আসসালামু আলাইকুম, সবাইকে আবারও আজকের পোষ্টে স্বাগতম। কেমন আছেন সবাই? আশা করি সবাই পাড়া-প্রতিবেশি, আত্মীয়-স্বজন ও পরিবারের সবাইকে নিয়ে খুবই ভাল আছেন। আজ আপনাদের একটি টিপস দিব। মাঝে মাঝে আমরা বিভিন্ন সাইট থেকে বিভিন্ন ধরনের ফাইল ডাউনলোড করে থাকি। যেমনঃ মুভি, সফটওয়্যার সহ আরও অনেক কিছু। কিন্তু মাঝে মাঝে আমাদের এগুলো পার্টে পার্টে ডাউনলোড করতে হয়। ডাউনলোড করার পর আমাদের জন্য একটা বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়ায় ফাইলগুলো জোড়া লাগানো নিয়ে। জ্বী, আজ আপনাদের এটাই দেখাব। সফটওয়্যারটির নাম হল HJSplit .
কিভাবে ইন্সটল করবেনঃ-
আপনি এটা ডাউনলোড করে মূল ফাইল থেকেই আপনি চালু করতে পারবেন। এই ইন্সটল করার দরকার নাই।
সফটওয়্যারটি নিচের অপারেটিং সিস্টেমগুলো সাপোর্ট করবে। আপনার যে অপারেটিং সিস্টেমের জন্য দরকার সেটার উপর ক্লিক করুন। তাহলে আপনাকে ডাউনলোড লিংকে নিয়ে যাবে।
ইন্টারফেইসঃ-
এটা হল HJSplit এর মূল ইন্টারফেইস।
কিভাবে ফাইল জোড়া লাগাবেনঃ-
- প্রথমে আপনি একটি মুভির কয়েকটি পার্ট নিন। যেমনঃ .001, .002, .003 ইত্যাদি।
- এবার সফটওয়্যারটি চালু করুন।
- এবার Join বাটনে ক্লিক করুন। তাহলে নিচের উইন্ডোটি আসবে।
- এবার “Input File” এ ক্লিক করে .001 file টি সিলেক্ট করুন।
- এবার “Output” থেকে আপনি যে ফোল্ডারে সেভ করতে চান, তা নির্বাচন করুন ও “Start” বাটনে ক্লিক করুন।
- তাহলেই কাজ শুরু হয়ে যাবে।
- যখন এটি সম্পূর্ণ হবে, তখন আপনাকে একটি নোর্টিফিকেশন দিবে।
- এবার আপনার নির্ধারিত জায়গায় একটি .avi ফাইল পাবেন।
সবাইকে অনেক অনেক ধন্যবাদ। ভাল থাকুন ও ভাল রাখুন পাশের মানুষটিকে। আল্লাহ হাফেজ………..
পোস্টি দেখে ভালো লাগলো but কাজ হচ্ছে না. আমি windows 7 64bit use করি . আমার কাছে একটা movie ২ পার্ট করা Dat ফরমেট এ আছে আমি extension rename করে .০০১ ও .০০২ করে যখন join এ এসে .০০১ ফাইল টা দেখিয়ে স্টার্ট প্রেস করে কাজ করা শেষ হলে output directory যেয়ে দেখি সুধু .০০১ হয়ে আছে but কোনো avi ফাইল নাই . plz দয়া করে solution দেন ভাই
এটি অনেক সময় প্রয়োজন পরে । অনেক ধন্যবাদ পদ্ধতি প্রকাশ করার জন্য ।
ভাই, আপনার নাম অনির্বাচিত না হয়ে নির্বাচিত হলে ভাল হত। সবসময়ই তো আলোচনায় থাকেন। কেউ মনে হয় আপনার সমালোচনা করতে পারবে না। আপনাকে ছোট্ট ধন্যবাদ দিলে কাজ হবে না।
কারন, You are a great man for us………….. :)
আচ্ছা এরকম ৫/৬ টা জিপ ফাইল সিলেক্ট করে এক্সট্রাক্ট টু … ক্লিক করলেই তো মনে হয় সব একটা ফোল্ডারে জমা হয় আমার মনে আসতাছেনা ঃ?
দারুন …
thanks ভাই …আমার ভালো laglo
আপনাকেও ধন্যবাদ anwercute ভাই :)
অনির্বাচিত ভাই আপানার নাম অনির্বাচিত হলেও এই পোস্ট আমার কাছে এমন জটিল লাগল যে আমার ডাইরীতে আপনি নির্বাচিত হয়ে গেলেন ।
ভাই সময় ফেলে কিভাবে অতি সহজ উপায়ে ৩-৪ জিবি ফাইলকে ১০এম্বিতে পরিণত করা যায় তা নিয়ে একটা পোস্ট করবেন । জানি কেজিবি দিয়ে কাজটা করা যায় বাট আমি অনেক ট্রাই শর্তে ও পারলাম না । আর কেজিবি দিয়ে ডিক্মপ্রেস করতে জান বের করে ফেলে পিসির । তাই যাতে পিসির জানও বাচে আর আমাদেরও কাজ হয় এরুপ একটা পোস্ট দিবেন ।প্লিজ
হা হা হা হা । আপনার প্রথম লাইনটা পড়ে খুবই হাসি ফেল। :)
চেষ্টা করব আপনার দেয়া অনুরোধটি রাখতে। সাথেই থাকুন, অনেক ধন্যবাদ আপনাকে
valo to………
atadia ki broken file jora dea jai@??????
ভাঙ্গা ফাইল বলতে কি বুঝিয়েছেন ?
আমি বলেছি যে, যে সব সফটওয়্যার বা মুভি পার্টে পার্টে ভাগ থাকে, সেগুলো জোড়া লাগাতে পারবেন। ধন্যবাদ