আমরা যারা নোকিয়ার সেম্বিয়ান ভার্সন থ্রি ও পাইভ ইউজ করি । তারা চাইলে অতি সহজ উপায়ে আমাদের
সেই ভোরিং ডিফল্ট ফন্ট পরিবর্তন করে মোবাইলকে দিতে পারি নতুন সাজ । নতুন স্টাইল ।
আমার এই পোস্ট হল কিভাবে ফন্ট পরিবর্তন করা যায় তা নিয়ে ।
আমরা যা করবঃ
১)ব্যাকআপঃ প্রথমে আপনি আপনার মোবাইলের সেট মেমরীটি ব্যাকআপ নিয়ে নিন । এই কাজটি আপনি পিসি থাকলে পিসি সুইট । আর না
থাকলে আপনার মোবাইল দিয়ে করে নিতে পারবেন । ব্যাকআপ রাখবেন কারণ যদি ফন্ট নিয়ে কোন প্রবলেম হয় তবে তা রিস্টোর করলে আবার আগের মত হয়ে যাবে ।
২) ফন্ট রাঊটারঃ এর কাজ হল আপনার মেমরি কার্ডটি যখন মোবাইল চালু হবে তখন তা থেকে আপনার তৈরি করা ফন্টগুলা খুজে নিয়া।
<<<<<ফন্ট রুটার ডাউনলোড করুন>>>>>
ডাউনলোড করে ইন্সটল*** করুন ফোন মেমরিতে । এবং ইন্সটল শেষে মেমরি কার্ডটি খুলে ফেলুন ।
৩) ফন্ট তৈরিঃ নিম্নোক্ত নামে কম্পিউটার থেকে আপনার পছন্দের ফন্টটি Local Disk C:>>>>Windows>>>Fonts থেকে কপি(একই ফন্ট ৪কপি) করে নিয়ে fonts নামক একটা Folder করে তাতে রাখুন ।যেমনঃ আপনি tunzpage.ttf নামক একটা ফন্ট নিলেন । যা এবার fonts নামক একটা Folder করে কপি করে রাখলে যা হবে …………………………
tunzpage.ttf
tunzpage.ttf -copy
tunzpage.ttf -copy1
tunzpage.ttf -copy2
এই রূপ ।
এবার এদের আপনি রিনেম করবেন নিম্নোক্ত নামেঃ
S60SNR.ttf
S60SSB.ttf
S60TSB.ttf
S60ZDIGI.ttf
মনে রাখবেন উপরোক্ত নাম গুলো কিন্তু tunzpage.ttf নামক এই একটা ফন্টকেই রিনেম করে করা হয়েছে ।
আবার আলাদা আলাদা ৪টি ফন্ট করেছি বলে মনে করবেন না ।
৪) কার্ড রিডার ও পেস্টঃ এবার আপনার মেমরী কার্ডটি শুধুমাত্র এবং কেবল শুধুমাত্র কার্ডরিডার দিয়েই আপনার পিসির সাথে সংযোগ প্রদান করুন । এবার আপনার মেমরী কার্ডে দেখুন Resource নামক একটা Folder আছে তাতে আপনার এতক্ষণ তৈরি করা সেই fonts Folder টি Resource নামক Folder এ Paste করে দিন ।
৫) রিস্টার্ট এবং পর্যবেক্ষণঃ এবার আপনার মেমরি কার্ডটি আপানার মোবাইলে সংযুক্ত করুন । তারপর আপনার মোবাইলটি অফ-অন করুন । এবার দেখুন আপনার পছন্দের ফন্টটি এখন আপনার মোবাইলে দেখা যাচ্ছে এবং সেই স্টাইলে লিখাও যাচ্ছে ।
৬)সতর্কতাঃ আপনি বাংলা ফন্ট ইউজ করবেন না । কারণ বাংলা ফন্ট কাজ হবে কিন্তু বাংলা ফন্ট থাকে অগোছালো অবস্থায় ।
যেমনঃ MENU লিখাটি বাংলা করার পর দেখা যাবে banglai “মেনু” না হয়ে লিখা আছে “কএওজদ” . আর মূলত তাই আমি বলেছি আপনার মোবাইলটি ব্যাকআপ রাখার জন্য । ফলে বাংলা/ইংলিশ ফন্ট যেটাই করেন না কেন পছন্দ না হলে মোবাইলটি আবার রিস্টোর করে নিলে সব আগের মত হয়ে যাবে ।
এক্ষেত্রে FlipFont নামেও একটা Application আছে । তবে তা সেট রিস্টার্ট দিলে আবার ডিফল্ট ফন্টে রূপান্তরিত হয়ে যায় ।
কিন্তু আমি যেই পদ্ধতি বললাম তা দিয়ে কিন্তু কোন প্রবলেম হবে না . তবে পরবর্তিতে সেট রিস্টার্ট দিলে অথবা সেট অন অফ করলে আপনার যেই মেমরি কার্ড এ ফন্ট রেখেছিলেন তা সেটের সাথে লাগান থাকতে হবে । সামনে আমি FlipFont নিয়ে আলোচনা করব ইশাললাহ ।
৭)প্র্যাক্টিকালঃ আমি Nokia E72 দিয়ে কাজ করেছি এবং তা সফলভাবে কাজ হয়েছে ।
প্রমাণ নিম্নের ছবিতে দেখুন
৮)যোগাযোগঃ আমি আছি আপনাদের সাথে এই পোস্টের যেকোনো ব্যাপার নিয়ে । কোন প্রকার প্রবলেম বা বুঝতে সমস্যা হলে >>>এখানে<<< আমাকে মেসেজ পাঠাতে পারেন ।
******যাদের ফন্ট রাঊটারটি ডাউনলোড করার পর ইনস্টল করার সময় Certificate Error বলবে তাদের সেট অবশ্যই হ্যাক করতে হবে ।
S60v3 & S60v5 হ্যাক নিয়ে আমার একটা পোস্ট আছে ।
S60v3 & S60v5 হ্যাকিং নিয়ে পোস্টটি দেখতে >>>এখানে<<< ক্লিক করুন ।
পোস্টটি প্রথম প্রকাশিত হয়েছে >>>এখানে<<<
অনেক ধন্যবাদ
৪২০ ভাই জোস হয়েছে টিউন ।
onek sundor akta post deyar joinnoo dhonnobad….
