আসসালা মুয়ালাই কুম।
কেমন আসেন সবাই। আসা করি ভাল আছেন। সবাই ভাল থাকবেন এই দুয়া রইল।
ইন্টারনেটএ হ্যাক সম্পরকিত ফোরাম এ সবচাইতে বেশি সময় জিজ্ঞাসিত প্রশ্নঃ
(কিভাবে Hotmail / GMAIL / yahoo / facebook হ্যাক করতে হয়???)
OK.
“সঠিক” উত্তর এখানে,
প্রথম উপায়ঃ
#একটি ই মেইল হ্যাক তকনই সম্ভব যখন একজন ব্যক্তি যিনি মেইল এর মালিক তিনি হ্যাক হন।
২য় উপায়ঃ
#উপায় সরাসরি ইমেইল সার্ভার যা বাস্তববুদ্ধিসম্পন্ন এবং অত্যন্ত দক্ষ পরামর্শক এবং সক্তিশালি
নেটওয়ার্ক দারা সুরক্ষিত ।
*আপনি যদি পেশাগত হ্যাকার হন তাহলে আপনি অবশ্যই জানেন যে তা প্রায় অসম্বভ।
*কোন প্রোগ্রাম / সফটওয়্যার দ্বারা ই মেইল বা পাসওয়ার্ড হ্যাক করা যায় না।
কেন ???
>>জানতে হলে আপনাকে বুজতে হবে ই–মেইল কি ভাবে কাজ করে।চলুন জানার চেস্টা করি।
মনে করুন আপনার একটি G_MAIL আছে।
যখন আপনি আপনার ইউজারনেম এবং পাসওয়ার্ড লিখবেন এবং লগইন বাটন এ আঘাত করেন তখন কি হয়?
আপনার কম্পিউটার আপনার ডাটা কে ENCRIPT করে এবং টা তার গন্তব্য কোন একটি G-MAIL SERVER এ পাঠায়।এবং শুধু মাত্র কোন G-MAIL SERVER ই ENCRIPT ডাটা কে DECRIPT করতে পারে।যদি আপনার ডাটা সঠিক হয় তাহলে সে আপনাকে আপনার ইনবক্স এর সাথে সংজুক্ত করে দেয়।এবং আপনার ব্রাউজার এর জন্য একটি COOKIE(Text file) পাঠায় যার মধ্যে আপনার সেশন ID থাকে।
ENCRIPT ডাটা কে প্রসসেস করার জন্য কিছু সময় ব্যয় হয়।ওই সময় তাকে HACKER দের জন্য “সুখি সময়” বলে বিবেচনা করা হয়। কারন কেও যদি আপনার সেশন ID জানে তবে সে PASSWORD ছারাই আপনার মেইল এ ঢুকতে পারবে।
{{_->কিন্ত বর্তমানে সকল মেইল সার্ভার SSL encryption ব্যবহার করে জার কারনে সেশন ID ও encrepted হয় এবং তা একটি প্যাকেট আকারে যায়।
আপনি বলতে পারেন কোন encrypt কি হ্যাক করা যায় না?
উত্তরঃ না।
কারন encrypt HTTP ব্যবহার করে এবং এর সাথে অনেকগুলো পাবলিক ও প্রাইভেট Key inscription Technique ব্যবহার করা হয় যা হ্যাক করা অসম্বভ।
৩য় উপায়ঃ
পরের সম্ভাব্য উপায়টি হল একরকম যে Gmail এর সার্ভার হ্যাক করা ও পাসওয়ার্ড হ্যাশ টি বার করে আনা।কিন্তু আটি প্রায় অসম্বভ এবং অত্যন্ত ঝুঁকিপূর্ণ।
তো এমন কেও কি আসেন যে এমন আকটা সফটওয়্যার বানাবে যা এই সকল নিরাপত্তা জাল কে
বাইপাস করে G-MAIL SERVER থেকে কোন PASSWORD বার করে আনতে পারবে????
যদি পারেন তাহলে তার একটা নোবেল পুরস্কার পাওয়া উচিত।
<<<কিন্তু কিন্তু কিন্তু…………।
কিছু পেশাদার হ্যাকার আছে জারা অনেক গুলু উপায় ব্যবহার করে মাঝে মদ্ধে সফল হতে পারেন।।তার মাত্রা খুবি কম।
আর ওই কাজ আমাদের মত চুনপুটি দের না।তার জন্য যে পরিমান দক্ষতা ও নেট স্পীড দরকার হয় তা ২২০০ সালের মদ্ধেও আমাদের দেশে আসা করা সপ্ন মাত্র।>>>
এখন আমাকে জিজ্ঞাসা করতে পারেন ইমেইল কি তাহলে হ্যাক করা যায় না???
উত্তরঃ যায় ।
তবে সারভার থেকে নয় মেইল ব্যবহৃত কম্পিউটার থেকে।
পরিস্কার ভাবে বলা যায় যে যাদের সাধারণ জ্ঞান ও টেকনিক্যাল জ্ঞান কিছু আছে ও কিছু অভাব তাদের কাছ থেকে ধোঁকা দিয়ে পাসওয়ার্ড চুরি করা.
এর অনেক গুলো উপায় আছে ..
যেমনঃ ১।Phishing
2. Social Engineering
3. Key logger.
4. Trojan.
ETC>>ETC>>Est.
এই জিনিস গুলা সম্পরকে প্রায় সবারি কিছু ধারনা আসে। তাই আমি বিস্তারিত কিসু বললাম না।
আশা করি আমি যথেষ্ট চাপা মারতে পেরেছি এবং আপ্নারাও কিছু জ্ঞান আহরন করেছেন। তাই পরবর্তী সময় যখন আপনি দেখন কেউ জিজ্ঞাসা করছে “কিভাবে ইমেইল হ্যাক করতে হয়?”
তাকে একটু জ্ঞান প্রদান করবেন যাতে সে তার মূল্যবান সময় ও আর্থ ব্যয় নাকরে।
আর কেও যদি আপনাকে বলে যে সে Mail hack করতে পারে… তবে তাকে দয়া করে একবার
ডাক্তার এর কাছে নিয়ে জাবেন PLESE….
সবাইকে ধন্য++++++++++।
অনেক অনেক ধন্যবাদ। ভাল থাকবেন
দারুন পোস্ট ভাই
moja lon???????