হ্যাঁ, এবার 2G নেটওয়ার্কেও চলবে ভিডিও চ্যাট, মোবাইল থেকেই. এজন্য লাগবে শুধু একটি সিমবিয়ান সেট আর UM Video Chat নামের একটি অ্যাপ্লিকেশন. এই অ্যাপ দিয়ে অন্য UM Video Chat ইউজারদের সাথে করতে পারবেন ভিডিও চ্যাট. অ্যাপটি ডাউনলোড করে ইন্সটল করুন. এবার ওপেন করুন. ওপেন করলে লগ ইন করতে বলবে. মেনু থেকে রেজিস্টার এ যান. এবার যে অপশনটি আসবে তাতে আপনি আপনার পাসওয়ার্ড দিন (যে পাসওয়ার্ড দিয়ে রেজিস্টার করতে চান). হ্যাঁ, পাসওয়ার্ড, কারণ ইউজারনেম তারাই দিবে. এবার রেজিস্টার করুন. দেখুন রেজিস্ট্রেশন হয়ে গেলে Nick নাম এ একটা নাম্বার পাবেন. সেই নাম্বারই আপনার ইউজারনেম, সেটি ভুলবেন না, কোথাও লিখে রাখুন.
এবার লগ ইন করে প্রথমেই ইনফো তে যান. সেখানে আপনার Nick এ নাম্বারের বদলে কোন ইউজারনেম দিন. (তবু Nick নাম্বার ভুলবেননা) আর সেক্স সিলেক্ট করে দিন. ইনফোর কাজ শেষ. এখানে আপনার বন্ধুদেরকে পাল বলা হবে. সার্চে গিয়ে আপনার বন্ধুর একাউন্ট সার্চ করুন আর তাকে পালে add দিন. আপনার বন্ধুও যেন আপনাকে পালে add দেয়. কাজ শেষ. এবার পালে গিয়ে আপনার বন্ধুকে সিলেক্ট করুন, আর উপভোগ করুন ভিডিও চ্যাট. চ্যাটে আপনি মেনু থেকে আপনার বন্ধুর ভিউ সাইজ ছোট বড় করতে পারেন, ক্যাম সুইচ দিয়ে Secondary আর main সুইচ করতে পারেন. আর ভিডিও চ্যাট না করতে চাইলে ক্যামেরা বন্ধও করে দিতে পারেন.
এই অ্যাপে আরও পাবেন মাল্টি-চ্যাট ও কল সুবিধা. আর বড় ব্যাপার, আপনার ভিডিও কল ক্যামেরা না থাকলেও এটা দিয়ে ভিডিও চ্যাট করতে পারবেন.
অ্যাপটি ডাউনলোড করুন এখান থেকে-
http://goo.gl/oNmiS
কাজ করলেই ভালো
সিম্বিয়ান & জাভা এর মধ্যে তফাৎ কি ? জানালে খুশি হব । ?
j sokon mobile a symbian support kore sai gulo symbina. R j sokon mobile a symbin support kore na sa gulo java. Sokol symbian e java supported bt sokon java symbian supported na.
আমারও সিম্বিয়ান মোবাইল নাই। জাভা দের জন্য কিছু নাই সোহাগ ভাই?
Mobile theke tune ta korlam, tai screenshot dite parlam na. Nahole ditam….
সুন্দর টিউন। দুঃখের বিষয় আমার সিম্বিয়ান মোবাইল নেই। :(
তবে স্ক্রীনশট সহ দিলে আরও ভাল হত।