দ্যা ব্ল্যাক হ্যাটের পক্ষ থেকে সবার প্রতি রইল শুভ নববর্ষের শুভেচ্ছা। প্রকাশিত হলো বাংলাদেশ ব্ল্যাক হ্যাট হ্যার্কাসের সিকিউরিটি, তথ্য-প্রযুক্তি বিষয়ক ম্যাগাজিন The Black Hat এর ২য় সংখ্যা। প্রথম সংখ্যায় ব্যাপক পাওয়ার পর আজ প্রকাশিত হলো দ্বিতীয় সংখ্যা। ম্যাগাজিনটি পুর্নাঙ্গ বাংলায় এবং তা একদম ফ্রী। এটি আপাতত শুধু মাত্র পিডিএফ ভার্সনে পাওয়া যাবে।
এইবার থাকছে, পিপীলিকা সার্চ ইঞ্জিন নিয়ে প্রধান ফিচার প্রতিবেদন, ওয়ার্ডপ্রেস সিকিউরিটি নিয়ে নিয়মিত ধারাবাহিক এর ২য় পর্ব, সায়েন্স ফিকশন, জিমেইলের সিক্রেট এবং আকর্ষণীয় ফিচার সমূহ, ফ্রি হোস্টিং টিউটোরিয়াল, গুগলের অজানা জগৎ নিয়ে ধারাবাহিকের ২য় পর্ব, প্রোগ্রামিং-সি এর নিয়মিত ধারাবাহিক, কম্পিউটার বাজারের আপডেট, নেট কমিউনিকেশন, নেটস্পিড, কম্পিউটার টিপস, কম্পিউটার সিকিউরিটি, ট্রিক্স, কার্টুন সহ আরও অনেক কিছু।
এই ম্যাগাজিনের উদ্দ্যেশ্য হ্যাকিং শিখানো নয়, বরং দেশের জন সাধারন কে হ্যাকিং আতংক থেকে এই ব্যাপারে তাদের পর্যাপ্ত সঠিক ধারনা দেয়া । এছাড়া হ্যাকিং থেকে নিজেকে রক্ষা করতে নিয়মিত টিপস দেওয়া হবে। নাম ব্ল্যাক হ্যাট হলেও ব্ল্যাক হ্যাট বাংলাদেশের জন্য হোয়াইট হ্যাট। এই ম্যাগাজিনের এক মাত্র উদ্দেশ্য দেশের আইটিতে পিছিয়ে থাকা তরুণদের আইটি মনস্ক, এবং এক জন সিকিউরিটি এক্সপার্ট করে গড়ে তোলা। পাশাপাশি বাংলাদেশের সাইট এডমিন দের সিকিউরিটি টিপস দেওয়া যাতে তাদের সাইটের সর্বোচ্চ সিকিউরিটি দিতে পারে এবং নিরাপদ থাকতে পারে। এছাড়া কিভাবে হ্যাকিং থেকে রক্ষা করা যাবে, এ নিয়ে নিয়মিত লেখা হবে। এটি দেশের প্রথম সিকিউরিটি রিলেটেড ম্যাগাজিন! আমাদের আগের সব উদ্দ্যোগ এর মত এটিও অলাভ জনক এবং দেশের সার্থে, দেশের মানুষের কল্যাণে । যদি আপনি হোন একজন আইটি এক্সপার্ট তাহলে আপনিও আমাদের সাথে আসুন। এছাড়া যারা আইটি সম্পর্কে জানেন, তারাও লিখতে পারেন।
আপনার কপি পেতে আমাদের ফ্যান পেজে একটিভ থাকুন। এইখানেই ডাওনলোড হতে শুরু করে যাবতীয় আপডেট পাবেন।
আপনিও হতে পারেন আমাদের একজন লেখক বা পাঠক। আপনারা- আইটি, সিকিউরিটি, তথ্যপ্রযুক্তি, আউটসোর্সিং, টেক-নিউজ, পেন-টেস্টিং, লিনাক্স, নেটওয়ার্কিং , আইটি-মার্কেট, এন্ড্রয়েড, টেকনোলজী, প্রোগ্রামিং, চেইন –টিউটোরিয়াল, সফটওয়ার, সহ যাবতীয় আইটি রিলেটেড লেখা পাঠিয়ে দিন আমদের কাছে। যদি এক জন তরুন ও এই ম্যাগাজিন থেকে উপকৃত হয়, দেশের আইটি কে এগিয়ে নিয়ে যেতে সাহায্য করে সেটাই হবে আমাদের পরম পাওয়া। দেশের আইটিকে এগিয়ে নিয়ে আমরাও হতে পারি বিশ্ব সেরা।
আপনাদের লেখা পাঠান এই মেইল ঠিকানায়ঃ bdblackhatmag@gmail.com