tunerpage.com এর জন্ম হয় অসহায় মানুষের জন্য কিছু একটা করার প্রত্যাশায়। সেই প্রতিজ্ঞা নিয়ে আমাদের যাত্রা শুরু হয়েছে। আমরা স্বপ্ন দেখি আকাশের থেকে বিশাল, সমুদ্র থেকে গভীর কারণ আমরা জানি সেই স্বপ্ন পুরোপুরি বাস্তবায়ন না হলেও এক বিন্দু পরিমাণ হবে, তাহলেই আমরা স্বার্থক। তাই আমরা স্বপ্নের পথে যাত্রা করি ছোট ছোট পদক্ষেপে। যেন হোঁচট খেলেও খুব দ্রুত উঠতে পারি।
গত ঈদে আমরা একটি আয়োজন করেছিলাম যার শিরোনাম ছিল “মানবিক দৃষ্টি আকর্ষন : আমরা দাঁড়িয়েছি ছিন্নমূল শিশুদের পাশে” যেখানে আমরা সফল হয়েছিলাম ৩০০টি ছিন্নমুল শিশুকে ঈদের নতুন জামা কাপড় কিনে দিয়েছিলাম আপনাদের করা সাহায্যের অর্থ দিয়ে বিস্তারিত এখানে দেখুন যে ভাবে আমরা উপহার বিতরণ করেছিলাম। এখানে দেখুন কেনাকাটা ও কৃতজ্ঞতা স্বীকার নিয়ে একটি পোস্ট।
এখন আমাদের ছোট্ট আরেকটি পদক্ষেপ বাস্তবায়ন করার সময় হয়েছে। আমরা আবারো প্রতিজ্ঞা করেছি এবারের নির্মম শীতের সময়ে বঞ্চিত হবে না অসহায় একদল মানুষ নিজেদের মৌলিক চাহিদা “শীত বস্ত্র” হতে। এই উদ্দ্যোগে যদি আমাদের পাশে এসে কেউ না দাড়ায় তবুও আমরা নির্ভীকভাবে সামনে এগিয়ে যাব। অন্তত দশজনের মুখে যদি হাসি ফুটাতে পারি তাহলে সেটাই আমাদের স্বার্থকতা।
আমাদের উদ্দ্যোগ : এবারের শীতের সময়ে রাজপথের অসহায় মানুষদের শীত বস্ত্র বিতরন করব।
একটি মানবিক আবেদন :
প্রতি বছর অনেক অসহায় মানুষ শীতের এই নির্মম কষ্টে মারা যায়। রাজপথের এই সকল মানুষদের এক বেলা খাবার এর ঠিক নেই তারা কিভাবে শীত বস্ত্র পরিধান করবে বর্তমানের এই সময়ে ? তারা রাত কাটায় পথে-প্রান্তরে, তাদের শিশুদের নিজেদের বুকের ভিতর নিয়ে শীতের রাত্রি পাড়ি দেয়। বৃদ্ধরা ধুঁকে ধুঁকে পাঞ্জা লড়ে নির্মম প্রকৃতির সাথে। তারা সমাজের ফেলে দেয়া একটি অঙ্গ, তারা সমাজের অর্থবীদদের আবর্জনা স্বরুপ। সমাজের অর্থবান মানুষের পরিত্যেক্ত একটি জঞ্জাল । বিলাসিতার কবলে পরে যারা লক্ষ লক্ষ টাকা খরচ করছে নিজেদের স্বাধ মেটাতে, সেখানে সমাজের একদল মানুষ নিজেদের মৌলিক অধিকারটুকু পাচ্ছে না। আসলে কে এইসবের জন্য দায়ী ? আপনি কি পারেন না এদের কথা ভেবে একটু এগিয়ে আসতে ? কোথায় আজ সৃষ্টির সেরা জীব মানুষের বিবেক ? হ্যাঁ, আমরাও পারি নিজেদের ভিতরে ঘুমন্ত মনুষত্ব্যকে জাগিয়ে তুলতে। সকলের মিলিত সাহায্যে তাদেরকে শীত বস্ত্র যেমন কম্বল, জাম্পার আমরা চাইলেই তাদের বিতরণ করতে পারি। যে যাই পারি আমরা সাহায্য করব। আমাদের এই ভাই-বোনদের, রাজপথে শুয়ে থাকা অসহায় মানুষদের পাশে এসে সবাই দাড়ান। সেজন্য আমাদের কিছু দানের বস্তু দরকার যেমন : নগদ অর্থ, পুরনো শীতের জামা-কাপড় ইত্যাদি।
