আসসালামু আলাইকুম, সবাই আমার আজকের পোষ্টে স্বাগতম। কেমন আছেন সবাই? আশা করি সবাই মহান আল্লাহ তায়ালার অশেষ রহমতে খুবই ভাল আছেন। ভাল থাকুন ও ভাল রাখুন আপনার পাশের মানুষটিকে। আজকের পোষ্টের কর্মসূচী কি? আশা করি তা বুঝতে পেরেছেন? আমি আসলে ইন্টারনেট থেকে আয় নিয়ে কখনও লিখি নাই। কিন্তু আজ চিন্তা করলাম একটু লিখি দেখি কেমন লাগে। সবাই অনলাইনে টাকা আয় করা নিয়ে বিভিন্ন রকম পোষ্টে লিখেই চলছে। কিন্তু আমি পারি নাই। কারণ ইচ্ছা নাই। :) আসুন মূল পোষ্টে…
ইন্টারনেটে আয় করা নিয়ে এটা আমার জীবনের প্রথম পোষ্ট। এর আগে শুধু বই নিয়ে একটা পোষ্ট করেছিলাম, তাও অনেক আগে। তাই ভুল-ত্রুটি হলে আশা করি ক্ষমা করে দিবেন।
সাধারণত বাংলা ব্লগ গুলোতে গুগলের Adsense Account এর অনুমোদন পাওয়া যায় না। এটা আসলেই আমাদের জন্য অনেক দুঃখের ব্যাপার। তবে ইংরেজি সাইট গুলোর জন্য কোন সমস্যা নাই। যাই হোক, অনেকেই টাকা আয় করার জন্য গুগল Adsense Account এর জন্য আবেদন করে গুগলে। কিন্তু বাংলাদেশে একটা একাউন্ট Approved হতে প্রায় ৩-৪ সপ্তাহ বা তার চেয়ে বেশি সময় লেগে যায়। এতে গুগল Adsense Account উপর অনেকেই আস্থা হারিয়ে ফেলেন। তাই আজ আপনাদের আমি দেখাব কিভাবে মাত্র ২ দিনে Google Adsense Account Approved করাতে হয়। তাহলে দেখুন। আমি ২টি পদ্ধতি দেখাব। যেটা আপনাদের ভাল লাগে সেটা দিয়ে করবেন।
গুগল Adsense Account পাওয়ার জন্য আপনার কি কি লাগবেঃ
গুগল Adsense Account আপনি চাইলেই আপনাকে দিবে না। গুগল Adsense Account নিতে হলে আপনাকে তাদের কিছু শর্ত মানতে হবে। কি সেগুলো?
- আপনার সাইটটি সম্পূর্ণ না হওয়া পর্যন্ত আপনাকে দিবে না। মানে সাইট যদি under construction থাকে, তাহলে এডসেন্স পাবেন না।
- আপনাকে google adsense এর সকল নিয়ম-কানুন মেনে চলতে হবে।
- আপনার সাইটটিতে দৈনিক কমপক্ষে ৫০+ ইউনিক ভিজিটর থাকতে হবে।
- আপনার ওয়েবসাইটে Extreme high paying keywords থাকতে পারবে না।
- আপনার একটি বৈধ ঠিকানা থাকতে হবে, যাতে আপনার ঠিকানায় আপনার অর্থের চেক পাঠাতে পারে।
- আপনার ওয়েবসাইট AdSense বিরুদ্ধে কোন পোষ্ট থাকতে পারবে না।
- আপনার অর্থ পেতে একটি ব্যাংক একাউন্ট দিতে হবে।
- আপনি যদি এশিয়ান হন, তাহলে আপনার ব্লগের বয়স অন্ততঃ পক্ষে ৬ মাস হতে হবে।
- আপনার সাইটটি অন্য কারও বিজ্ঞাপন থাকতে পারবে না।
- আপনার সাইটের পোষ্টগুলো অন্য সাইট থেকে কপি পেষ্ট করতে পারবেন না। তাহলে আপনি ছক্কা খাবেন।
- আপনার Apply করা ইমেইল একাউন্টটি আগে কোন এডসেন্স করতে ব্যবহার করা হলে হবে না।
কিভাবে Adsense Account পাবেনঃ
গুগল Adsense Account পাওয়ার জন্য, তাদের নির্ধারিত ফর্মে আপনাকে আবেদন করতে হবে। এজন্য নিচের মতো করুন।
- প্রথমে এখানে যান http://www.google.com/adsense/g-app-single-1
- এবার ফর্মটি সঠিক ভাবে পূরণ করুন।
- তারপর Apply করুন।
- ১+ দিন অপেক্ষা করুন, তাহলে adsense থেকে আপনার রিপ্লাই করুন।
- যদি তারা আপনার আবেদনটি approved করে, তাহলে আপনাকে একটি কোড দিবে, এটা আপনি আপনার সাইটে লাগান।
