সার্চ জায়ান্ট গুগলের মেইল সার্ভিস ‘জিমেইল’ পুরো নতুন রূপে আসছে বলেই তথ্য ফাঁস হয়েছে। ফাঁস হওয়া তথ্যে প্রকাশ পেয়েছে, নতুন চেহারার জিমেইল তৈরির কাজটি সম্পন্ন করে ফেলেছে গুগল।
জিমেইল এর নতুন চেহারার এই তথ্য একটি ইউটিউব ভিডিওর মাধ্যমে ফাঁস হয়েছে। অবশ্য ভিডিওটি প্রকাশ পাওয়ার পরপরই ইউটিউব থেকে সরিয়ে এটিকে প্রাইভেট অপশনে নিয়ে যাওয়া হয়েছে। তবে ফাঁস হওয়া ভিডিটিতে দেখা গেছে, জিইমেইলে আপডেটেড সার্চ বক্স, পরিছন্ন ডিজাইন ছাড়াও নতুন অনেক অপশন যোগ হচ্ছে।
জি-মেইলে চ্যাটের জন্য নতুন ইন্টারফেস এবং হাই রেজুলিউশনের থিম যোগ হচ্ছে বলেও জানা গেছে। আরো সহজ, পরিছন্ন এবং যোগাযোগবান্ধব করতে এবং যেকোনো উইন্ডোতে মানিয়ে নিতে অপশন থাকবে।
উল্লেখ্য, চলতি বছরেই জি-মেইলে একাধিক ফিচার যোগ করেছিলো গুগল। তবে, গুগল কর্তৃপক্ষ তাদের ব্লগে লিখেছে, জি-মেইলে শক্তিশালী করার পাশাপাশি একে আরো সুন্দর করার কাজ চলছে।
আগের থেকে সুন্দর লাগছে
প্রিয় বন্ধু, ভালো ও শিক্ষামূলক টিউন করার জন্ন আপনাকে ধন্নবাদ….
:/ য়াহ্হু btr
আমি জিমেইল এই পাব্লিক :)
ধন্যবাদ শেয়ার করার জন্য যদিও আমি জিমেইল ব্যাবহার করিনা।
জিমেই একাউন্ট আছে । ব্যবহার করিনা । তবে অতিগুরুত্বপুর্ণ মেইল ওটাতে ফরওয়ার্ড করি ।
হুম
Sabyashchi Datta vai thanks for ur post