আগামী ডিসেম্বর মাসের প্রথম তারিখ শেষ সময় আপনাদের সাহায্য করার এবং ডিসেম্বারের ৫ তারিখ থেকে শীত বস্ত্র বিতরণ শুরু করা হবে।
উপহার সামগ্রী সংগ্রহের ব্যাপারে আমাদের চিন্তাধারা :
১। আমরা নিজেরাই যাই পারি অর্থ সংগ্রহ করব ।
২। নিজেদের আত্মীয়-স্বজন, প্রতিবেশী, আশেপাশের মানুষদের কাছে থেকে অর্থ সংগ্রহ করব।
৩।। বিভিন্ন প্রতিষ্ঠানে গিয়ে আমরা সাহায্য চাইব।
রাজপথের অসহায় আমাদের ভাই-বোনদের জন্য আপনিও যা যা করতে পারেন :
৩। আমাদের এই উদ্দ্যোগটি সফল করতে সকল প্রকার ব্লগ সাইটগুলোতে এই পোষ্টটি প্রকাশ করুন। তবে অবশ্যই মূল পোষ্টের লিঙ্ক দিবেন। তাহলে সব আলোচনা একই জায়গায় করা যাবে। অন্যথায় ছড়িয়ে ছিটিয়ে যাবে। আর অবশ্যই ফেসবুক, টুইটারে এই পোষ্টটি করে সবাইকে জানিয়ে দিয়ে অন্যকে উৎসাহিত করে নীরব ভূমিকা অন্তত পালন করুন।
২। উপরিউক্ত কাজগুলো সমাধান করার জন্য খুব জরুরীভাবে আমাদের কিছু বন্ধু দরকার যারা নিজেদের অহংকার ত্যাগ করে রাস্তায় নেমে আমাদের সাথে কাজ করবে শুধুমাত্র কিছু ভাই-বোনদের মুখের হাসির জন্য। আপনাদের প্রতি আন্তরিক অনুরোধ বন্ধুরা, আপনারাও এগিয়ে আসুন। আমরা আপনাদের অপেক্ষায় আছি।
৩। প্রবাসী ভাইয়েরা নিচের অনলাইন একাউন্টে অর্থ পাঠানোর মাধ্যমে সাহায্য সহযোগীতা করুন।
- PayPal : adharerjuboraj@gmail.com
৪। দেশের বন্ধুরা নিচের দেওয়া ব্যাংক একাউন্টের মাধ্যমে অর্থ সহায়তা করতে পারেন।
মোহাম্মদ ইখতিয়ার হোসাইন সঞ্চয় হিসাব নং : 108 101 213538 ডাচ বাংলা ব্যাংক লি. শান্তিনগর শাখা, ঢাকা।তাছাড়া আমাদের নিম্নবর্ণিত প্রতিনিধিদের মাধ্যমে সাহায্য করুন।
- মহা প্লাবন +88 01717 – 48 06 52 (ঢাকা)
- মোহাম্মদ ইখতিয়ার হোসাইন +88 01816 – 46 32 65 (ঢাকা)
- ফাতেমা উদ্দিন +88 01746 – 39 63 69 (ঢাকা)
৫। নিজ নিজ এলাকায় এই বিষয়টি নিয়ে আলোচনা করুন। এবং নিজ নিজ এলাকার প্রতিনিধি হয়ে আমাদের সাথে যোগ দিন।
এখন পর্যন্ত এই আয়োজনে এগিয়ে এসেছে একদল সাহসী এবং নির্ভীক কর্মী। যারা মনে প্রাণে পণ করেছেন “যদি তর ডাক শুনে কেউ না আসে তবে একলা চলোরে” । সকলের প্রতি আহবান আপনারাও ভূমিকা রাখুন এবং দলের সাথে যোগ দিয়ে এগিয়ে আসুন এই মানবিক আবেদনে। যারা এ পর্যন্ত কাজে সাহায্য করে আসছেন : জামিল হোসেন সেজান, সাইফুল্লাহ, মনির, মহা প্লাবন, তাসফিক, নাজিম, আশরাফ জনি, মহসিনা আরিফা, কাকতাড়ুয়া, shopnil.com, পারভেজ, তামান্না, সোহেল সারুয়ার, রসি, সৌরভ, জয়, ইপশিতা, আফজাল, তামিরা আজম, চিন্তিত পথিক, প্লাবন, আদি, তাহসিনা ফেরদৌস, তারিনা, সাইফ রাসেল, আশরাফ উদ্দিন, রাসেল রনি, টিটূ টুটুল, রাশেদ রাকিব, এবং সম্পূর্ণ আয়োজন পরিচালনায় পুদিনা পাতা।
