আজকাল অনেক সময় ব্যাস্ততার ফাঁকে মনে হয় ইস! যদি এখন একটু গান শুনতে পারতাম বা আপডেট খবর জানতে পারতাম! হাঁ , বর্তমান ইন্টারনেটের যুগে গানশোনা বা নিউজ পড়া খুবই স্বাভাবিক ব্যাপার । এ জন্য আপনি বিভিন্ন ওয়েব সাইটে ঘোরেন । ভাল কথা কিন্তু কেমন হত যদি সব বাংলাদেশী বা বাংলা রেডিও চ্যানেল গুলো এক ওয়েব সাইট থেকে শোনা যায় ? আপনি হয়তো বলবেন আমি তো নিয়মিত একটা ওয়েব সাইট থেকে অনেক গুলো রেডিও চ্যানেল শূনি । আজকাল অনেক ওয়েব সাইট থেকেই অনেক গুলো রেডিও শোনা যায় । তেমনি একটা সাইটের কথা বলতেই লিখা শুরু করলাম । সাইটটির নাম ” রেডিও জাস্ট ফর ইউ ” । ইন্টারনেটে তো অনেক সাইট ই এই রকম দেখলাম কিন্তু এই রকম লাইট ওয়েট হাল্কা সাইট আর দেখিনি । খুব দ্রুত পেজ লোড হতে দেখে আমি অবাক ই হয়েছি । হাবি জাবি জিনিস বা আজগুবি ইমেজ দিয়ে ভর্তি নয় । মোট ১৮ টি বাংলা রেডিও চ্যানেল আছে এখানে আপনার জন্য । রিসেন্টলি সাইটটা দেখে মনে হল শেয়ার করে ফেলি টিউনারপেজের বন্ধুদের সাথে । কার ভালো লাগলে লাগতেও পারে ।
অনেকেই ভাল রেডিও চ্যানেল শোনার সাইটের অ্যাড্রেস খুজে থাকেন তারা এইখানে খুজে পাবেন বলে আশা করছি ।
আরেকটা কথা বলতে ভুলে গেছি , আপনি এক রেডিও চ্যানেল থেকে অন্য রেডিও চ্যানেল এর লিঙ্ক এ ক্লিক করলে একটি ছোট উইন্ডো ওপেন হবে আর আপনি সহজেই আপনার ফেসবুক বন্ধুদের জানাতে পারেন এই ওয়েব সাইটের কথা ।সাইটটি বুকমার্ক করতে Ctrl+D চাপুন এবং Bookmarks Toolbar সিলেক্ট করে OK দিন ।
ধন্যবাদ ।
►*সাইটটি তে যেতে আপনার ইঁদুর (মাউস ) দিয়ে এই খানে একটা খোঁচা দেন * ☺
পোস্টটি খারাপ লাগলে মন্তব্যে জানান, তাহলে এটি ডিলেট করে দেয়া হবে । আর ভাল লাগলেও জানাতে ভুলবেন না ।
তো আর কি টিউনার পেজ পড়ার পাশাপাশি শুনতে থাকুন ” রেডিও জাস্ট ফর ইউ ” ।
darun :)
শেয়ার করার জন্য আপনাকে ধন্যবাদ । ভাই আমিও একটা FM RADIO সাইটের কথা জানি যেখানে কম স্পিডে বাংলাদেশের সকল FM রেডিও শোনা যায় এছাড়া কতকিছু যে আছে সাইটটি দেখলেই বুঝবেন ।আমি নিয়মিত এই সাইট থেকে FM RADIO শুনে থাকি । http://www.moviepc.co.cc/
আপনার মন্তব্যের জন্য ধন্যবাদ ।
আমার ভাই সময় কম …….তবে সুন্দর পোস্ট …….ধন্য+++++++++++++
রেডিও হেডমাস্টার সাব আপনাকে অনেক ধন্যবাদ ।
মন্তব্যের জন্য ধন্যবাদ ।
ধন্যবাদ ।
হেডমাস্টারকে টিউনারপেজে স্বাগতম।
হেডমাস্টার :)
:)
এরকম সাইট বানানো যাবে কিভাবে?
আপনাকেও ধন্যবাদ । @ জি এম পারভেজ
ধন্যবাদ। টিউনারপেজে আপনাকে স্বাগতম।
@ রাসেল১৩ : আপনার প্রতি পূর্ণ সম্মান রেখেই বলছি , পোস্ট করা হয় পাঠকের জন্য , পাঠকের ভাল না লাগলে টিউন রেখে কোন লাভ নেই । যে টিউন পড়ে পাঠকের খারাপ লাগে সেই ধরনের টিউন না রাখাই ভাল। আর পাঠকের ভাল লাগা যদি মন্তব্যে প্রকাশ পায় তাহলেই টিউনার অনুপ্রানিত হবে আরেকটি টিউন করার । ধন্যবাদ ।
পোস্টটি খারাপ লাগলে মন্তব্যে জানান, তাহলে এটি ডিলেট করে দেয়া হবে । আর ভাল লাগলেও জানাতে ভুলবেন না ।
এই মন্তব্যটা খারাপ লেগেছে :(
তবে হ্যা সুন্দর টিউন ! দেখি আজকে একটু রেডিও শুনি ;)
রাসেল ভাই টিউনটা ভাল। এটাকে বিজ্ঝাপন বলা যায়না বলে মনে করছি
সহমত.
মন্তব্য করার জন্য আপনাকেও ধন্যবাদ । @ ফাহিম
ধন্যবাদ শেয়ার করার জন্য।