মাইক্রোসফটের অনলাইনে গেম খেলার সেবা এক্সবক্স লাইভের নিরাপত্তা ত্রুটি ধরিয়ে দিল পাঁচ বছর বয়সী এক বালক। বিশ্বের এক নম্বর সফটওয়্যার নির্মাতা প্রতিষ্ঠানটি আনুষ্ঠানিকভাবে ওই শিশুকে ধন্যবাদ দিয়েছে।
শুধু তা-ই নয় তাকে তাদের স্বীকৃত নিরাপত্তা গবেষক হিসেবে তালিকাভুক্ত করেছে। ব্রাজিলের সান দিয়েগোর ওই বালকের নাম ক্রিস্তোফার ভন হাসেল। সে আবিষ্কার করেছে- কীভাবে বাবার অ্যাকাউন্টে ভুয়া পাসওয়ার্ড দিয়ে প্রবেশ করে ইচ্ছেমতো গেম খেলা যায়।
সে একদিন বাবার অনুপস্থিতিতে তার অ্যাকাউন্টে গিয়ে ভুল পাসওয়ার্ড দেয়। তখন পাসওয়ার্ড ভ্যারিফিকেশনের আরেকটি স্ক্রিন খুলে যায়। ক্রিস্তোফার তখন ওই স্ক্রিনে পাসওয়ার্ডের জায়গাটি শুধু স্পেসবার চেপে পূরণ করে দেয়। আর এতেই কাজ হয়।
জানা গেছে, ক্রিস্তোফারের বাবা রবার্ত বিষয়টি ছেলের কাছ থেকে শুনে এক্সবক্সের এই নিরাপত্তা ত্রুটি সম্পর্কে বিস্তারিত জানান। আর তখনই বিষয়টি নজরে আসে মাইক্রোসফটের। রবার্ত নিজেও একজন নিরাপত্তা বিশেষজ্ঞ।
দারুন news ধন্যবাদ আপনাকে share করবার জন্য ।