আসসালামুয়ালায়কুম। কেমন আসেন সবাই। আসা করি ভালই আসেন।
আল্লাহ সবাই কে ভাল ও সুস্থ রাখুন এই কামনা করে আজকের পোস্ট সুরু করছি।
বলেছিলাম আমরা আজ কে একটা রিয়াল প্রোগ্রাম মেক ও রান করব।
চলুন শুরু করা যাক।
প্রথমে Pyshell ওপেন করুন।
File মেনু থেকে New Window তে ক্লিক করুন।
অথবা,কীবোর্ড থেকে CTRL+N চাপুন।
তাহলে একটি নতুন উইন্ডো চালু হবে।এটি হতসে এডিট উইন্ডো।আমরা প্রগ্রাম লেখার জন্নে সবসময় এই উইন্ডো টি ব্যবহার করব। আর প্রোগ্রাম গুলু Pyshell তে রান করব।
প্রথমে আমরা আমাদের প্রগ্রামে টি সেভ করে নেই।এরজন্য নিচের ধাপ অনুসরন করুন।
File > Save. Or ..ctrl+s চাপি।
একটি উইন্ডো ওপেন হবে তাতে ঠিক করে দেই যে কোথায় এটি সেভ করা হবে।
আমরা আমাদের ফাইল টি (First.py) নামে সেভ করব।মনে রাখবেন যে নাম ই দেন তার শেষে অবশ্যয় ((***.py)) দিতে হবে তা নাহলে কাজ করবে না।
এবার তাহলে আমরা মূল আলোচনায় আসি। অর্থাৎ কোড!!!!!!
#######Our first program#######
print(“Dim Counter\nVer0.0.1\nMade By Nayon\nMade for TunerPage\n\n”)
print(“Apni akbare koto golo dim khete parben?”)
amount=input(“Ei Dhoren: “)
print(“Bah,Apni to dekhi sotti ” +amount )
print(“Ti dim khete paren”)
#######TERMINATION#######
যা লীখা আছে তাই আপণার এডিট পেজে লিখুন।
লীখা শেষে এটা দেকতে এই রকম হবে।
Ctrl+S চেপে তা সেভ করুন।
এবার Run > run module এ ক্লিক করুন।
অথবা কীবোর্ড থেকে F5 চাপুন।
তাহলে প্রোগ্রাম টি Pyshell তে রান হবে।
এবং তা দেক্তে নিচের ছবির মত হবে।
যদি নয়া হয় তাহলে কোড এ ফিরে জান এবং ভাল করে চেক করুন।যাতে কোন ভুল নাথাকে তারপর আবার চেষ্টা করুন।
Explaining The Code:
#######Our first program#######
প্রথম লাইন টি কিছুই না…।।সুধু মনে করিয়া দেয়া যে # এর পরের লেখা কে কম্পিউটার এগ্নর করে যায়।
print(“Dim Counter\nVer0.0.1\nMade By Nayon\nMade for TunerPage\n\n”)
print(“Apni akbare koto golo dim khete parben?”)
এই দুই লাইন (“*”)এর লেখা কে কোন কারন ছারাই প্রিন্ট স্ক্রীন এ শো করবে ।।কারন
Print কমান্ড দ্বারা তাই বলা হইসে।
amount=input(“Ei Dhoren: “)
এখানে আমরা প্রথমে amount দ্বারা একটি variable তৈরি করেসি এবং input() দ্বারা variable এর ডাটা ইউজার এর কাছ থেকে নেয়ার বাবস্তা করেসি।
((((জারা ৩.১ এর নিচের ভারসন ব্যবহার করতেসেন তারা raw_input() লিকবেন)))
print(“Bah,Apni to dekhi sotti ” +amount )
এখানে print দ্বারা কিছু জিনিস প্রিন্ট করা এবং +amount এর মাধ্যমে input() দ্বারা ইউজার থেকে নেয়া ডাটা কে ব্যবহার উপজুগি করেছি।
print(“Ti dim khete paren”)
এর দ্বারা আরও কিসু কথা প্রিন্ট এর বাবস্তা করেছি।
#######TERMINSTION#######
এর দ্বারা আমাদের প্রথম প্রোগ্রাম শেষ করলাম।
আল্লাহ আমার প্রতি সহায় হক।
সবাই আমার জোননে দোয়া কোরবেন।
ধন্য++++++++++।
যত পড়ি ততই ভাল লাগে…
ইউর pleaser ………
আছা আমি কি আপনার টিউন গুলোর প্রেমে পড়ে গেলাম নাকি?
লোজজা ডিএন না ভাই…
পাইথন এর পোস্ট গুল পড়ে প্রোগ্রামিং ধারণা পাচ্ছি । ভাল লাগছে আপনার পোস্ট গুলো । কিন্তু কোড গুলো মুকুস্থ করার উপাই কি ? মনে তো থাকবেনা ।
ধন্য+++++++++++
ভাই…
নোটপাড এ কোড গুলো লিখে রাকটে পারেন/…।
চালিয়ে জান আমারা আপনার পাশে আছি। ধন্যবাদ।
ধন্য+++++ চিন্তিত পথিক ভাই.
চরম হইছে :)
dhonno +++++
chesta korbo pic majhe nie dite.
বরারের মতোই চরম লিখেছেন। কয়েকদিনের মাঝেই আমি হয়ত “অজগর” দিয়ে আরেকটা সাপ তৈরি করফেলব :P
ছবিগুলোর পোষ্টের মাঝখানে দিলে আরও সুন্দর হত। ধন্যবাদ শেয়ার করার জন্য