নাম শুনে ভয় পাবেন না করুন শব্দটি উহ্য রেখেছি । কথাটি হবে ডাউন লোড করুন হারিয়ে ফেলেছি । মনে পড়ছে কি সেই উজ্জলের কথা ।যার প্রথম এলবাম হারিয়ে ফেলেছি । প্রথম গান টি হারিয়ে ফেলেছি আমার গানের স্বরলিপি । সত্যি বলছি সে স্বরলিপি হারিয়ে অনেক শ্রোতার মন কেড়েছিল । পরবর্তী তে কিছু ভাল গান গাইলেও বস্তা পছা গান গেয়ে তার জনপ্রিয়তা হারিয়েছে । সে জনপ্রিয়তা হারালে কি হবে তার হারিয়ে ফেলেছি জনপ্রিয়তা হারাইনি । তার হারিয়ে ফেলেছি এলবামের গান গুলো নীচের লিঙ্কে জিপ ফাইল আকারে দেয়া আছে দাউন লোড করে আন জীপ করে নিন ।
http://kiwi6.com/file/ko9no329kh
জহির আহমেদের বেশ কিছু ক্যাসেট এখন বাজারে পাওয়া গেলেও তার প্রথম ক্যাসেটের গান গুলোর মত আধুনিক বাংলা গান আর সে উপহার দিতে পারেনি । প্রেমিক হৃদয়ে নাড়া দেবার মত গান ।তার গান গুল শুনলে মনে হবেনা যে জহির আহমেদ একজন বাংলাদেশী । কোন বাংলাদেশী যে নিজস্ব ভঙ্গিতে আধুনিক বাংলা গান গাইতে পারে তার প্রমান করেছে জহির আহমেদ ।
ভারতের মান্না দে , হেমন্ত , শ্যামল মিত্র , সমিরমিত্র , সতিনাথ এর গান যারা শোনে তাদের মন জহির আহমেদের গান গুল সহজে কাড়তে পারবে ।
দাউন লোড করতে
http://banglamusicmp3.com/modules/mp3/music/Adhunik_Bangla_Music/Zohir_Ahmed/
দয়াকরে লিংক ঠিক করে দিন।
ভাই, ডাউনলোড লিংক কাজ করেনা।
অনেক পুরাতন এবং সংগ্রহে রাখার মতো গান। ধন্যবাদ, ভাল থাকবেন।