আসসালামু আলাইকুম, সবাইকে আবারও টিউনারপেজে স্বাগতম। কেমন আছেন সবাই? আশা করি সবাই মহান আল্লাহ তায়ালার অশেষ রহমতে খুবই ভাল আছেন। আজ আপনাদের জন্য একটি টিপস নিয়ে এসেছি।
আমরা বিভিন্ন ফাইল শেয়ারিং হোষ্টিং সাইট থেকে ফাইল ডাউনলোড করি। কিন্তু এই সব সাইট যেমনঃ Rapidshare.com, zShare.net, MediaFire.com, Megaupload.com, Sharebee.com ইত্যাদি থেকে ফাইল ডাউনলোড করতে হলে আপনাকে কিছুক্ষণ অপেক্ষা করতে হয়। কিন্তু আপনি চাইলেই এটি বাদ দিয়ে ফাইল ডাউনলোড করতে পারেন। এজন্য আপনাদের জন্য আমি ৩টি পদ্ধতি রেখেছি। দেখেন কোনটা ভাল লাগে।
- * Rapidshare.com
- * zShare.net
- * MediaFire.com
- * Megaupload.com
- * Sharebee.com
- * Depositfiles.com
- * Sendspace.com
- * Divshare.com
- * Linkbucks.com
- * Uploaded.to
- * Hotfiles.com
- * 4shared.com
- * Limelinx.com
- * Link-Protector.com
১ম পদ্ধতিঃ—-
- আপনি যদি ফায়ারফক্স ব্যবহার করেন, তাহলে একটি এড-অন্স ব্যবহার করেই এটি দূর করতে পারেন।
- এজন্য Skip Screen Firefox Extention টি দরকার। এড-অন্সটির জন্য নিচের বাটনে ক্লিক করুন।
- এবার এটি ডাউনলোড করে ইন্সটল করুন।
- এবার ফায়ারফক্স রিস্টার্ট করুন।
- কাজ শেষ।
২য় পদ্ধতিঃ—-
- আপনার কাঙ্খিত ডাউনলোড পেজে যান।
- এবার Free Download বাটনে ক্লিক করুন।
- টাইম শুরু হওয়ার সাথে সাথে নিচের কোডটি কপি করে এড্রেস বারে পেষ্ট করুন।
javascript:alert(c=0)
- একবার ok করুন, তারপর পপ-আপ বক্সের ok করুন।
- এবার ক্যাপচার লিখে ডাউনলোড করুন।
৩য় পদ্ধতিঃ—- ISP server থেকে নতুন একটি IP নিন
- প্রথমে Start Menu —> Run —> cmd.exe লিখে এন্টার দিন।
- এবার নিচের কোডগুলো একটা করে লিখুন ও এন্টার দিন।
- মানে প্রথমটা লিখে এন্টার, তারপর ২য়টা লিখে এন্টার, ৩য়টা লিখে এন্টার দিন্
ipconfig /flushdns
ipconfig /release
ipconfig /renew
- এবার এটি কেটে নিন। এবার ডাউনলোড করুন।
৩য় পদ্ধতিটি DSL/Modem Internet Connection এর জন্য প্রযোজ্য, Cable Internet কানেকশানের জন্য হবে না।
সবাইকে অনেক ধন্যবাদ। ভাল থাকুন। আল্লাহ হাফেজ……………
ওহ দাদা কি যে বলেন । ওদের তো একটু লাভ করার রাস্তা বন্ধ করার টিপস দিয়ে দিলেন ।
আমার মনে হয় ১ম পদ্ধতি সব থেকে ভালো। ধন্যবাদ অনির্বাচিত টিউনার ভাই।
আপনাকেও ধন্যবাদ। তবে যার কাছে যেটা লাগে এই আর কি :)
দারুন !!!! পোস্ট আর জন্য………………………..এক কোটি ধইন্যা
আপনাকে ৫ কোটি সাইবার ধইন্যা পাতা
অনির্বাচিত টিউনার ভাই , চরম হইছে । আপনারে অনেক অনেক ধইন্যা ……………….
আপনাকে আমার পক্ষ থেকে আনলিমিটেড ধইন্যা
বাহ বাহ দারুন তো। এতো কিছু কই পাই মিয়া আমারে কন :P
আপনি না ওই দিন আমারে শিখাইয়া ছিলেন? মনে নাই? :P
:P আপনার মাথার প্রসেসর টা খুইলা আমার মাথায় লাগাইতে হইবো :P
কি কুমু ভাই এককে বারে জটিল হয়সে থাঙ্কস
আপনাকেও থ্যাঙ্কস :)
ভাই download ফালাইছি……….।
ধন্য++++++্
কোন সমস্যা হয় নাই তো, নয়ন ভাই ?
আপনাকেও ধন্যবাদ
এখন ও ত ব্যবহার করি নাই.
করলে জনাব.
সত্যিই অসাধারন হইছে ! প্রিয়তে নিলাম।
ধন্যবাদ প্রিন্স ভাই