যাঁরা এখনো মেধাবী কুইজ সম্পর্কে জানেন না, তাঁদের জ্ঞাতার্থে বলছি-
We think you are talented…শ্লোগান নিয়ে যাত্রা শুরু করেছে মেধাবী ডট কম। নির্মাণাধীন এই সাইটটির কাজ শেষ হলে এটি হবে দেশের সবচেয়ে বড় শিক্ষা বিষয়ক ওয়েবসাইট। এখানে থাকবে-
* সকল বিশ্ববিদ্যালয় ভর্তি তথ্য।
* বিদেশি প্রতিষ্ঠানে ভর্তির যাবতীয় তথ্যাদি।
* দেশের সব সরকারী ও বেসরকারি বিশ্ববিদ্যালয়ের বিস্তারিত তথ্য, যোগাযোগের তথ্য।
* দেশের সব সরকারী ও বেসরকারি মেডিক্যাল কলেজের বিস্তারিত তথ্য, যোগাযোগের তথ্য।
* স্কুল, কলেজ ও বিশ্ববিদ্যালয় পর্যায়ের ছাত্রদের জন্যে পর্যাপ্ত ইবুক।
* স্বনামধন্য কলেজ সমূহের প্রয়োজনীয় তথ্য।
* স্বনামধন্য স্কুল সমূহের প্রয়োজনীয় তথ্য।
এছাড়াও বিশেষ দুটি প্রোগ্রাম-
# মেধাবী স্টারঃ প্রতি মাসে একজন করে মেধাবী তারকা নির্বাচন করা হবে। দেশের বিভিন্ন শহর অথবা গ্রাম থেকে নির্বাচিত ছাত্রের/ছাত্রীর সাক্ষাৎকার প্রকাশ করা হবে মেধাবী ডট কম ওয়েবসাইটে।
# মেধাবী কুইজঃ এটি সাপ্তাহিক কুইজ প্রোগ্রাম। প্রতি সপ্তাহের কুইজ বিজয়ীর জন্যে থাকবে ৫০০ টাকা সমমানের পুরষ্কার। এছাড়া, বিজয়ীর ছবি সহ নাম ঠিকানা প্রকাশ করা হবে ওয়েবসাইটে।
ভিজিট করুনঃ MedhabiDotCom