আসসালামু আলাইকুম, সবাইকে আজকের ব্যাতিক্রম ধর্মী পোষ্টে স্বাগতম। কেমন আছেন সবাই? আশা করি সবাই মহান আল্লাহ তায়ালার অশেষ রহমতে খুবই ভাল আছেন। ভাল থাকুন ও ভাল রাখুন আপনার পাশের মানুষটিকে। আজকের পোষ্টে কি থাকছে? জ্বী, আজ Forex নিয়ে কিছু লিখব। দেখি কিছু পারি কিনা। চলুন মূল পোষ্টে….
Forex কি?
Forex হল অনলাইনে বৈদেশিক মুদ্রা ক্রয় ও বিক্রয় করা। Forex ট্রেডিং শেয়ার বা স্টক ট্রেডিং মতো কিন্তু এর কিছু অতিরিক্ত সুবিধা আছে। বৈদেশিক মুদ্রার দাম সব সময়ই পরিবর্তন হয়। অনেকসময় একটি মুদ্রা অন্যদের বিপরীতে কঠিন হতে পারে। বৈদেশিক মুদ্রার এই পরিবর্তনে আপনি অনেক সময় অনেক আয় করতে পারবেন। মনে করুন, আপনার কাছে এখন 100$ আছে। আপনি এটাকে বিক্রয় করে ৮০ ইউরো কিনলেন। যখনই ইউরো এর দাম বাড়বে, কখন যদি আপনি এটা বিক্রয় করে দেন, তাহলে আপনি অনেক টাকা আয় করতে পারবেন। তবে এই অর্থনৈতিক কাজটা মানে বৈদেশিক মুদ্রা অনলাইনে ক্রয়-বিক্রয় করার জন্য আপনাকে একটি কম্পিউটার নিতে হবে, সাথে অবশ্যই ইন্টারনেট কানেকশান নিবেন। তাহলেই আপনি এটি সঠিক ভাবে করতে পারবেন।
সুবিধা
- stock trading একটি অতি লাভজনক ব্যবসা। যখনই আপনার বৈদেশিক মুদ্রাটির দাম বৃদ্ধি পাবে তখনই আপনি তা বিক্রয় করে দিবেন। আবার যখন মুদ্রার দাম কমে যাবে, তখন কিনবে।
- Forex ট্রেডিং মাত্র 10$ দিয়ে শুরু করা যায়। তারপর আপনি আস্তে আস্তে আয় করতে পারবেন। তবে মাঝে মাঝে কিছু বিক্রেতা আপনাকে বোনাসও দিতে পারে।
- এই ভার্চুয়াল ট্রেডিং আপনাকে কোন রকম ঝুঁকি ছাড়াই আপনার ব্যবসায়ীক জ্ঞানকে প্রসারিত করবে।
- বড় পরিমানের উদ্দেশ্যসাধনের বা ঋণের সুবিধা রয়েছে।
- আপনি মাত্র ২০-২৫ সেকেন্ডের মাধ্যমে অনেক টাকার মালিক হয়ে যেতে পারবেন।
- এটার সুবিধার গুলোর মধ্যে সবচেয়ে উল্লেখ্য যোগ্য হল, এটি আপনি আপনার বাসায় বসেই করতে পারবেন। ফলে আপনার অনেক সময়ই বেঁচে যাবে।
- এই ভার্চুয়াল পৃথিবীর যে কোন প্রান্ত থেকেই আপনি এই ব্যবসাটি করতে পারবেন।
- বেশী শেয়ার বাজারে মতো এটিও তারল্য বাজার।
- আপনি ইচ্ছা করলেই ক্রয় করার আগেই বিক্রয় করে দিতে পারবেন।
- ক্রয় ও বিক্রয়ে কাউকে কোনরূপ কমিশন দিতে হয় না।
অসুবিধা
- মূল্য নিয়ে সব সময়ই সন্দেহ থাকেই।
- ২৪ ঘন্টাই ব্যবসা, যেটা একজন মানুষের জন্য যন্ত্রনাদায়ক।
- professional ব্যবসায়ীদের থেকে আপনার সাহায্য নিতে হবে।
- হ্যাকিংয়ের ঝুঁকি সব সময়ই থাকে।
- অনভিজ্ঞ ব্যবসায়ীদের জন্য এটা খুবই ঝুঁকিপূর্ণ।
