আসসালামু আলাইকুম, সবাইকে আবারও আজকের পোষ্টে স্বাগতম। কেমন আছেন সবাই? আশা করি সবাই মহান আল্লাহ তায়ালার অশেষ রহমতে খুবই ভাল আছেন। ভাল থাকুন ও ভাল রাখুন আপনার পাশের মানুষটিকে। আজকের পোষ্ট কি রয়েছে, আশা করি মোটামুটি বুঝতে পেরেছেন!
Windows 7 Tweaks

Hacker Highschool (13 Books)

Hackers Beware

Computer Forensics – Investigating Data and Image Files

Batch File Programming

Windows 7 Bible


Evolution of Cyber Crime

Buffer Overflow Attacks

Hacking for Dummies

The CEH Prep Guide

SQL Injection Attack and Defence

Guide to Computer Forensics and Investgation

Ethical Hacking and Countermeasures- Linux, Macintosh and Mobile Systems

Stealing the Network (E-Book)

kaje lagbo mone hoy…
:D :D
:) :) :) :) :) :) :) :) :) :D :D
অনির্বাচিত টিউনার ভাই কেমন আছেন ? আপনার এই টিউনটাও বরাবরের মত অসাধারণ হয়েছে । শেয়ার করার জন্য ধন্যবাদ । (আপনি আপনার একটা টিউনে যে বললেন, টিউনে ভিজিটর ঠিকই আসে কিন্তু মন্তব্য করে না । আমি সেই অপরাধীদের একজন । কি করব ভাই , ইদানিং মনও ভাল থাকে না তাই মন্তব্যও আর করা হয় না । রাগ করবেন না প্লিজ , ইনশাল্লাহ এখন থেকে কমেন্ট করব ।)
আসলে রিয়ন ভাই মনে কিছু নিয়েন না। আপনি যদি পোষ্ট করেন কখনও তাহলে আপনিও বুঝবেন। মন্তব্য একজন লেখককে কতটুকু উৎসাহ দেয়। একটা জিনিস দেখেন টিটিতে প্রতিটা পোষ্টটেই অনেকগুলো মন্তব্য হচ্ছে। কিন্তু টিপিতে ভিজিটর প্রায় ৪৫০০-৫০০০ কিন্তু প্রতিটা পোষ্টটে মন্তব্য কয়টা?
আপনিও রাগ করবেন না প্লিজ , ইনশাল্লাহ এখন থেকে কমেন্ট করবেন আশা করি :)
না ভাই প্লিজ রাগ করবেন না । আমি জানি যে কমেন্ট একজন মানুষকে অনেক অনুপ্রেরণা দেয় আর এই কারণেই আগে আমি অনেক কমেন্ট করতাম কিন্তু মাঝখানে আমার পিসি ১৫ দিনের মত নষ্ট ছিল তাই কেন যেন কমেন্ট করার অভ্যাসটা অনেক খানি নষ্ট হয়ে গেছে । মানে কমেন্ট করতে মনে থাকে না । আর সত্যিই মন কিছুদিন খুব খারাপ ছিল । তাই কি বলতে কি বলে বসি এই ভেবে আর কমেন্ট করা হয় নাই । আর আপনাকে একটা সিক্রেট কথা বলি কাউকে বলবেন না যেন, “আপনি আমার প্রিয় টিউনার” । আর সামনে পরীক্ষা থাকার কারণে আমার নেট বাসা থেকে কিছু দিনের মধ্যে বন্ধ করে দিতে পারে । তাই যতদিন আছি ইনশাল্লাহ কমেন্টের অভাব হবে না । :D
ওহ! আগে পরীক্ষা, তারপর অন্য কিছু। আগে ভাল করে পরীক্ষাটা দিয়ে আসেন। তারপর এসে যা ইচ্ছা তাই করবেন।
আর আমি কখনও কারও উপর রাগ করি না। :) আপনিও মন খারাপ করবেন না। নিচের মতো করে অনুশীলন করুন ৫০ বার।
“হু হু হু হু হু হু হু হু হু উহ উ হু হা হা হা হা হা হা হা হা হা হা হা হি হি হি হি হি হি হি হি হি হি হি হি হি
আমি কখনও মন খারাপ করব না। সব সময়ই হাসি-খুশি থাকব।”
ভাল থাকেন, ধন্যবাদ :)
:cry: :cry:
কান্দেন ক্যান ?
সব দেহি বিদেশী ভাষা। দেশি কিছু দেন না।
ভাইয়্যা বইগুলো দারুণ হইসে
এখন শুধু ডাউনলোড এর বাক
তাহলে ডাউনলোড করে ফেলুন আর হয়ে যান একজন চরম হ্যাকার :)
ভাই, একটা কথা বলি, আপনি সবসময় বলেন যে ” ভাল রাখুন আপনার পাশের মানুষটিকে ” কিন্তু ভাই এই পাশের মানুষগুলাই তো বেশিরভাগ সময় বাশ দেয়।
এই জন্যই তো বলছি যে ” ভাল রাখুন আপনার পাশের মানুষটিকে ”। একদিন আশা করি এই সব মানুষগুলো বুঝবে।
আমি এই পর্যন্ত অনেককেই এমন পথ ধরিয়ে দিয়েছি যে, তারা এখন এমন জায়গায় গিয়েছে যে তাদের এখন আর নিচের দিকে তাকাতে মন চায় না। এখন তারা আর আমাকে মনেই করে না, অনেকেই চিনেও চিনে না। :cry: :cry:
এইবারের সব কয়টা বই ই ফাটাফাটি তো !
দেখি ধীরে ধীরে সব কয়টা বই নামাইয়া ফেলতে হবে ! আচ্ছা কেও কি আছে যে আমাকে একখানা ফাটাফটি ইন্টারনেট কানেকশন মাগনা দিতে চান ?
জ্বী এবারের বই প্রায় সবগুলোই আনকমন। আশা করি পড়ে হ্যাকিং পুরাপুরি শিখে ফেলবেন।
আর মাগনা নেট কানেকশান লাগলে আমার সাথে যোগাযোগ করুন। ঠিকানাঃ
জাহান্নামের চৌরাস্তার মৌড়
রোড নং ০০৭ ৪২০
ভুতের গলি :P
:P
মাগনা তো ভাই এখন কেও মাগনা দেয় না।
ফাটাফাটি সব বই। ধন্যবাদ অনির্বাচিত ভাই। :D
আপনাকেও ধন্যবাদ চিন্তিত পথিক ভাই