দেশের এই অস্থিতিশীল পরিস্থিতিতে টেলিভিশন চ্যানেলগুলোয় খবর শুরু হলেই আমরা দেখতে পাই সংঘাতের নানা দৃশ্য। আর এগুলোর মাঝে সবচেয়ে সাধারণ দৃশ্য হলো- উত্তেজিত জনতাকে ছত্রভঙ্গ করতে কাঁদানে গ্যাস ব্যবহার করছে আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী।
আজকের এই লেখাটি তাই সেই কাঁদানে গ্যাসকে নিয়েই। তারা কয় ভাই বোন, কীভাবে তারা মানুষকে কাঁদায়- এসবই আমরা আজ জানবো…
কাঁদানে গ্যাস মূলত তিন ধরনের হয়ে থাকে-
১. CS (chlorobenzyli – denemalononitrile)
২. CN (chloroacetophenone)
৩. Pepper spray
ধারাবাহিকভাবে চলুন এদের সম্পর্কে একটু জেনে নেয়া যাকঃ
CS আর CN এর মাঝে CS বেশী শক্তিশালী, কিন্তু বেশ তাড়াতাড়িই এর প্রভাব শেষ হয়ে যায়।
আমরা টিভিতে বিভিন্ন চ্যানেলে খবরে দেখেছি আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে এই কাঁদানে গ্যাস ব্যবহার করতে। আর এটি সাধারণত ব্যবহার করা হয়ে থাকে গ্রেনেড অথবা অ্যারোসল ক্যান-এর রুপে। ফলে ভেতরে থাকা তরল পদার্থটি বের হওয়া মাত্রই স্প্রে-এর মতো করে চারদিকে ছড়িয়ে পড়তে পারে।
ক্ষমতা যা-ই হোক না কেন, CS আর CN- দুটোই চোখে জ্বালাপোড়া সৃষ্টি করে। এরা চোখ, নাক, মুখ আর ফুসফুসের মিউকাস মেমব্রেনে গিয়ে প্রদাহের সৃষ্টি করে। ফলে তখনই চোখ দিয়ে পানি পড়া, হাঁচি দিতে থাকা বা কাশির মতো সমস্যাগুলো হয়।
এবার আসা যাক Pepper spray এর কথায়। Pepper নামের অর্থই যেখানে গোলমরিচের গুড়া, সেখানে Pepper Spray কি করতে পারে তা হয়তো না বললেও সহজেই অনুমান করা যায়। এরা আমাদের চোখ, মুখ আর নাকে জ্বালাপোড়ার সৃষ্টি করে। এর কার্যকারিতা অন্য দুটির থেকে আরো বেশি। তবে এর সুফল পেতে কারো দিকে এটি সরাসরি স্প্রে করতে হয়। এ কারণে আত্মরক্ষার জন্য এটি এক মারাত্মক অস্ত্র। তবে শুধু মানুষই নয়; রাস্তাঘাটে কোনো কুকুর আক্রমণ করলে অথবা বনে-বাদাড়ে কোনো প্রাণীর দ্বারা আক্রান্ত হলেও আপনি এর দ্বারা সুফল পাবেন।
সূত্রঃ http://science.howstuffworks.com
ভাল লাগলে মতামত জানাবেন