- যদি approved না করে, তাহলে আপনি আবার Apply করুন।
——————————————————————————————————————————————————————–
…:::মাত্র ২ দিনে Adsense Account নেয়া | জেনুইন একাউন্ট :::…
——————————————————————————————————————————————————————–
Flixya দিয়ে একাউন্ট তৈরিঃ
এডসেন্স একাউন্ট পাওয়ার জন্য আমি আপনাদের ২টা নিয়ম দেখাব। এর মধ্যে প্রথম নিয়ম হল Flixya দিয়ে একাউন্ট তৈরি করা। এটি একদমই সহজ পথ। এটা দিয়ে একাউন্ট পেতে নিচের ধাপ অনুসরণ করুন।
- প্রথমে এখানে যান http://www.flixya.com । এটি একটি ভিডিও শেয়ারিং সাইট।
- এবার এখানে একটি একাউন্ট খুলুন। এবার এখানে ৩টি ভিডিও বা ৩টি PPT Presentations পোষ্ট করুন। একটি ব্লগ তৈরি করুন ও ঐ ব্লগ থেকে articles শেয়ার করুন। এছাড়াও কিছু ছবি ও ইমেজ শেয়ার করতে পারেন।
- আপনি যখন আপনার একটি প্রোপাইল এই ওয়েবসাইটে তৈরি করবেন, তখন আপনাকে একটি নতুন ফর্ম দেয়া হবে (2nd step)। মূলতঃ এটা হল google adsense registration form. এখানে সঠিক ভাবে পূরণ করুন ও একটি সঠিক ইমেইল এড্রেস দিন, যা কোন এডসেন্স পাওয়ার জন্য এপ্লাই করেন নি। তবে এই ক্ষেত্র আপনি Gmail একাউন্ট ব্যবহার করবেন। তাহলে আপনার জন্য এডসেন্স পেতে সুবিধা হবে।
- এখানে সাইন আপ শেষ হলে আপনাকে একটি publication Id দেয়া হবে। এবার ২ দিন অপেক্ষা করুন, আপনার একাউন্ট approved হয়ে যাবে।
IndiaRocks দিয়ে একাউন্ট তৈরিঃ
google adsense এর channel partner হল Indyarocks. আপনি এখানে ব্লগ তৈরি করে ও শেয়ার করে তাদের সাথে earn revenue করতে পারবেন। তবে এর জন্য আপনাকে তাদের নিয়ম-কানুন মানতে হবে অবশ্যই। আপনি যদি উপরের নিয়মে না পারেন, তাহলে এবার নিয়মটা অনুসরণ করুন।
- প্রথমে এখানে যান http://www.indyarocks.com/ । এবার এখানে একটি একাউন্ট তৈরি করুন।
- এবার আপনি আপনার একাউন্টে যান।
- এবার আপনার প্রোপাইলের ডানদিকের earning link এ ক্লিক করুন।
- এবার indyarocks এর শর্তাবলি adsense approval করতে দরকার হবে।
- আপনার প্রোপাইল অন্ততঃ ৮০% পূরণ হতে হবে।
- আপনার প্রোপাইলের privacy প্রত্যেকের জন্য সেট করতে হবে।
- আপনার প্রোপাইলে অনন্তঃ ১০টা ছবি আপলোড করতে হবে এবং ছবিগুলোর privacy প্রত্যেকের জন্য সেট করতে হবে।
- আপনাকে কমপক্ষে ২/৩টা পোষ্ট করতে হবে এবং এই পোষ্টগুলো কপি পেষ্ট করলে হবে না ও privacy প্রত্যেকের জন্য সেট করতে হবে।
এবার আপনি গুগল এডসেন্সের জন্য আবেদন করতে পারবেন Indyarocks থেকে।
——————————————————————————————————————————————————————–
সবাইকে অনেক অনেক ধন্যবাদ। ভাল থাকবেন ও ভাল রাখবেন পাশের মানুষটিকে। আল্লাহ হাফেজ…………
অন্য কোন সাইটের বিজ্ঞাপন আছে,এখন কি আমি অ্যাডসেন্স পাবো.. Maxtipsbd dot xyz
প্রোপাইলের ডানদিকের earning link dektasina kan.ami baki sob korsi
এরকম টিউনের অন্বক প্রয়োজন ছিল
বন্ধু, আমার ২ বছর পর সফল হল…… আমার দেওয়া লিঙ্ক অনুযায়ী কাজ করেছি…. এবং কম্প্লিট হয়েছে…. শুধু এপ্রুভ হতে 7 দিন লাগবে…. তারপর………..যাইহোক, আমি আপনার কাছে চীরকৃতজ্ঞ………..
