আসসালামু আলাইকুম, সবাইকে আবারও আজকের পোষ্টে স্বাগতম। কেমন আছেন সবাই? আশা করি সবাই মহান আল্লাহ তায়ালার অশেষ রহমতে খুবই ভাল আছেন। আজ আপনাদের জন্য নিয়ে এলাম আপনাদের প্রিয় একটি গেম Grand Theft Auto GTA Vice City. জনপ্রিয়তার দিক থেকে এই গেমসটি অনেক জনপ্রিয়তা অর্জন করেছে। তাহলে আর কি বলব আপনাদের এই প্রিয় গেমসটি নিন। আপনাদের জন্য দিলাম মাত্র ২৪০ মেগাতে।
পার্ট ১: http://www.mediafire.com/?watkt2xhqzr0fdu
পার্ট ২: http://www.mediafire.com/?rmqhn52ato6tmmc
সবাইকে অনেক ধন্যবাদ। ভাল থাকুন, আল্লাহ হাফেজ
এতা কি বাংলা ভার্সন ?
আমি অনেক দিন ধরে খেলে আসছি। ধন্যবাদ।
ভাইয়া চালু করব কেমনে । পারতেছি নাতো ।
ছোট্ট বেলার সৃতি মনে করিয়ে দিলেন। ধন্যবাদ।
ধন্যবাদ ভাইয়া। কিন্তু আমার কাছে আছে এইটা, সিডি তে। তারপরেও ধন্যবাদ শেয়ার করার জন্য।
আপনারা আগে করেছেন , আমি এখন করবো । হা হা হা …… বসকে নতুন করে আর ধইন্যা দিমুনা , লন ওনেক ওনেক পুদিনা ……….. :-) :-) ;-)
শেষ করতে পারি নাই।
হাহাহা অনেক গাড়ি ভেঙ্গেছি , পুলিশের সাথে মারামারি করেছি । দারুন গেম টি ।
আরে ইয়াসিন ভঅই, আমি প্রথম প্রথম শুধু পুলিশ রে পিঠাইতাম আর একটা একটা করে গাড়ি ভাইঙ্গা আরেকটা নিতাম :P
আমিও প্রথম ওই একই কাজ করতাম….. :)
ভাই, আপনার লেখার এই ” হাহাহা অনেক গাড়ি ভেঙ্গেছি , পুলিশের সাথে মারামারি করেছি ” অংশ পইরা ভয় পাইসিলাম। পুরাটা পরার পর দেখলাম হুদাই ভয় পাইসি।
অনির্বাচিত টিউনার vai ..আমাকে কি backtrack এর compresed iso টা ডিটে পারবেন?????
চেষ্টা করব। দেখি আপনার জন্য কি করতে পারি :)
সংগ্রহে রাখলাম। এই ঈদে DeusEX Human Revelation শেষ করবো। আর অধীর আগ্রহে অপেক্ষায় আছি Assassins Creed Revelation and NFS The RUN এর জন্য।
আর হ্যাঁ। আশা করি ৫০০তম টিউন ঈদের আগেই শেষ করবেন ও ঈদে পার্টি দিবেন। নাইলে কিন্তু আপনার সাথে……………………।।
সহমত….।পারটি ওনিবারজো।
না। ঈদের পরে এক সাথে সবাইকে নিয়ে আড্ডা দেব ঢাকায়। সবাই আসতে পারবেন না?
আমি তো ঢাকাতে থাকি। অবশ্যই পারব। তা খাওাবেন কই। আমি আবার KFC ছাড়া খাই না। হি হি হি।
Assassins Creed Revelation = http://filetram.com/download/mediafire/8817392191/gamestm-110-rar
ধন্যবাদ। ঈদ এ সবাই অবসরে গেমস খেলবেন :)
দারুন গেমস। আমি এইটা খেলছিলাম বাংলা ভার্সন
আমি বাংলা ও ইংরেজি দুটাই খেলেছিলামমমমমমমমম
ভাই এটা কি বাংলা?
জ্বী না। এটা ইংরেজি তে