসান মঞ্জিল
০১৭৮০৩৪৯৮৩৬
Ans: অাহসান মঞ্জিল
01914678417
আহসান মঞ্জিলে।
০১৬৮০৫১০১৬২
উত্তরঃ আহসান মঞ্জিল
মোবাইলঃ +৮৮০১৭৪৫৯৪৪৮৪৩
অাহসান মঞ্জিল
আহসান মন্জিল
আহসান মন্জিল
ঢাকায় প্রথম বিদ্যুৎ সরবরাহ করা হয় কোথায়?
উঃ আহসান মন্ঞ্জীল
০১৯৪৬৫৫৭৮১৭ (মোবাইল)
থাকি নারায়ণগঞ্জে।
ঢাকায় প্রথম বিদ্যুৎ সরবরাহ করা হয় কোথায়???
উঃ আহসান মন্ঞ্জীল
Mobile : 01915717547
আহসান মঞ্জিল
আহসান মঞ্জিলে । mobile: 01677983064
আহসান মঞ্জিলে
আহসান মঞ্জিলে। mobile: 01861011661
আহসান মঞ্জিল
01853691875
8lackd3vil@gmail.com
আহসান মঞ্জিল