উপহার সামগ্রী বন্টন :
১। আগামী পহেলা ডিসেম্বারের মধ্যে অর্থ সংগ্রহ হয়ে যাবার পর সবাই মিলে আমাদের রাজপথে পরে থাকা ভাই-বোনদের জন্য শীত বস্ত্র কেনাকাটা করব। অর্থ পাঠানোর শেষ তারিখ ০১/১২/২০১১
২। ডিসেম্বার ৫ তারিখের মাঝে আমরা মূলত ঢাকা শহরের কিছু ফুটপাত আছে সেখানে নিজেরা গিয়ে উপহার সামগ্রী বন্টন করব মধ্য রাতে।
পরিশেষে বলতে চাই, বেশী নয় শুধু আপনার এক দিনের হাত খরচটুকু রাজপথের ফুটপাতে থাকা ভাই-বোনদের উপহার দিন। সাময়িক হলেও অন্তত এক বিন্দু হাসিতো আমরা ফুটাতে পারব তাদের মুখে। সবার প্রতি আন্তরিক অনুরোধ এই উদ্দ্যোগটি সফল করতে আমাদের সাথে যোগদান করুন। এছাড়াও আপনাদের মূল্যবান যে কোন মতামত দিতে পারেন আমাদের।কয়েকটি ছবি দেখুন এবং নিজেকে প্রশ্ন করুন এখন আপনার কি করা উচিত…………….???
“আমার সোনার বাংলা আমি তোমায় ভালবাসি, তাই ভালবাসি বাংলার মানুষকে, বাংলার মাটিকে, বাংলা ভাষাকে……বাংলা কে”
:) :) :)
সবাইকে অনেক অনেক ধন্যবাদ, যারা আর্থিক ভাবে ,মানসিক ভাবে আমাদের এবং আমাদের টিম এর মাধ্যমে একটি সুন্দর কাজকে সফলতার কাছে পৌঁছে দিয়েছেন। আরো ধন্যবাদ যারা পোস্ট টি পড়েছেন এবং ধন্যবাদ আমাদের সেই ২২২৫ জন বন্ধুকে যারা এই পোস্ট টি ফেসবুকে শেয়ার করেছেন অন্যকে উৎসাহিত করার জন্য।
আসা করি আমারা সবাই মিলে যতুতুক করার ট্রাই করছি সেটা যেনো সফল হক।
সবাই ভালো থাকুন।
দৃষ্টি আকর্ষন @টিউনারপেজ
পারভেজ ভাই কি সমস্যা ???????
উপরে বলেছি। জিপি নম্বর চাই। সামান্য কিছু টাকা পাঠাতাম
জিপি নম্বর দেন। সামান্য পরিমান ফ্লেক্সিলোড দিব । জিপি নম্বর । @TUNERPAGE.COM
টিউনার পেজ আগের মত বন্ধু প্রবণ নেই দেখছি । ডাকে সাড়া দিচ্ছেনা ।
না সেটা নয়। আমি সেই নম্বরে টাকা পাঠাবো । আর সময়মত টাকা বের করাটাও বেশ কস্টসাধ্য । আসলে যে ব্যক্তি দ্বায়িত্বমত এবং সময়মত মোবাইলের ব্যালেন্সকে টাকাতে বানাতে পারবেন তাদের মত কারো খোঁজ করছে বলে মনে হয় । আমার তো তাই মনে হয়
আসলে টিউনারপেজ সব সময়ই বন্ধু প্রবণ আছে। কিন্তু মাঝে মাঝে একটু ব্যস্ত থাকার হয়ত সমস্যা হয়ে যায় একটু। আশা করি সবাই সাথেই থাকবেন।
হু হুম
জিপি নম্বর দেন। @TUNERPAGE.COM
আমি দেশ বাংলাদেশ আমার বাসে
ধন্যবাদ টিপে কে ………………..এমন উদ্যোগ নেবার জন্য ……………..
