Latest posts by mamun.al.karim (see all)
- ইন্টারনেট ক্র্যাচ কার্ড এনেছে রবি - 15/05/2014
- বিজ্ঞানীরা খুঁজে পেয়েছেন মানুষের অমরত্বের সন্ধান - 27/04/2014
- আইডিএম দিয়ে পুরো ওয়েবসাইট কপি করুন সহজেই - 26/04/2014
এভলিকস নামের টুইটার অ্যাকাউন্ট থেকে সম্প্রতি নতুন নকিয়া লুমিয়া ৬৩০ হ্যান্ডসেটের ছবি ফাঁস করেছে। বরাবরের মতোই এর সংক্ষিপ্ত বার্তা বা টুইটে ছিল একটিমাত্র শব্দ ‘মানিপেনি’, যা নতুন এই ফোনের সাংকেতিক নাম।
এর আগে এভলিকসের ফাঁস করা আরেকটি তথ্যে উইন্ডোজ ফোন ৮.১ (উইন্ডোজ ব্লু) অপারেটিং সিস্টেম-চালিত নকিয়ার প্রথম স্মার্টফোনের সম্ভাব্য সাংকেতিক নাম গোল্ডফিঙ্গার এবং মানিপেনির কথা উল্লেখ করা হয়েছিল। উইন্ডোজ ফোন ৮.১ ফোনে ক্যাপাসিটিভ বোতামের বদলে অনস্ক্রিন বোতাম থাকার কথা। প্রকাশিত ছবিতে দেখা গেছে নিচের দিকে ঠিক তাই রয়েছে।
ওপরে তাকালে দেখা গেছে দুটি থ্রিজি সংকেত রয়েছে। আর আছে দুটি করে কল এবং মেসেজের প্রতীক। যার মানে হলো নতুন এই হ্যান্ডসেটে দুটি সিম কার্ড ব্যবহার করা যাবে। স্মার্টফোনের ছবিতে ব্যবহূত ঘড়িতে হ্যান্ডসেটের নাম উল্লেখ করার প্রচলন আছে নকিয়ার।
এ থেকে সহজেই অনুমান করা যেতে পারে এটি নকিয়া লুমিয়া ৬৩০।. ধারণা করা হচ্ছে এর পর্দার রেজ্যুলেশন হবে ৭২০পি সমৃদ্ধ।