” বিসমিল্লাহির রাহমানির রাহীম “
আমার দেশ আমার গর্ব। আমার ভাষা আমার অহংকার । বাংলাদেশের প্রতিটি মানুষ টেকনোলজি বিষয়ে আরো জানুক, তাদের জানার পিপাসা আরো বাড়ুক। এই উদ্দেশ্যেই টিউনারপেজের যাত্রা শুরু ২১শে ফেব্রুয়ারিতে। ইতিমধ্যে ব্লগটি বাংলাদেশের অন্যতম জনপ্রিয় বাংলা ব্লগে পরিণত হয়েছে আপনাদের সকলের ভালবাসায়। আমরা আসলেই চাচ্ছি একটি সাইট দিয়ে টেকনোলজি জীবনের শুরু থেকে শেষ পর্যন্ত যাওয়া যাক। আমাদের মূল উদ্দেশ্য দেশের মানুষের সাহায্য করা। তাদের কাছে আরো সুন্দর ও সহজভাবে টেকনোলজিকে তুলে ধরা।
আজ অনেক দিন পর আপনাদের সামনে আমি তাল পাতার সিপাহি আবার ফিরে আসলাম । আপনারা সকলে কেমন আছেন নিশ্চয় ভালো ! আমি আপনাদের সকলের নিকট আবার ফিরে এসেছি আমাদের সকলের প্রিয় টিউনার পেজের জন্মদিন উপলক্ষ্য ।
টিউনারপেজের জন্মদিন হল মহান মাতৃভাষা দিবস ২১শে ফেব্রুয়ারিতে। গত ২০১১ সালের ২১শে ফেব্রুয়ারিতে আপনাদের সবার প্রিয় এই ব্লগটির জন্ম হয়। আগামী ২১শে ফ্রেব্রুয়ারী, ২০১৪ ইং তারিখে টিউনারপেজের তৃতীয় বছর পূর্তি হবে। এই জন্মদিন উপলক্ষ্যে প্রতিবছরের ন্যায় এই বছরও টিউনার পেজ এক বিশাল বনভোজনের আয়োজন করেছ । আপনারা সকল সেখানে আমন্ত্রিত । এই বারের পিকনিকের স্থান হিসেবে নির্ধারণ করা হয়েছে এক সময়ের প্রাচীন বাংলার স্বাধীন রাজধানী সোনারগাঁও ।
স্থানঃ সোনারগাঁও
টিউনারপেজের পক্ষ এবং স্বপ্নিল থেকে পিকনিকের আয়োজন করা হয়েছে সোনারগাঁও । সোনারগাঁও বাংলাদেশের একটি সুন্দর ও চমৎকার এবং ঐতিহ্যবাহি পিকনিক স্পোট। টিজেদের মতামত নিয়েই স্থানটি নির্ধারণ করা হয়েছে। এছাড়াও সবার যাতায়াত ব্যবস্থায় যাতে কোন রূপ সমস্যা না হয় তাও চিন্তা করে এই আয়োজন করা হয়েছে। ঐতিহ্য বাহি সোনারগাঁও এর কিছু ছবিঃ
সোনারগাঁও আছে আছে আরও বেশ কিছু ঐতিহ্যবাহী স্থান যার ছবি যেগুলো চিত্র সমূহ আমি দিতে পারছি না কারন গুগল মামা থেকে খুঁজে পাচ্ছি না কারন আমি গুগলে অনেক কাঁচা ।
মিটআপ হবে ২৮শে ফেব্রুয়ারী, ২০১৪ তারিখে সায়দাবাদ (যারা কুমিল্লা,চট্টগ্রাম কিংবা মুন্সিগঞ্জ অথবা অন্যান্য স্থান থেকে আসছেন তারা সরাসরি সোনারগাঁও চলে জেতে পারেন ). সবাই সকাল ৯:০০ টার আগেই সায়দাবাদ চলে আসবেন। এখানে সবাই এক জায়গায় মিলিত হবেন। তারপর এখান থেকে আমরা আমাদের নির্দিষ্ট জায়গায় চলে যাবো একসাথে। এজন্য আপনারা নিচের যে কোন কারও সাথে যোগ করতে পারেন। সুন্দর, সাজানো, গোছানো, সুশৃঙ্খল মিটআপ করার জন্য অবশ্যই সময় মতো নির্দিষ্ট জায়গায় উপস্থিত হওয়ার জন্য সবাইকে অনুরোধ করা হলো। আশা করি সবাই নির্দিষ্ট সময় মতো চলে আসবেন।
