কেমন আছেন সকলে আশা করি অনেক ভাল। আমি এর আগেও অনেক ছোট ছোট গেম আপনাদের সঙ্গে শেয়ার করেছি, যেগুলো অনেকের ভাল লেগেছে আবার অনেকের খারাপ। সে যাই হোক আসুন আজকের গেম গুলো সম্পর্কে জেনে নেই।
আমাদের অনেকেই ইচ্ছা থাকা সঃতেও আমারা পিছি গেম গুলো খেলতে পারি না, এর প্রধান কারন হয়তো পিছি এর লো কনফিগারেশন বা গেম ডাউনলোড করার মতো ভাল নেট স্পীড। বিদ্রঃ বাজারে কিন্তু ডিস্ক এর অভাব নেই একদম।আজকে আমি আপনাদের ৩ টি গেম শেয়ার করবো যেগুলো এর সাইজ অনেক কম, ও লো কনফিগারেশন পিছি ব্যাবহার কারি দের জন্য। তো জেনে নেই কি বলেন।
IGI 3 The Plan Game:
অনেকেই IGI 1 or IGI 2 এই গেম ২ টি খেলেছেন, ওই গেম গুলোর আদলেই বানানো এই গেম। এখন যদি মনে করেন যে ওই গেম গুলোর পরের পার্ট তাহলে ভুল করবেন। আসলে এই গেম টি বানানো হয়েছে ওই ২ টি গেমের আদলে। তাই বলে নকল বা অন্য কিছু মনে করার দরকার নেই শুধু ডাউনলোড করে খেলুন আর দেখুন কেমন লাগে। ১০০% ভাল লাগবে বলে আমার ধারনা। গেম টি এর সম্পর্কে বিস্তারিত ও খেলতে কি কি লাগবে তা জানতে এখানে ভিসিট করুন ।
গেমটির সাইযঃ ১০৫ এমবি
Bloody Roar 2:
অনেকেই আছেন একশন লেভেল এর গেম, বা একটু মারা মারি গেম খেলতে ভাল বাসেন, তাদের জন্যই এই গেম মাত্র ৩০ এমবি এর এই গেম টি ডাউনলোড করে নিন ও খেলুন আপনার পিছি তে, গেমটির সম্পর্কে বিস্তারিত জানতে পারবেন এখান থেকে।
গেমটির সাইজঃ ৩০ এমবি
Tekken 3:
এটাও অনেক অ্যাকশন ধর্মী গেম, বেশি কিছু বলবো না ২০ এমবি এর এই গেম টি ডাউনলোড করে ফেলুন জলদি, ও আর বিস্তারিত জানতে ভিসিট করুন এখানে।
গেমটির সাইজঃ ২০ এমবি
এরকম আর ছোট ছোট অনেক গেম ডাউনলোড করতে এখানে দেখতে পারেন
তো আজকের মতো বিদায় পরবর্তী তে আবারো হাজির হবো নুতুন কোন গেম নিয়ে, ভাল থাকুন। আর সময় হলে আমার সাইট টি ভিসিট করতে পারেন, যেখানে পাবেন, গেম, সফটওয়্যার, মোবাইল সফটওয়্যার, ও আর অনেক কিছু তো দেরি কেন ভিসিট করুন
এখান থেকে ।
তো ভাল থাকুন।