Toby ami bangla o use kortesi no problem……….
কেউ কি আমারে কিছু করতে সিবেন না নাকি?
আমি দেওয়ার আগেই সব দিয়া দিতেসে।
যাক, আর আমি চুপ মেরে থাকব না।
আবার পোস্ট দিব।
একদম ফাটায় ফেলব। ;)
চেষটা করে দেখি
ধন্যবাদ শেয়ার করার জন্য
আপনাকেও ধন্যবাদ
ভাই, Symbian belle তে কাজ করবে?
Shawon584 ভাই , এখনও আমার পররযনত আmi সেম্বিয়ান বেল্লি এন্ড আন্না পাইনি তাই এর কথা আমি বলতে পারছিনা .
তবে আপনি try করে দেখবেন আর কাজ হলে জানাবেন .
ধন্যবাদ সবাইকে । কোন প্রকার ত্রুটি পেলে ক্ষমার দৃষ্টিতে দেখবেন ।
ভাইয়া আমি আপনার বিগ ভক্ত। আপনার ব্লগ আমার খুব ভালো লাগে।
আমি নোকিয়া মোবাইল এ সফ্ট ছাড়া ফাইল হাইড করতে পারি। আমার মনে হয় আপনি এটা জানেন।
তবু আমি এটা বলছি এটা খুবই দরকারি। এটা দ্বারা অনেকেই উপকার পাবে ।
যে ফোল্ডারটি হাইড করতে হবে সেটার নামের শেষে .jad যুক্ত করতে হবে ধরি ফোল্ডারটির নাম Ban এর সাথে রিনেম করে .jad লাগাতে হবে এরপর একই রুট এ ঐ নামে ফোল্ডার তৈরী করতে হবে একই নামে Ban তবে এবারে .jar যুক্ত করতে হবে। তাহলে Ban.jad ফাইলটি হাইড হয়ে যাবে। এটা জানালে ভালই হবে। যদি আপনি জেনে থাকেন তাহলে মাফ করবেন। .jar যুক্ত ফাইলটি রিনেম করলেই .jad যুক্ত ফাইলটা চলে আসবে।
অসাধারন Rock লেগেন্দ ভাই ! আপনার টিপস্টা আমি জানতাম না !
ধন্যবাদ রক টিপসটি শেয়ার করার জন্য .
টিপসটি জানা ছিল তবে চেষ্টা করিনাই কখনো . আমার এক ফ্রেন্ড এই পলিসি ইউস করে .
খারাপ না software ছাড়াই কাজ হয়ে যায়
রক পারলে স্ক্রীন শট সহ এই নিয়ে একটা পোস্ট দিও .যারা জানে না তাদের কাজে আসবে .
রক পারলে স্ক্রীন শট সহ এই নিয়ে একটা পোস্ট দিও .অনেকেরই কাজে আসবে .
ভাই আমি কখনই ভাবতে পারি নাই যে আমার এখানে কোনো উত্তর আসবে। আমার পিসি নাই আমি মোবাইল দেয়ে এই সাইট ভিসিট করি।আমার HACKING এ আগ্রহ। ইনশাল্লাহ পোষ্ট পাবেন।
সুপার টিউন । । সবার কাজে আসবে । । ।চালিয়ে যাও সাথে আছি । । ।
ধন্যবাদ
সুন্দর। অনেক ডিটেলড জানানোর জন্য ধন্যবাদ। কাজে লাগবে, প্রিয়তে নিলাম :)
চমৎকার লাগল। আমার তো মোবাইল নাই। মোবাইল কিনেই একটা একটা করে টিপস লাইভ আমার মোবাইলেই দেখব। :)
এটা ভালো সিস্টেম কিন্তু এর চেয়েও ভালো হয় font zoomer এর নতুন ভার্র্সন দিয়ে…আমি ঐটা দিয়ে অনেক সহজেই সব ফন্ট একটু পর পর পরিবর্তন করতে পারি :)