আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই ? আশা করি মহান আল্লাহ তায়ালার অশেষ রহমতে সবাই ভাল আছেন।
আমরা প্রায় সবাই গেম খেলি কিন্তু গেম খেলার জন্য কতগুলা সফটওয়্যার দরকারি হয়।যেমন ঃ directx। এগুলা অনেক সময়ই আমাদের হাতের কাছে থাকে না। আবার লেটেস্ট গেম খেলার খেলার জন্য এগুলার লেটেস্ট ভার্সন দরকার হয় তাই আজ আপনাদের কাছে এগুলার সব লেটেস্ট ভার্সন শেয়ার করলাম।
Direct X 11
.Net Framework 4.0
Microsoft c++ redistributable
Nvidia Physx
আজ এই পর্যন্তই। দয়া করে আপনারা সবাই কমেন্ট করবেন । না হলে আর টিউন করতে ইচ্ছা করে না। আর আমাকে ফেসবুক এ পেতে এখানে ক্লিক করুন ।
গেম খেল তে এগুল খুব দরকার
আপনাকে অনেক অনেক ধন্যবাদ।
গেম পাগলদের জন্য দারুন সারপ্রাইজ !!!!!!!
খুব ভাল হয়েছে ।
চরম হইছে। চালিয়ে জান। ধন্যবাদ দিপ্ত ভাই।
আমার খুব কাজে লাগবে।
ধন্যবাদ।
আপনাকে অনেক ধন্যবাদ । দারুন হয়েছে ।
আপনাকেও
অনেক সুন্দর পোস্ট । অনেক প্রয়োজনীয় সফটওয়্যার দিয়েছেন । আচ্ছা আমার মাদারবোর্ডে লিখা আছে যে বিল্টইন ডিরেক্ট এক্স ১০ দেওয়া আছে । আমি কি ডিরেক্ট এক্স ১১ চালাতে পারব ? আরেকটা প্রশ্ন, আমি যদি ৬৪ বিট এর উইন্ডোজ ৭ ইন্সটল করি তবে ৩২/৮৬ বিট এর সব সফটওয়্যার চালাতে পারব ? নাকি সব ৬৪ বিট এর সফটওয়্যার গুলো কালেকশন করতে হবে ?
আপনি ডিরেক্ট এক্স ১১ চালাতে পারবেন।
আপনি কিছু কিছু ৩২/ ৮৬ বিট চালাতে পারবেন। অনেকগুলা আবার চলবে না। তবে ৬৪ বিট এর কালেকশন রাখলে তা সব থেকে ভাল হবে। আমার এই সফটওয়্যার গুলা সব বিট এই চলবে।
ধন্যবাদ ।
উইন্ডোজ সেভেন হলে এই ডাইরেক্টক্স আপডেট দেয়ার দরকার নাই। কারণ, তাতে এটা থাকেই !!!
সহমত।
ধন্যবাদ আপনাকে.
নাইস…চালিয়ে যান
থাঙ্কু
ওয়েলকাম
মিয়া সব কাজের টিউন করেন আপনি :P
এইগুলা আমার জন্য খুব দরকারী জিনিস :P
অনেক অনেক ধন্যবাদ :P
ধন্যবাদ।
আর আপনার টিউনতো ভাই খুইজাই পাই না। শুধু কমেন্ট দিলে হবে নাকি আমাগোরে কিছু নতুন কিছু শিখান আপনার টিউন দিয়া। আপনার টিউন কবে পাব সেইটা আগে বলেন। কতদিন ধরে পাই না। :-(
ঠিক
হি হি। ডাউনলোড লিঙ্ক দেয়া আছে যেটা লাগবে তার নামে ক্লিক করুন। আর আপনারা আমার পাশে থাকলে কেউ আমাকে থামিয়ে রাখতে পারবে না। :p
হি হি ডাউনলোড লিংকটা দিয়া দিলে আরো ভালো হত, ধন্যবাদ ছালিয়ে যান আমরা আছি।
ধন্যবাদ ।
জটিল লিখেছেন। আমার কাছে সবগুলোই আছে। একটা সময় ছিল যখন সফতওয়্যার নিয়ে দিন-রাত পড়ে থাকতাম। এখন এতোটা মন কাড়ে না !!!