স্বাগতম জানাই cPanel এর ধারাবাহিক টিউটোরিয়াল পর্ব ৯ এ। আসা করি গত পর্ব গুলো অনুসরণ করেছেন। নয়ত অনেক কিছু বুঝতে সমস্যা হতে পারে। প্রতি পর্বে আপনারদের একটি প্রাকটিস সি প্যানেল দিয়ে থাকি জেনো প্রাকটিস করতে সহজ হয় আপনাদের। সুতরাং আজকেও লগইন করে নিন প্রাকটিস সি প্যানেলে। নিজের সি প্যানেল এ না বুঝে ঘাটাঘাটি জেনো না করতে হয় সেজন্য এটি দিলাম। এখানে প্রাকটিস করুন পড়ে সঠিক নিয়মে আপনার আসল সি প্যানেলে কাজ করুন।
এখানে প্রাকটিস সি প্যানেল
Username : x3demob
Password : x3demob
আজকের আলচনা “ওয়েব ডিস্ক”
web disk হল সি প্যানেল এর চমৎকার একটি ফিচার। অসাধারণ একটি অপশন হল এই ওয়েব ডিস্ক। এটি দিয়ে আপনি আপনার ওয়েব সাইট কে সম্পূর্ণ নিয়ন্ত্রন করতে পারবেন আপনার কম্পিউটার এর ডেক্সটপ থেকেই তাহলে আপনাকে আর বার বার সি প্যানেল এ ঢুকতে হবে না। যে কোন ফাইল ডিলিট করা থেকে শুরু করে দিত করা বা মুছে ফেলা থেকে শুরু করে নতুন ফাইল আপলোড করা।সব কিছুই খুব সহজে আপনার কম্পিউটার এর ডেক্সটপ এ বসে বসে করে নিতে পারবেন।
যেমন এই নিচের ছবিটি দেখুন।
ওয়েব ডিস্ক একাউন্ট তৈরি করা –
আমার দেয়া দেমো সি প্যানেল এ শাধারন ভাবে লগইন করুন। এখন ফাইল সেকশন থেকে web disk এ ক্লিক করুন। এবার আপনি নিজের একাউন্ট বানিয়ে নিতে পারবেন। নাম, পাসওয়ার্ড থিক মত দিয়ে।
Login: | @ x3demob.cpx3demo.com | |||
New Password: | ||||
Password (Again): | ||||
Strength (
why?
): |
|
|||
Directory: / | ||||
ওয়েব ডিস্ক কনফিগার করা –
ওয়েব ডিস্ক ব্যবাহার করার আগেয় আকাউন্ট বানিয়ে নিতে হবে যেতি একটু আগে করেছেন এখন আপনার কম্পিউটার এ ওয়েব ডিস্ক কনফিগার করে নিতে হবে। সি প্যানেল এ শাধারন ভাবে লগইন করুন। এখন ফাইল সেকশন থেকে web disk এ ক্লিক করুন।Web Disk Account Management এর নিচে দেখুন আপনার তৈরি করা ইউসার আকাউন্ট টি আছে এবার Access Web Disk এ ক্লিক করুন। এখন নিচের ছবির মত যে কোন একটি বেছে নিন আপনার অপারেটিং সিস্টেম অনুযায়ি।
SSL (Recommended) |
SSL (Recommended) |
SSL (Recommended) |
Setting up Web Disk on Windows®
-
Create a Web Disk Shortcut on your Desktop:
1. এখানে ক্লিক করে এটি ডাউনলোড করে নিন আপনার ডেক্সটপ এর মাঝে
2. ডাউনলোড হয়ে গেলে ডাবল ক্লিক করুন “x3demob.cpx3demo.com Secure WebDisk.vbs” এটিতে আপনার ওয়েব ডিস্ক টি ওপেন করার জন্য।
-
Internet Explorer Users:
1. এটি ক্লিক করে ওপেন করুন https://x3demob.cpx3demo.com:2078
Setting up Web Folders on Windows XP
(SSL Port) Internet or Network Address: https://x3demob.cpx3demo.com:2078
9. কাজ হয়ে গেছে তৈরি হয়ে গেছে আপনার ওয়েব ডিস্ক ।
10. পরবর্তীতে আপনার ওয়েব ডিস্ক এ ধুকার জন্য আপনি “My Network Places” এ যাবেন তারপরে আপনার ওয়েব ফোল্ডারে ডাবল ক্লিক করবেন তাহলেই নিজের ওয়েব ডিস্ক এ ঢুকে যেতে পারবেন।
যথারীতি ভাল পোস্ট ছালিয়া যান
ধন্যবাদ আপনাকে, সুন্দর হচ্ছে।