মিটআপটি করার মূল লক্ষ্য হল টিউনারপেজের উপর আপনার সরাসরি মতামত, টিউনারপেজকে কিভাবে করলে ভাল হবে, কোন দিকে সমস্যা। এছাড়া, সকল টিজেদের সাথে পারস্পারিক সম্প্রতি ও ভালবাসা বাড়ানোই মূল লক্ষ্য। তাই টিউনারপেজের ভাল-মন্দ, ভালো লাগা-খারাপ লাগা সবকিছুই আমাদের দেখতে হবে। এই আয়োজনটি সফল করতে আপনাদের সবার সহযোগিতা একান্ত কামনা করা হল। আয়োজনটি উপলক্ষ্যে মিটআপের শুভেচ্ছা মূল্য ২৫০/- টাকা রাখা হয়েছে। শুভেচ্ছা মূল্য আপনারা নিচের যে কোন মাধ্যমে পাঠাতে পারেন।
আমাদের ফেইসবুক ইভেন্টের যোগ দিনঃ টিউনার পেজ এবং স্বপ্নিলের পিকনিক ইভেন্ট
অর্থ পাঠানোর ঠিকানাঃ– bKash করতে যোগাযোগ করুন, তাল পাতার সিপাহি – ০১৬৭২৫১৯৩০৮
আপনাদের সকল প্রকার সহয়তার জন্য প্রস্তুত আছে আমাদের টিউনার পেজ টিম
টিউনারপেজ টিমঃ-
তাল পাতার সিপাহি – 01672519308
চাঁদাবাজ তানভীর – 01674294585
যারা মুন্সিগঞ্জ ও কুমিল্লায় থাকেন , তারা যোগাযোগ করুনঃ-
ফারুক আহমেদ =01620781662
সামদানি = 01830 342 425
যারা চট্টগ্রাম থাকেন, তারা যোগাযোগ করুনঃ-
চিন্তিত পথিক= 01818 573 012 টিটু টুটুল = 01675 040 128
যারা রাজশাহী থাকেন, তারার যোগাযোগ করুনঃ
জামিল হোসেন সেজান= +8801717141858
মহা প্লাবনঃ- info@tunerpage.com
স্বপ্নিল টিমঃ-
শাহারিয়ার পারভেজ =01680075132
Engr Mohammad Zahidul Hasan =01670555788
আশা করি সবাই মিটআপটি সুন্দর করে বরণ করে নিবেন। টিউনারপেজের এবং স্বপ্নিলের মিটআপটি সফল করার জন্য আশা করি সহযোগিতা করবেন।
সবাইকে অনেক অনেক ধন্যবাদ।
এখন পর্যন্ত আমাদের কিছু উদ্যোগ ও সফলতা
প্রতি সপ্তাহে ক্যুইজের উত্তর দিয়ে ফ্লেক্সিলোড জিতে নিন
টিউনারপেজের অনলাইন ম্যাগাজিন “মাসিক টিউনারপেজ”
মানবিক দৃষ্টি আকর্ষন : আমরা দাঁড়িয়েছি ছিন্নমূল শিশুদের পাশে
ছিন্নমূল শিশুদের আপনারা যেভাবে সাহায্য করেছেন : উপহার বন্টন
ছিন্নমূল শিশুদের জন্য যারা এগিয়ে এসেছেন| কৃতজ্ঞতা স্বীকার ও কেনাকাটাসহ সকল প্রস্তুতি
ব্লগিং কন্টেস্ট ২০১১ : জিতে নিন ১১টি এক্সক্লুসিভ পুরষ্কার
ফুটপাতের অসহায় মানুষের জন্য সাহায্যের আবেদন – শীত বস্ত্র বিতরন করতে এগিয়ে আসুন
আমরা আছি সোশিয়াল নেটওয়ার্কে
আপনি যদি চান যখনি কোন পোস্ট ব্লগে পোস্ট হবে তখনি পোস্ট এর খবর ফেসবুকে অথবা টুইটারে বসে বসে পাবেন তাহলে যোগ দিন আমাদের সোশ্যাল নেটওয়ার্কে।
- Like করুন “টিউনারপেজ ফেসবুক পেইজ” আর নতুন পোস্ট এর আপডেট নিন ফেসবুকে বসে। টিউনারপেজ ফেসবুক পেইজ
- Join করুন টিউনারপেজের অফিসিয়াল ফেসবুক গ্রুপে। টিউনারপেজ অফিসিয়াল ফেসবুক গ্রুপ
- Follow করুন টুইটারে টিউনারপেজ কে। টিউনারপেজ টুইটার