ভাই আমার একটা ব্লগ আসে but বুজতেসিনা ওটা দিয়া হবে কিনা …আপনি কি একটু দেখে জানাবেন ? যদি না হয় তবে আমাকে কি কি করার দরকার একটু বললা খুশি হতাম ….বাংলা লেখা বাদে আর কোনো problem থাকলে please বলবেন …
এই নিয়মে কাজ করলে কি দুই দিনে সত্যি সত্যি পাওয়া যাবে?
অনেক অনেক ধন্যবাদ, আমি অনেকদিন ধরে চেষ্টা করেও পাইনাই।
woooooooooow.
onek dhonnobad.
ভাই মচৎকার……
থ্যাঙ্কু
করলাম, দেখি হয় কি না……।।
দেখেন আশা করি হবে। ধন্যবাদদ
চমৎকার হইসে। আরও চাই। আপনি ফ্রিলান্সিং নিয়ে ধারাবাহিক লিখেন। খুব ভাল হবে।
আপনাকে ধন্যবাদ শাওন ভাই।
আমিও করুম ! ;)
স্যার আপনি না করলে কে করবে ?
দারুন হইছে! ধন্যবাদ।
আপনাকে স্বাগতম পথিক ভাই। তবে চিন্তা সব সময়ই কম করতে চেষ্টা করবেন :P
পারিনা ভাই! চিন্তা করতে করতে জীবনটা শেষ :P
আপনার নাম দেখলেই তা স্পস্ট মালুম করা যায়।
হা হা হা :P :) :) :)
বস
আমি ইন্দ্যারচ্ক্স এ পাবলিশার আইডি পেয়েছি , এটা কোথায় বসাবো ? জানাবেন প্লিজ ।
আপনাকে তারা একটি কোড পাঠাবে, তা আপনার ব্লগে বসাবেন। যেখানে আপনি বিজ্ঞাপন দেখতে চান
Tuner Boss
Ami indyarocks a publishar id peyechi . Eta ki amar ad code ? R eta jodi amar ad code hoye take tahole code ta ki amar blogspot account a bosate parbo ? O ha, code bosanur poccess ta bole deben please .
Thanks
অনেক দারুন, ধন্যবাদ আপনাকে
আপনাকেও অনেক ধন্যবাদ আদি ভাই
ইদানিং সাধারণত এডসেন্স ম্যানুয়ালী approve না করে অটোমেটিক করে। approve করার ৩/৪ দিন পর ওরা সাইট ম্যানুয়ালী চেক করে। তখন কোন সমস্যা পেলে adsense বাতিল করে দেয়।
সাইটে সমস্যা থাকলে তো এডসেন্স বন্ধ হয়ে যাবেই। আমি পোষ্টের প্রথমেই তা বলে দিয়েছি। ধন্যবাদ মন্তব্য করার জন্য
অ.টি ভাই, সেইরাম লাগলো। আপনার কাছে দুইটা জিনিস জানতে মুনচায়,
১. ucoz.com সাইটে কি গুগলের এডসেন্স চলবে?? আমার সাইট প্রায় ৫ মাসের উপরে. গুগলের সার্চে টপেই থাকে।
২. টিপি তে পোষ্ট কতজন পড়ল এটার তথ্যটা কেমনে যেন পাওয়া যায়? আগে জানতাম বাট এখন করতে পারিনা।
১. আমি কখনও ঐ সাইটে দেখি না। তবে আশা করি সমস্যা হবে না।
২.পোষ্ট কত জন পড়ল, সেটার প্লাগইন্সটায় সমস্যা হয়েছে, তাই সেটা এখন বাদ দিয়ে দেয়া হয়েছে।
আপনাকে ধন্যবাদ পদ্মফুল ভাই
Sadek Hussain ভাইজান আপনার পদ্ধতিটি জানতে মুনচায়। :p
অনির্বাচিত টিউনার ভাই দারুন পোষ্ট। ধন্যবাদ শেয়ার করার জন্য। :-D
আপনাকেও ধন্যবাদ ফাহিম ভাই
Ami matro 15 hours pore approve message paisi onno 1ta poddoti te. R amr blog ar mayed akon 1mas hoy nai. Try kore dakte paren http://www.bdhelpcenter.blogspot.com
ঠিক আছে মানলাম। আপনার ব্লগটি হল “ব্লগস্পট” এ, তাই আপনার তেমন সমস্যা হয় নি। তবে আপনি যে পদ্ধতিকে করেনছেন আশা করি আমাদের সেটা দেখাবেন। আপনাকে ধন্যবাদ
Sadek bhai
Apni ki kore adsense peyechen , ta niye ekti tune likhben .
Apnar kach tekeo amra shikte chai .
DhonnoBad