৫ ই ডিসেম্বর কিন্তু বেশী দিন নেই ।
৫ ই ডিসেম্বর আপনাদের সাথে থাকার খুব চেষ্টা করেছিলাম কিন্তু পারলাম না । কিন্তু মন থেকে পাশে আছি , থাকব ।
tunerpage@hotmail.com তে আমি একটি বার্তা পাঠিয়েছি rpp2-pmv@hotmail.com থেকে ।
উত্তর পাইনি । উত্তর পেলে আমি নিশ্চিত হতে পারতাম ।
চেষ্টা করব সাথে থাকতে………….
এডমিনদের জানানো হয়েছে। চেক করেই আপনাকে রিপ্লাই দেয়া হবে। ইয়াসিন ভাই মনে কিছু নিয়েন না। সাথেই থাকুন
মনে কিছু করিনি । বাংলাদেশের ব্যাংক কমচারিরা একটু অলস তো । তাই একটু সংশয় ছিল ৫ তারিখের আগে ………। সাথেই আছি ।
প্রশংসিয় কাজ।হয়তো আপনারা অনেক বাধার সম্মখীন হবেন,কিন্ত সাহস না হারিয়ে এগিয়ে চলুন।এতে একদিন না একদিন বিপ্লব আসবেই।ইনশাল্লাহ……।
চমৎকার :)
অবশই অবশ্যই অবশ্যই সাথে থাকবেন এবং সহযোগিতা করবেন
প্রস্তাবটা টিউনার পেজ এর কাছে রাখলাম…….
পুদিনা ভাই আমি একটা প্রস্তাব দিতে চাই তা হলো যে বস্ত্র বিতরণ তো হলো..যদি ছিন্নমূল শিশু দের জন্য মাসিক শিক্ষা ভাতা চালু করা যায় যেটা দিয়া তারা স্কুল এ পড়তে পারবে ওঠোবা আমরা নিজেরাই কোনো স্কুল এ ভর্তি করে দিলাম তাদের বই এর বেবস্তা করলাম……আর এইটিউনার পেজের অনেক বন্ধু আছে যারা স্টুডেন্ট ………….একটা বছর সেঃ হলেই তাদের বই হয় হকার এর কাসে না হয় নীল খেত এ বিক্রি করে …..সেগুলো দিও আমরা একটা বেওই এর লাইব্রেরী করতে পারি যেখান থেকে বই বিতরণ করতে পারি. ….কারণ তারা স্কুল এ না পড়লে তো এ জাতির উন্নতি কখনো সম্ভব হবেনা ….রাহাজানি খুন ছিনতাই বেরেই যাবে…সীমিত পরিসরে হলে বিষয় তা নিয়া একটু ভেবে দেখবেন…….
আর টিউনার পেজে এর এত বড় প্লাট ফর্ম কে কি আমরা কাজে লাগাতে পারিনা??????
আপনার সুন্দর মতামতের জন্য আপনাকে অনেক ধন্যবাদ। টিউনারপেজের এমন চিন্তা-ভাবনা রয়েছে। আসলে সমস্যাটা হল সহযোগিতা। এটা টিউনারপেজের একার পক্ষে করা সম্ভব হবে না। আপনারা সবাই মিলে সহযোগিতা করলে টিউনারপেজের কোন সমস্যাই থাকবে না। ধন্যবাদ, সাথেই থাকবেন।
সবাই মিলে কাজ করলে অবস্যই সম্ভব হবে……..সাথেই আসি আর থাকব ইনশাল্লাহ…
সত্যি খুব এ ভালো উদ্যোগ . আমিও চেষ্টা করব আপনাদের সাথে শরিক হবার জন্য .
আপনাকেও ধন্যবাদ । আশা করি সঙ্গেই থাকবেন
অবশ্যই সাথে থাকবেন এবং সহযোগিতা করবেন . ধন্যবাদ
টিউনারপেইজ কে অনেক অনেক donobade .ছিন্নমূল , অসহায় মানুষের পাশে দাঁড়ানোর জন্নে ।
খুব সুন্দর আয়োজন ধন্য জানায় টিউনারপেজকে
খুবই ভাল এবং প্রশংশনীয় উদ্যোগ । অবশ্যই সাথে থাকব ইনশাল্লাহ ।