আসসালা মুয়ালিকুম। কেমন আসেন সবাই, আসা করি ভাল আছেন। আল্লাহ আপনাদের সবাই কে ভাল রাখুন এই দুয়া করি।
প্রথমে সবার কাছে ক্ষমা চেয়ে নিতসি অনেক দিন দেরি করার জন্য।আমার এক্সাম, নেট প্রব্লেম,pc নষ্ট থাকার জন্য দেরি হইয়া গেল। আসা করি সবাই ক্ষমা করে দিবেন।
এবার মূল কথাই আসি।আগের পরবে আমরা আমাদের প্রথম প্রোগ্রাম রান করে ছিলাম। আজকে আর আক্টু ভিতরে জাবার চেস্টা করব।
প্রথমে Python Shell .ওপেন করি। এবং নিচের কোড গোল টাইপ করি।
# the computer ignores comments near the # sign
“This is Tuner page’s Tutorial”
“Tuner” + ‘Page’
WOW.
এটি দেখতে ওপরের ছবির মত হবে।
বিবরনঃকম্পিউটার # সাইন এর পরের সকল লেখা কে ইগ্নর করেব।এটি কোন কমেন্ট করার কাজে ব্যবহার করা হয়।
String:
যদি আমি“hey look a programmer”এক্তি Cotation mark(“_”) এর ভিতরে লিখি এবং এন্টার চাপি তাহলে কম্পিউটার আমাকে ওই টি রিপিট করে দেখাবে।
A sequenceof characters, words, or sentences like this one is called a string।
Variable:
Variables are like little like boxes or containers to put different things in.
আপনি গনিত ক্লাস এ নিচয়ই 1+x=??ধরনের অঙ্ক করেছেন। এখানে 1 এক্তি Integer এবং x একটি Variable. প্রগ্রামিং এ আপনি যে কোন নাম কে veriable হিসাবে ব্যবহার করতে পারবেন।
চলুন আমরা চেস্টা করে দেখি……………
In python shell type
Variable = “Tunerpage is best”
Hit enter.
Now, let’s type the veriable
Veriable
Hit enter.
Your computer will replay, ‘Tunerpage is best’
আমরা এই মাত্র একটি Variable এর ব্যবহার করলাম।আমাদের প্রোগ্রামিং এ এটি অনিক প্রয়জনিও একটি বিষয়।তবে নিচের নাম গুলো variable হিসাবে বাওহার করা জায় না।কারন এগুল সিস্টেম এ ব্যবহার করা হয়।
আজ আর পারব না। প্রচন্ড ঘুম পাতসে , ক্ষমা করবেন।
কষ্ট করে পরার জন্য অনেক ধন্য++++।আর জারা পরলেন তারা যদি কষ্ট করে আকটা কমেন্ট করেন তবে আমি ধন্ন হব।
থাঙ্কস
ভাই পরের পর্ব কবে রিলিজ পাবে????????
:lol:
[img]http://i1233.photobucket.com/albums/ff387/nayon0072/2010-Eid-Mubarak-2.jpg[/img]
সামনের পর্বগুলোর অপেক্ষায়…
ধন্য +++++++++++++
ভাই …..সাথেই থাকবেন.
পরের পর্বের অপেক্ষায় ………
আসা করি আপনাদের কে সবসময় সাথে পাব…ধন্য++++++++
ভালোই লাগছে। চালিয়ে যান। পরের পর্বের অপেক্ষায় থাকলাম। :)
ধন্য++++++++++++