বর্তমানে ইন্টারনেট ব্যবহার করার জন্য অসংখ্য ব্রাউজার রয়েছে।তবে সবগুলোই আমরা ব্যবহার করি না।যেসব ব্রাউজার আমরা বেশী ব্যবহার করি সেগুলোর মধ্যে রয়েছে ইন্টারনেট এক্সপ্লোরার, মজিলা ফায়ারফক্স,গুগল ক্রোমো. গুগল কামেটবার্ড,পালমোন,অপেরা,নেটস্কেপ নেভিগেটর,ফ্লকস,এভান্ট,ম্যাক্সথ্রোন ইত্যাদি।ইন্টারনেট এক্সপ্লোরারের পর যে ব্রাউজারটি বেশী ব্যবহৃত হয় সেটি হল মজিলা ফায়ারফক্স।
হ্যাকাররা মান্ট্রা ব্রাউজার ব্যবহার করে থাকে। মান্ট্রা ব্রাউজারটি অতিরিক্ত কিছু সিকিউরিটি সেবা দিয়ে থাকে বলে এটি অনেকের কাছে পছন্দনীয় একটি ব্রাউজার।আমি নিজেও এটি ব্যবহার করতাম তবে এখন এই ধরনের অন্য একটি ব্রাউজার বর্তমানে ব্যবহার করছি।
যেহেতু এই মান্ট্রা ব্রাউজার সম্পর্কে এর আগেও টিউন করা প্রকাশিত হয়েছে তাই এ সম্পর্কে আমি আর নতুন কিছু বলব না।
মান্ট্রা ব্রাউজারের ন্যায় শক্তিশালী নতুন একটি ব্রাউজার বের হয়েছে যার নাম ইপিক(EPIC) ব্রাউজার।এই ব্রাউজারটি নতুন, শক্তিশালী, উন্নত সিকিউরিটি ব্যবস্থা ও দ্রুত পেজ লোড নিতে সক্ষম।
এর আগে মান্ট্রা ব্রাউজার সম্পর্কে যে টিউনটি করা প্রকাশিত হয়েছিল তাতে পোর্টেবল ভার্সনের লিঙ্ক দেওয়া ছিল।কিন্তু বাংলাদেশের ইন্টারনেটের যা অবস্থা তাতে পোর্টেবল ভার্সন (বড় সাইজ) ডাউনলোড করা কষ্টকর।তাই এখানে আমি কম সাইজের ইপিক(EPIC) ব্রাউজারের বেটা ভার্সন দিলাম।
এবার তালে মূল কথায় আসি।আজ আপনাদের সাথে ইপিক(EPIC) ব্রাউজারটি শেয়ার করছি।
ডাউনলোড করুন নিচের লিঙ্ক থেকে:
DOWNLOAD NOW
ইন্সটল পদ্ধতি অন্যান্য সফটওয়ারের মত।তাই স্কিনশর্ট দিলাম না।
ভাল লাগলে কমেন্ট করে উৎসাহিত করবেন।
এই ব্রব্সের তা উসে করচি বাত faltu
ভাল টিউন
কাজের টিউন…….. আপনার দেওয়া লিঙ্ক থেকে ডাউনলোড করছি…………..ধন্নবাদ…
thanks alse dupur ke karon tar sohoz link dayer jonno.
চরম স্লো একটি বিরক্তিকর ব্রাউজার এপিক ….. এর থেকে গুগল ক্রম ১০০০ % ভালো এবং স্পীড ও অনেক . তবে
শেয়ার করার জন্য আপনাকে অনেক ধন্যবাদ . বিকল্প হিসেবে আশাকরি অনেকের উপকারে আসতে পারে . …
শুভো কামনা রইলো …..
মযিলা ফায়ারফক্সের পাশাপাশি আমি এপিক ব্যবহার করি। ব্যক্তিগত কাজ+পড়াশুনার কাজে দুইটা ব্রাঊজার ব্যবহার করি। অনেকদিন ধরেই একটা ভালো মানের ব্রাউজার খুজতেছিলাম যাতে ফায়ারফক্সের পাশাপাশি ব্যবহার করতে পারি। এহিসেবে এপিক ১০০/১০০। হুবহু আর একটি ফায়ারফক্স।
সহমত
ডাউনলোড করলাম । কিন্তু মিডিয়া ফায়ারের লিন্ক দিলে ভালো হয় ।
এটা অনেক দিন ব্যবহার করে আসতেসে যা বললেন তেমন তো না তেমন ভালো না প্রথম এটকু ভালো সেবা পায়সেলাম এক্ষণ কিন্তু আর পায়না মজিলা আর chorme ভালো .
ধনব্যাদ
ডাউনলোড করার জন্য এতো কষ্ট করতে হবে কেন????
http://www.epicbrowser.com/
এই ব্রাউজারের হোমপেজ থেকেই তো ডাইরেক্ট ডাউনলোড করা যায় :)
:) :)
দারুন!!!!!!
শেয়ার করার জন্য ধন্যবাদ ।
DOWNLOAD KORAR RULES:
1. LINK CLICK KORUN
2.FREE DOWNLOAD A CLICK KORUN
3.CREATE DOWNLOAD LINK A CLICK KORAR JONNO AKTU APEKHA KORUN
4.CREATE DOWNLOAD LINK LEKHATI SPOSTO HOLE TATE CLICK KORLE DOWNLOAD SURU HOBE.