যারা রান্না ভালবাসেন এবং রসনা বিলাসে দক্ষ তাদের জন্য এবার পুরস্কার ঘোষনা করল আমার রেসিপি ডট কম। আমার রেসিপি ডট কম এই মুহূর্তে বাংলায় বৃহৎ একটি প্লাটফর্ম যেখানে দেশী, বিদেশী সব ধরনের রান্নার রেসিপি/রন্ধন শৈলি প্রকাশ করা হয়। এখানে সদস্য হয়ে লিখতে পারেন যে কেউ। প্রতিটি মানসম্পন্ন লেখার জন্য লেখককে পুরস্কার দেয়া হবে। আর দৈনিক সব থেকে জনপ্রিয় লেখার জন্য লেখক/লেখিকা পাবেন ২০০ টাকা পুরস্কার আর সপ্তাহে ৫০০ এবং প্রতি মাসে সেরা লেখার জন্য আপনি পাবেন ১৫০০ টাকা।
পুরস্কার দেয়া হবে প্রতিদিন, বিকাশে অথবা মোবাইলে ফ্লেক্সিলোডের মাধ্যমে। পুরস্কারের বিস্তারিত মেইলের মাধ্যমে জানিয়ে দেয়া হবে।
রান্না-বান্না, রেসিপি ছাড়াও আপনি লিখতে পারেন সাজসজ্জা, মেয়েদের খাদ্য-পুষ্টি,ঘরকন্যা,টিপ্স,রান্না সম্পর্কিত নানান জিজ্ঞাসা ইত্যাদি নিয়ে। শেয়ার করতে পারেন আপনার রেসিপি,রান্নার ছবি,ভিডিও লিঙ্ক অথবা রান্না নিয়ে আপনার অভিজ্ঞতার কথা। লিখছেন তো তাহলে?