- আপনাকে প্রতিটা মুহূর্ত সর্তক থাকতে হবে, কখন মূল্য বৃদ্ধি পাবে। ফলে আপনার ঘুম হারাম হয়ে যেতে পারে।
- আপনার একাউন্টে deposit করতে হবে। ফলে এটাই আপনাকে বলবে যে, বিনিয়োগ ছাড়া টাকা পাওয়ার কথা কখনও চিন্তাও করো না।
- ব্যবসা সম্পর্কে অভিজ্ঞতা থাকতে হবে।
কিভাবে শুরু করবেন
- প্রথমে আপনাকে একটি broker site এ একটা একাউন্ট খুলতে হবে। কিছু জনপ্রিয় সাইট হল, Etoro.com, marketivia.com, Hotforex.com, tradingpoint.com ইত্যাদি।
- তারপর আপনার একাউন্টে alertpay, paypal বা Bank transfer এর মাধ্যমে ডিপোজিট করতে হবে।
- তারপর broker site থেকে trading সফটওয়্যার ডাউনলোড করতে হবে।
- এবার আপনার মুদ্রা কেনা-বেচার ব্যবসা শুরু করে দিন।
আশা করি বুঝতে পেরেছেন। সবাইকে অনেক অনেক ধন্যবাদ, ভাল থাকুন। আল্লাহ হাফেজ……………
অনেক কিসু janlam
বিডি পিপ্স চমৎকার হচ্ছে দিন কে দিন ফরেক্স শিখার জন্য । তানভীর ভাই যদি এখানে ওইটার কোন পোস্ট করে তাহলে আমি মনে করি সেটা টিউনার পেইজ এর জন্য ও ভালো হবে ।
অনেক ভালো হস্সে ফোরেক্ষ নিয়ে আরো পোস্ট চাই
চেষ্টা করব ভাই। আশা করি সাথেই থাকবেন :)
ইউটি ভাই,,পোস্ট এর জন্য ধন্যবাদ ….আমের মনে হয় আপনাকে আরো ক্লিয়ার করতে হবে ফোরেক্ষ বিসয়টি ….আপনার পোস্ট এ অনেক ভুল আছে …আর ফোরেক্ষ যেহতু রিস্কি তাই না জেনে পোস্ট করাটা ঠিক না ….
আমের মতে bd people এর জন্য বেস্ট ব্রোকার হলো http://www.roboforex.com , http://www.litrforex.com .
http://www.roboforex.কম এটা বেস্ট কজ এটা deposit অন্ড withdraw ইনস্টান্ট .
আপনি নিচে দেয়া site গুলা ফলো করতে পারেন ফোরেক্ষ জানতে
http://www.roboforex.com/beginner/
http://www.dailyfx.com/how_to_trade_forex/learn_forex/
http://www.babypips.com/school/ (বেস্ট)
বিল্লাহ ভাই আপনি বরাবরের মতো অনেক চমৎকার মন্তব্য করেন। আপনার পরামর্শের জন্য অনেক অনেক ধন্যবাদ আপনাকে :)
u r wc….
tradingpoint.com কোন ফরেক্স ব্রোকার নয়। এটা trading-point.com হবে।
ভাল পোষ্ট। আপনি কি ফরেক্স ট্রেড করেন নাকি?
আজ আমরা বিডিপিপসের নতুন ফরেক্স স্কুল উন্মোচন করলাম। আশা করি এটা ভাল লাগবে। ফরেক্স স্কুলের আর্টিকেলগুলো কি টিউন আকারে দেয়ার অনুমতি পাওয়া যাবে? এমন অনেকেই আছে যারা বিডিপিপস ভিজিট করে না কিন্তু টিউনারপেজ ভিজিট করে। আশা করি তাদের কাজে লাগবে। অনুমতি পেলে আমি পোষ্টগুলো করবো।
http://www.bdpips.com/school/
tradingpoint.com কোন ফরেক্স ব্রোকার নয়। এটা trading-point.com হবে।
ভাল পোষ্ট। আপনি কি ফরেক্স ট্রেড করেন নাকি?
