‘অভ্র’ আমার কাছে একটি দুর্দান্ত বাংলা লেখার সফটওয়্যার। আমি অভ্রই ব্যবহার করি অনেকদিন হতে। কিন্তু কিছু সমস্যার কথা আজ না বললেই নয়। মাঝে মাঝে অনেকের বাংলা লেখা প্রিন্ট করতে হয় তখন আমার কাছ থেকে টাইপ করিয়ে নেয়। সেই সময় আমি অভ্র ব্যবহার করতে গিয়ে সমস্যায় পড়ি।
সমস্যাগুলি হলো :
১. ‘অভ্র’ দিয়ে ‘হসন্ত’ দিতে গেলে সেই অক্ষরটি একটু নিচে নেমে আসে যদি ফন্ট হয় ‘সোলায়মানলিপি’। যেমন : ‘বক্বক্’। এখানে ‘ক’ অক্ষরটি নিচে নেমে এসেছে। অন্য ফন্ট দিলে ঠিক হয়ে যায়, কিন্তু সোলায়মানলিপিতে বাংলা লেখা ভালো দেখায় বেশি।
২. আর আমি কি অভ্র দিয়ে বাংলা টাইপ করে সেই লেখাকে বিজয়ের কোন ইউনিকোড ফন্টে পরিবর্তন করতে পারবো? এক্ষেত্রে কি কোন সমস্যা হবে? ইউনিকোড ফন্ট কি অভ্র বা বিজয়ের জন্য সবই সমান? বিজয়ের কোন ফন্টগুলি ইউনিকোড, আমাকে কি দেয়া যাবে?
সবশেষ কথা হচ্ছে আমার অভ্র তে প্রিন্টিং এর জন্য একটি ভালো নরমাল ফন্ট প্রয়োজন। যা বইপত্রে বা পত্রিকাতে ব্যবহার করা যাবে এমন। সোলায়মানলিপি অনেক ভালো ছিল কিন্তু ‘হসন্ত’ সমস্যাটিই বড় সমস্যা। কি করা যায় এখন ?
আপনাকে যদি সবচেয়ে সহজ কোন উত্তর আমার দিতে হয় তবে আমি বলব…… সিয়াম রুপালি ফন্টটি দেখতে পারেন ………… ইনসাল্লাহ আপনার ভালো কাজে দিবে
http://www.niponwave.com/2007/03/30/siyam-rupali-cool-bangla-font/
ডাউনলোড করে দেখুন কি হয়…… এরপর সমস্যা হলে জানান……
আর বিজয় আর অভ্র এর ইউনিকোড ফন্ট এক নয় …….
ভাই আমি প্রিন্টিং এর জন্য চেয়েছিলাম। সোলায়মানলিপির মত ফন্ট কিন্তু সোলায়মানলিপিতে হসন্তজনিত সমস্যার কারনে প্রিন্টিং এর কাজ করা যাচ্ছে না। সিয়াম রুপালি ফন্টটি কিছুটা ডিজাইনের মত। আমার নরমাল ফন্ট প্রয়োজন ছিল। আমি প্রজন্ম থেকে একটি সমাধান পেয়েছি। সেটি হচ্ছে ‘কালপুরুষ’ ফন্টটি ব্যবহার করা। এটা নরমাল পত্রিকায় প্রিন্টিং এর কাজে মনে হয় আসতে পারে। তবে সোলায়মানলিপির এই সমস্যাটি না হলে সোলায়মানলিপিটাই বেস্ট আমার কাছে। ধন্যবাদ আপনাকে মন্তব্য করবার জন্য। আর আমি জেনেছি বিজয় ইউনিকোডের ফন্ট এবং অভ্র এর ইউনিকোডের ফন্ট এক সাথেই কাজ করা যাবে। সকল ইউনিকোড ফন্ট প্রায়ই এক রকম। আমি ব্যবহার করে দেখেছি।