সবাই কেমন আছেন? এখন থেকে চেষ্টা করব আপনাদের সাথে নিয়মিত পোষ্ট শেয়ার করতে। দেখি পারি কিনা। আগে পোষ্টটি ছিল
১ গিগাবাইটের ফাইলকে করে ফেলুন ১০ মেগাবাইট | KGB ARCHIVER
এবার আপনাদের দেখাব কিভাবে 7-zip দিয়ে ফাইল কম্প্রেসড করতে হয়। একেক জন একেক সফটওয়্যার ব্যবহার করে ফাইল কম্প্রেসড করার জন্য। যার মধ্যে সবচেয়ে জন্য জনপ্রিয় দুটি সফটওয়্যার হল KGB ARCHIVER ও 7-zip. তো, গত পর্বে আমি KGB ARCHIVER দিয়ে কীভাবে কম্প্রেসড করতে হয়, তা নিয়ে পোষ্ট করেছিলাম। আজ দেখাব 7-zip দিয়ে ফাইল কম্প্রেসড করা। চলুন দেখি কীভাবে করে…………….
7-zip ইন্সটল করার প্রক্রিয়াঃ
- প্রথমে 7-zip সফটওয়্যারটির 7z442.exe ফাইল চালু করুন। তাহলে নিচের মতো আসবে

- এবার Install বাটনে ক্লিক করুন।
- তাহলে ইন্সটল প্রক্রিয়া শুরু হয়ে যাবে। ইন্সটল শেষ হলে নিচের মতো আসবে।
- Finish বাটনে ক্লিক করুন।

প্রোগ্রামের কিছু গুরুত্বপূর্ণ কাজঃ
ইন্সটল করার পর কিছু অপশন পরিবর্তন করতে হয়, ব্যবহারের সুবিধার্থে। তাই কয়েকটা অপশন আপনাদের দেখিয়ে দিলাম।
- ইন্সটল হওয়া সফটওয়্যারটি চালু করুন।

- আপনি এটির কিছু না বুঝলে সফটওয়্যারটি হেল্প দেখতে পারেন। এর জন্য F1 কী টি চাপুন।
- এখন মেনুবারের Tools —> Options এ যান।

- আপনি 7-Zip দিয়ে যা যা কাজ করতে পারবেন সেগুলোতে চেক মার্ক আছে। আপনি ইচ্ছা করলে সবগুলো অপশান দিয়ে কাজ করতে পারবেন। এজন্য সবগুলো সিলেক্ট করুন।

- আপনার পচন্দ মতো অপশনগুলো নির্বাচন করে Apply বাটনে ক্লিক করুন।
- এছাড়াও আপনি Settings ট্যাবে থেকে আরও কিছু পরিবর্তন করে নিতে পারেন ইচ্ছা মতো।

- Plugins tab থেকে আপনি প্লাগইন্স যুক্ত বা মুছে ফেলতে পারবেন।

- Language tab থেকে আপনি আপনার পচন্দের ভাষা ব্যবহার করতে পারবেন।

- সকল কাজ শেষ হয়ে গেলে Apply & OK করুন।

কীভাবে ব্যবহার করবেনঃ
- প্রথমে কয়েকটি ফাইল সিলেক্ট করুন।
- এবার রাইট বাটন ক্লিক করে 7-Zip —> Add to archive… এ ক্লিক করুন।

- তাহলে নিচের মতো দেখাবে

- এবার আপনার প্রয়োজনীয় অপশন নির্বাচন করে OK করুন।
- তাহলেই কাজ শুরু হয়ে যাবে।

কীভাবে Extract করবেনঃ
- প্রথমে আপনার ফাইলটির উপর রাইট বাটন ক্লিক করুন।
- এবার মেনু থেকে 7-zip —> Extract files… বা Extract Here নির্বাচন করুন।
- তাহলে নিচের মতো একটি আসবে। এখানের Extract to থেকে আপনি কোথায় Extract করতে চান সেটা দেখিয়ে দিন।

ধন্যবাদ অসাধারণ এই পোস্টের জন্য
চমৎকার। সুন্দর একটি পোষ্ট করেছেন।ধন্যবাদ
চরম পোস্ট। ধন্যবাদ :)
ভাই আইতা আমি বিশ্বাস করতে পারচে না কারন ফাইল কম্প্রেস কততা ভালো হবে টা ফাইল এর উপর নিরভর করে ।আমি এমন কিছু ফাইল কম্প্রেস করেচে তার রাতীয় চিলে ৭০% আর কত গুলার রিও সেল ১১০%
ভাই উইন্ডোজ ৭ স্ক্রিনশট দিলে ভাল হয়…
অসংখ্য ধন্যবাদ সারভার কুইন ভাইকে । । সুন্দর একটি টিউন আমাদের উপহার দেওয়ার জন্য । । ।।
ধন্বাদ সারভার কুইন ভাই শেয়ার করার জন্
এক দেশে এক রাজা ছিলো ঃ
উততর ঃ খুদা স্রিষ্টিশীলতার উর্ধে
খিক্জ্জ এর চাইতে আমার পোস্ট দেখেন ঐটা আরো ভালো হবে :প
ভাই আপনার link তা দেন।
1GB file compress hoyee 10MB kothata ekono amar kachee Sai chader burir golpor mothoi hoye achee…….
Reee Kotho post deklam 10MB 10mb…..
Jokon nijeee korthee jay same process ee deki 500MB k copmress kore 10mb na borong payachi 250MB…..
Sobar kachee amar ektai onurod Ei kaj ti Plz plz balo bavee proman shoho porjapto screensot shoho ekta post den……100% clearness chy…..
কীভাবে ব্যবহার করবেনঃ
এই অংশের ২য় ছবিটি দেখেন। এখানের Compression Level থেকে আপনি কতটুকু কম্প্রেস করতে চান তা নির্বাচন করে নেন।
যতই বলেন, ১ জিবিরে ১০ এমবি বানাইতে আপনার কমপক্ষে কোর আই ফাইভ প্রসেসর আর ৩ জিবি র্যামের পিসি লাগব। তবে, টিউন চমৎকার হয়েছে।
হা হা হা হা !
তারপরেও হবে কিনা আমার সন্দেহ আছে……….
চমৎকার। সুন্দর একটি পোষ্ট করেছেন। গতকালেরটার মতোই চমৎকার হয়েছে