আজ আমরা বিডিপিপসের নতুন ফরেক্স স্কুল উন্মোচন করলাম। আশা করি এটা ভাল লাগবে। ফরেক্স স্কুলের আর্টিকেলগুলো কি টিউন আকারে দেয়ার অনুমতি পাওয়া যাবে? এমন অনেকেই আছে যারা বিডিপিপস ভিজিট করে না কিন্তু টিউনারপেজ ভিজিট করে। আশা করি তাদের কাজে লাগবে। অনুমতি পেলে আমি পোষ্টগুলো করবো।
http://www.bdpips.com/school/
রিভিউ দেয়ার সিস্টেম সব জায়গায়ই আছে। তাই আশা করি নিয়ম মেনে রিভিউ দিবেন।
আপনাকেও ধন্যবাদ, আসলে এই বিষয়ের উপর আমি নতুন হওয়ায় একটু ভুল হচ্ছে। সাথেই থাকুন ধন্যবাদ :)
সাথে থাকতে পারি কি! অন্তত আপনার পেছনে পেছনে থাকব। চালিয়ে যান।
আপনাকে ধন্যবাদ। সাথেই থাকবেন আশা করি, পিছনে থাকার দরকার নাই। :)
ধন্যবাদ ।
আপনাকেও ধন্যবাদ সজিব ভাই
অনির্বাচিত টিউনার আরেকটু পরা লেখা করতে হবে :P
নতুন তো, তাই এই অবস্থা আর কি :P
ধন্যবাদ দারুন একটি পোষ্ট করার জন্য ।
তবে পোষ্টের কতগুলো বাক্য পড়ে আমার মনে হয়েছে আপনি ফরেক্স করেন না ।
১) আপনি বলেছেন- “ক্রয় ও বিক্রয়ে কাউকে কোনরূপ কমিশন দিতে হয় না”
অবশ্যই কমিশন দিতে হয়, একে বলা হয় স্প্রেড । যেমন- কোন ব্রোকারের স্প্রেড যদি হয় ২ পিপস তাহলে বুঝতে হবে- আপনি যখন বাই/সেল করেন তখন ব্রোকার অটোমেটিক্যালি আপনার ট্রেড থেকে ২ পিপস চার্জ করবে ।
এমনকি কিছু পেয়ার আছে যেগুলো নিয়ে ট্রেড করতে গেলে ব্রোকার আরো বেশী চার্জ করবে আপনাকে ।
২) আপনি বলেছেন- “মূল্য নিয়ে সব সময়ই সন্দেহ থাকেই”
কথাটা ঠিক কি অর্থে বললেন বুঝলাম না ।
মূল্য নিয়ে সন্দেহের কোন অবকাশ নেই । কারন ফরেক্স মার্কেটের পরিধি এতোওওও বড় যে এখানে গ্যাম্বেলিং করার সুযোগ নেই । দাম যখন বাড়ে কমে তখন পৃথীবির সব ব্রোকারেই বাড়ে কমে ।
৩) আপনি বলেছেন- Forex ট্রেডিং মাত্র 10$ দিয়ে শুরু করা যায়।
নূন্যতম ১ ডলার দিয়েই ফরেক্স শুরু করা যায় । এমনকি কিছু ব্রোকার আছে যাদের সাথে কোন রকমের ইনভেষ্ট ছাড়াই শুধুমাত্র ওয়েলকাম বোনাস দিয়েই রিয়েল ট্রেড শুরু করতে পারেন । তাছাড়া সকল ব্রোকারেই ডেমো ট্রেড করে অভিজ্ঞতা অর্জনের সুযোগ আছে ।
৪) আপনি বলেছেন- আপনি মাত্র ২০-২৫ সেকেন্ডের মাধ্যমে অনেক টাকার মালিক হয়ে যেতে পারবেন।
ফরেক্স মানে “গেট রিচ কুইক” নয়, বরং “গেট রিচ স্লো” । মাত্র ২০-২৫ সেকেন্ডের মাধ্যে অনেক টাকার মালিক হয়ে যেতে পারলে পৃথীবির সবাই বিল গেটস হয়ে যেত ১/২ বছর ট্রেড করে ।
ফরেক্স মানে “গেট রিচ কুইক” ভেবেছে তারাই কয়েকদিন পরে থালা-বাটি-কম্বল হারিয়ে ফরেক্স থেকে পালিয়েছে । :)
৫) আপনি বলেছেন- হ্যাকিংয়ের ঝুঁকি সব সময়ই থাকে।
হ্যাকিং বিষয়ে অগ্রিম কিছু বলা উচিৎ হবে না । কারন প্রযুক্তি প্রতিনিয়তই আপগ্রেড হচ্ছে ।
তবুও আপনি আপনার ফরেক্স একাউন্টকে যতোদুর সম্ভব সুরক্ষিত রাখার চেষ্টা করতে পারেন ।
