আমি Microworkers এ কাজ করি।
আমার Microworkers এ বেশ কিছু ডলার জমা আছে।
Place a new withdrawal requestএ গেলে Moneybookers ও Alertpa তে withdraw করা যায়। আমি আগেই পিন নাম্বার পেয়েছি Alertpa তে 9 ডলার withdraw করার সময়।
Moneybookers নাকি Alertpa তে withdraw করলে টাকা হাতে পেতে সহজ হবে।
জানা থাকলে জানাবেন, প্লিজ।
mdabusufian@gmail.com
এলার্ট পেতে দিলে ভাল হয়
মানিবুকার্সই ভালো। কারণ মানিবুকার্সে টাকা গ্রহন করার সময় ফি কম কাটে। সর্বনিম্ন ১% আর সর্বোচ্চ সম্ভবত ৩ ডলার। আমার ঠিক মনে নাই। কিন্তু ৩ ডলারের আশে পাশে হবে।
আর যদি আপনি এলার্টপেতে আনেন তবে আপনার কাছ থেকে অযথা আপনার টাকার ২.৫%+$০.২৫ কেটে নিবে। অর্থ্যাৎ যদি ১০০ ডলার উইথড্র করেন তবে আপনাকে ফি দিতে হবে $২.৭৫ ফি দিতে হবে। আর যদি মানিবুকার্সে উইথড্র দেন তবে আপনার ফি হবে ১ ডলার।
আর আসল কথা হল মানিবুকার্সের মাধ্যমে আপনি সহজে বাংলাদেশে টাকা আনতে পারবেন। তাও আবার ব্যাংক ট্রান্সফার। যা খুব দ্রুত হয়।
ধন্যবাদ……….
alertpay valo ami oita use kori
সবাই তো দেখি মানিবুকার্স ব্যবহার করে !
আমি এই মাসের ১০ তারিখ উইথড্র দিছি।এখন ও চিঠি পাই নাই।
মাইক্রোওয়ার্কারস কী সেইটাই জানিনা। :-(
microworkers valo vabe sikhar kono upai aase ki???