বার শুরুতে আল্লাহ্ এর নাম স্মরণ করছি।
আসসালামু আলাইকুম, আশা করি সবাই ভালো আছেন। আজকালকার যুগে আমরা জাতীয় টেলিভিশন বিটিভি কয়জনই বা দেখি। কিছু সংখ্যাক অনুষ্ঠান আমরা হয়ত বিটিভি তে দেখি যেমনঃ- বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের, ইস্কুল বা কলেজের বিতর্ক প্রতিযোগিতা, গুরুত্বপূর্ণ বাজেট অধিবেশন। কিন্ত তার মধ্যে ইত্যাদি আমাদের সবচেয়ে বেশি পসন্দের অনুষ্ঠান। আমি দেখেছি আমাদের অধিকাংশ মানুষ মোবাইলে হিন্দি বা ইংলিশ রিংটোন ব্যবহার করে থাকেন। কিন্তু বাংলা রিংটোন সহজে মোবাইলে ব্যবহৃত হয় না। তাই ভাবলাম ইত্যাদি নিয়ে রিংটোন করি যদি কিছু মানুষের ভালো লাগে। আমি চার ফরম্যাটে ইন্সট্রুমেন্টাল সহ আমাদের বিটিভির প্রিয় অনুষ্ঠান ইত্যাদির রিংটোন করে দিলাম। আপনার যে কোন হ্যান্ডসেট মডেল এ রিংটোন সেট করতে পারবেন। তাছাড়া আমি এই রিংটোন গুলো অনেক লাউড করে দিয়েছি কারণ, অধিকাংশ ব্রান্ডের সেটের মডেল এ সাউন্ড খুব আস্তে শোনা যায়। পসন্দ হলে ডাউনলোড করতে ভুলবেন না। আর ভালো লাগলে কমেন্ট করতে ভুলবেন না। ভালো থাকুন, সুস্থ থাকুন। খোদা হাফেজ। ডাউনলোড লিঙ্কঃ http://www.ziddu.com/download/16755252/IttadiRingtoneByShahMD.Salim.rar.htmlmy web site FORE MORE VISITE- http://parttimejobs3.tk
দব্ন্লাদ দিলাম।
জিড্ডু থেকে মোবাইলে আপলোড করতে পারলাম না ।www.wapand.comএ আপলোডায়ে দেন ।
ইত্যাদি আমারও খুবই পছন্দের একটি অনুষ্ঠান।
Like this facebook page to get new serial keys of letest softwares
http://www.facebook.com/serialkey