যেমন- আপনি পেআউট কনফার্মেশন এসএমএস চালু করতে পারেন । যদি আপনার পাসওয়ার্ড কেউ হ্যাক করেও ফেলে তাহলে যখন সে পেআউট করতে যাবে তখন আপনার মোবাইলে একটা কনফার্মেশন এসএমএস আসবে একটি কোড নাম্বারসহ ।হ্যাকার এই কোড প্রবেশ না করাতে পারলে টাকাও লুট করতে পারবে না । :)
আশা করি আমার কমেন্টকে নেগেটিভলি নিবেন না ।
আবারও ধন্যবাদ । হ্যাপি টিউনিং । :D
আমি ফরেক্সে একদমই নতুন। হয়ত ভুল হতেই পারে, এর জন্যক্ষমা করাও যেতে পারে :P আপনার মন্তব্যকে আমি নেগেটিভলি নেই নাই। কারণ আমি এখানে যেমন আরেকজনকে শিখানোর জন্য লিখেছি, অন্য দিকে শিখতেও বসেছি। আপনার মন্তব্যের উপর বলছি…
২নং এ আমি বুঝাতে চেয়েছি মুদ্রার মান সব সময়ই পরিবর্তনশীল।
৩নং এ আসলে এটা কোন সংবদ্ধদলকে নিয়ে লিখে ফেলেছি।
৪নং যেটা আসলে এটা হল আপনি যখন এটার উপর অভিজ্ঞ হয়ে উঠবেন।
৫নং যেটা এটা আমার এভাবে না লিখলেও চলত :P যাই হোক এখানে নিরাপত্তার নিয়ে কথা বলছি।
————————————————————————————————-
আর এখানে ফরেক্সের সুবিধা ও অসুবিধাগুলো আমি লিখেছি ফরেক্সের পুরো ব্যাপারটা নিয়ে। ফরেক্সের ২য় পর্বটি দেখবেন আশা করি। আর ভুল হলে অবশ্যই ধরিয়ে দিবেন।
আপনাকেও অনেক ধন্যবাদ। সাথেই থাকুন
@অনির্বাচিত টিউনার ভাই কমেন্টের রিপ্লাই পেয়ে অনেক খুশী হলাম । :D
আশা করি ফরেক্স- পর্ব ২ তাড়াতাড়িই পাবো ।
আমিও ফরেক্সে আপনার মতোই নতুন । রিয়েল ট্রেডিং ১ মাসও পুরো হয়নি, এর আগে অবশ্য ডেমো করেছি ।
ফরেক্স শেখার জন্য অত্যান্ত প্রয়োজনীয় একটি সাইট হলো- http://WWW.BABYPIPS.COM
এখানে একেবারে বাচ্চাদের মতো করে ফরেক্স শেখা যায় । এখান থেকে গ্রাজুয়েশনও কমপ্লিট করা যায় । গ্রাজুয়েশন কমপ্লিট করতে পারলে নিঃস্বন্দেহে সে এদেশের জন্য একটি সম্পদ হয়ে দাড়াবে । :)
আর বাংলায় ফরেক্স শিখতে চাইলে http://WWW.BDPIPS.COM অথবা http://www.outsourcingbd.com ভিজিট করতে পারেন । এগুলোও অনেক ভালো সাইট ।
ফেসবুকে ফরেক্স সিগনাল পেতে পারেন এখানে- http://www.facebook.com/groups/forexall
আশা করি নতুন ফরেক্স ট্রেডারদের কাজে আসবে লিংক গুলো ।
ভালো থাকুন । আপনার জন্য শুভকামনা রইলো, ফরেক্স শেখা শুভ হোক ।
:D
ধন্যবাদ আপনার পরামর্শের জন্য। আমি আসলে একদমই নতুন এই বিষয়ে। তাই লেখায় ভুল থাকে। আপনারা কষ্ট করে আমাকে ঠিক করে দিবেন আশা করি।
অনির্বাচিত টিউনার ভাই রকস! অছাম! চালিয়ে যান :) :) :)
ধন্যবাদ, ফাহিম ভাই।
বস আপনার এই সমপর্কেত আর ও পোস্ট চাই ……… ধন্যবাদ…………
চেষ্টা করব চালিয়ে যেতে। আশা করি সাথেই থাকবেন, ধন্যবাদ আপনাকেও
ফাটাফাটি টিউন। চালিয়ে জান। :)
ধন্যবাদ পথিক ভাই। আপনারা সাথেই থাকবেন
সাথেই আছি দরকার পরলেই জানাবেন :)
বস, আপনে বললেন যে অভিগ্যলকদের এটা অনেক রিস্ক এটা বুজলাম না আর ফোরেক্ষ নিয়ে continuous পোস্ট চাই ভালো পোস্ট হইসে
আমি বলেছি যে, “অনভিজ্ঞ ব্যবসায়ীদের জন্য এটা খুবই ঝুঁকিপূর্ণ।”
যারা এই ব্যবসায় নতুন তাদের জন্য একটু আর্থিক লোকশানও হতে পারে।
ধন্যবাদ মন্তব্য করার জন্য