পিসিতে গেম খেলেন না এমন মানুষের সংখ্যা খুবই কম । আমরা প্রায় সবাই গেম খেলতে পছন্দ করি । এমন অনেকেই আছে যারা শুধু গেম খেলার জন্য কম্পিউটার কেনেন । তবে গেম খেলাটা আরাম দায়ক ভাবে খেলার জন্য game pad এর বিকল্প নাই ।সত্যি বলতে কী আমরা অনেকেই গেমপেড এর বিষয়ে তেমনভাবে জানিনা । তবে আমি আপনাদের সাথে আজ একটা গেমপেড নিয়ে আলোচনা করবো । এর নাম হচ্ছে Logitech F510 Gamepad । যাদের এ বিষয়ে ধারণা আছে আমার সাথে একমত হবেন বাজারের অন্য যে কোন game pad এর থেকে এর সার্ভিস অনেক ভাল তবে দামটা কম । এটা এমনকি বোর্ড গেম ও সাপোর্ট করে । USB port দিয়ে এটা আপানাকে পিসির সাথে কানেক্ট করতে হবে । সাথে আছে vibration feel যা আপনার গেম খেলাকে আরও আনন্দময় করবে । Windows XP, vista, seven সব ওপারেটিং সিস্টেম সমর্থন করে । Logitech F510 Gamepad এর সাথে সিডি থাকবে যা আপনার ওপারেটিং সিস্টেমের সাথে gamepad কে connect করবে । সবচেয়ে বড়কথা এ ডিভাইসের মাধ্যমে আপনি সবধরনের গেম খেলতে পারবেন । আর ও বিস্তারিত জানতে এখানে যান ।
আপডেট দাম বা কোথায় পাবেন Logitech F510 Gamepad টা তা জানতে চাইলে কষ্ট করে এখান থেকে ঘুরে আসুন ।
Vai game pad er dam koto?
তাকে ব্যান করা হবে। একটু অপেক্ষা করুন।
চিন্তিত পথিক ভাই কি সাথে আছেন?
রাজু ভাই, আপনার আগের বিজ্ঞাপনগুলোতে যেসব কমেন্ট করা হয়েছে, মান অপমান বোধ থাকলে আর বিজ্ঞাপন দিতেন না।
অ্যাডমিন রা কি করছে? এই ধরনের এড আর কত আমাদের দেখতে হবে? উনার মার্কেটিং এর জন্য টিউনার পেজ কেন কলঙ্কিত হবে? আমরা প্রোডাক্ট রিভিউ দেখতে চাইলে টিউনার পেজ কেন আসব? প্লিজ এই ধরনের নির্যাতন থেকে আমাদের বাচান।