আসসালামু আলাইকুম, সবাইকে আবারও আজকের পোষ্টে স্বাগতম। কেমন আছেন সবাই ? আশা করি সবাই মহান সৃষ্টিকর্তার অশেষ রহমতে খুবই ভাল আছেন। ভাল থাকুন ও ভাল রাখুন আপনার পাশের লোকটিকে। আজকে দেখাব কিভাবে আপনি গুগল ক্রোম ব্রাউজারে প্রেমিয়াম কুকি ব্যবহার করবেন। অনেকেই দেখেছি এটা নিয়ে সাহায্য চেয়েছেন। কারণ বেশির ভাগই দেখেছি সবাই ফায়ারফক্সে কিভাবে ব্যবহার করতে হয়, তা দেখিয়েছেন। তাই আমি আজ আপনাদের গুগল ক্রোমে কিভাবে ব্যবহার করবেন, তাই দেখাব। তাহলে চলুন….
এবার আমরা শুরু করলাম। প্রস্তুত সবাই? তাহলে হল শুরু………
- প্রথমে এখানে যান ও Premium Cookie Injector ইন্সটল করে নিন।
- এজন্য নিচের লিংকে যান ও উপরের ডানদিকের
বাটনে ক্লিক করুন।
- তাহলে ইন্সটল হয়ে যাবে।
- আপনি এটা দিয়ে Fileserver – Rapidshare – Megaupload – Megavideo- Hotfile – Depositfiles – Filesonic – Easy-share -Wupload- Uploaded- Uploadstation থেকে আনলিমিটেড ডাউনলোড করতে পারবেন প্রেমিয়াম সদস্য হিসেবে।
- এবার হোষ্টিং সাইটে প্রবেশ করুন।
- এবার “Edit This Cookie ও তারপর “Add New Cookie” বাটনে ক্লিক করুন। তাহলে নিচের স্ক্রীণটি চলে আসবে
- এবার আপনার প্রেমিয়াম কুকি দিন ও ”Inject Cookie” এ ক্লিক করুন।
- এবার পৃষ্টাটি রিফ্রেস করুন।
- এই কাজটি করতে আপনার কোন Free Account দরকার হবে না। শুধু নিয়ম অনুসারে কাজ করে যান।
সবাইকে অনেক অনেক ধন্যবাদ, ভাল থাকবেন। আল্লাহ হাফেজ……
দারুন হইসে ভাইজান। অপেরা তে কি করা যাবে?
দেখি অপেরার জন্য কি করতে পারি। আপনাকে ধন্যবাদ মন্তব্য করার জন্য
cool. And HOT Thanks for post.
http://www.appforpc.tk
ভাই্জান কষ্ট করে বিজ্ঞাপন দিবেন না। বিজ্ঞাপন দিলে আমি আপনার মন্তব্য এডিট করতে বাধ্য হব। আপনি আপনার সাইটের বিজ্ঞাপন দিতে এখানে যান http://www.tunerpage.com/link-share
আপনাকেও ধন্যবাদ
সুন্দর এবং কাজের টিউন,অনেক ধন্যবাদ সুন্দর টিউনটির জন্য।
ওহ! স্যার আপনাকে অনেক অনেক দিন পর টিউনারপেজে দেখলাম। কই যে গেলেন? আপনাকে আমরা অনেক মিস করেছি। আপনার সুন্দর মন্তব্য টিউনারপেজের টিজেদের লেখা সুন্দর করতে অনেক অনেক উৎসাহিত করে। আশা করি আমাদের সাথে আবারও নিয়মিত হবেন। আপনাকে অনেক ধন্যবাদ কষ্ট করে মন্তব্য করার জন্য
বরাবরের মতই দারুণ!!! :mrgreen:
:)
ধন্যবাদ ছাড়া আর কিছু দেওয়ার নাইরে ভাই। :( :oops:
প্রিয়’র ঝুলি অপেক্ষা করে (শুধু) আপনার টিউনের জন্য (বেশিরভাগ ক্ষেত্রে) :D
তাই প্রিয়তে……… :arrow:
আপনি তো মিয়া প্রথম টিউনেই ফাটাইয়া দিসেন। যাই হোক প্রথমটা তো দিলেন ফাইলসনিক নিয়ে এর পর অন্য ফাইল হোষ্টিং সাইট গুলো নিয়ে লেখেন। সমস্যা হলে বলবেন।
আরেকটা কথা, আমার কাছে যা ধন্যবাদ ছিল সব শেষ হয়ে গেছে সবাইকে দিতে দিতে। তাই আপনাকে দিতে পারলাম না।
শ্যাষ পর্যন্ত একজন থেকে ঋণ করে এনে দিলাম “আপনাকে অনেক ধন্যবাদ” :P
লিঙ্ক কাজ করে না।
এখন কাজ করছে ।।
ভাইয়া , আমাদের জন্য কি প্রতিদিন আপডেট করা প্রিমিয়াম কুকি দেওয়া যায়? নাহলে কোথায় পাব সেইটা বলে দিলে ভাল হয়। ধন্যবাদ। জিনি= জিনিয়াস ।
হা হা হা হা হা হা হা হা হা । আসলে আমি জিনিয়াস না। আমি আপনাদের মতোই। আপনারা তো অনেকে ব্লগেই ঘুরাঘুরি করেন, তাই সবার লেখা পড়ে শিখতে পারেন। কিন্তু আমি ঘুরতেই পারি না, তাই শিখতেই পারি না। :)
আর প্রেমিয়াম একাউন্ট ও কুকি নিয়ে প্রতিদিনের আপডেট নিয়ে লিখতে চেষ্টা করব, ইনশাআল্লাহ।
আপনাকেও ধন্যবাদ :)
ভাইজান আপনি http://netseeder.blogspot.com/ ফলো করতে পারেন.
জদীয়ো স্কিপ আড্ড করতে হবে.তবে আপনের জন্য এক্সট্রা ভাবে এখন করতে পারছে নাহ. তবে কমেন্ট করবেন আর কিছু লাগলে জানাবেন.
সাধ্য মত চেষ্টা করবো.
একটা ধন্যবাদ tuner page কে না ডিলেই নাহ। আমার পিছিটে আভরো পরোবলেম টাকার পরো বাংলা লিখটে পারছি । জোডিও একটো একটো ভুল কোরছি।
আপনি কুকি নিয়ে ধারাবাহিক পোস্ট করেন । তবে আমাদের বেশী সুবিধা হবে ।
চেষ্টা করব। উৎসাহ দেয়ার জন্য অনেক ধন্যবাদ। ভাল থাকেন।
আপনাকেও অনেক ধন্যবাদ আনি ভাই ।