এ মাসেই ভারতের বাজারে আসতে পারে প্রযুক্তি কোম্পানি অ্যাপলের আইপ্যাড এয়ার ও আইপ্যাড মিনি। রেটিনা ডিসপ্লের এ আইপ্যাড দুটির মূল্য ভারতের বাজারে যথাক্রমে ৩৫ হাজার ৯০০ ও ২৮ হাজার ৯০০ রুপি নির্ধারণ করা হয়েছে। দেশটিতে অ্যাপলের বিতরণকারী প্রতিষ্ঠান ইনগ্রাম মাইক্রো এ তথ্য জানিয়েছে। খবর টাইমস অব ইন্ডিয়ার।
চলতি মাসের ৭ তারিখে অ্যাপলের এ দুটি পণ্য ভারতের বাজারে আসবে বলে জানিয়েছে ইনগ্রাম মাইক্রো। স্মার্টফোনের বিভিন্ন বাজারের তালিকায় ভারতের নাম শীর্ষস্থানেই রয়েছে। তাই প্রায় প্রতিটি কোম্পানিই তাদের পণ্য বিশ্ববাজারে ছাড়ার অল্প সময়ের মধ্যে ভারতের বাজারে নিয়ে আসে।
এদিকে অ্যাপল দেশটিতে তাদের ব্যবসায়িক কৌশলে পরিবর্তন আনতে পারে বলে জানান কোম্পানিটির এক শীর্ষস্থানীয় নির্বাহী। কোম্পানি ভারতের গ্রাহকদের জন্য তাদের পুরনো আইপ্যাড দিয়ে নতুন আইপ্যাড বা অর্থ ও ইএমআই সেবা চালু করবে।
এর আগে মার্কিন প্রযুক্তি প্রতিষ্ঠানটি তাদের আইফোনের ক্ষেত্রেও একই কৌশল অবলম্বন করেছিল। সেক্ষেত্রে তারা ব্যাপক সাফল্য অর্জন করে। এরই ধারাবাহিকতায় প্রতিষ্ঠানটি তাদের আইপ্যাডের জন্যও একই কৌশল অবলম্বন করবে বলে জানানো হয়।
প্লানেটএমের প্রধান নির্বাহী কর্মকর্তা সঞ্জয় কারোয়া গণমাধ্যমকে বলেন, প্রতিষ্ঠানটি তাদের পুরনো মডেলের আইপ্যাডগুলোর দাম কমিয়ে আনতে পারে। এর মাধ্যমে তারা ভারতে সব ধরনের আইপ্যাডের বিক্রির পরিমাণ বৃদ্ধি করার চেষ্টা করবে।
বাজার গবেষণা প্রতিষ্ঠান সিএমআর ইন্ডিয়ার মতে, ভারতের ট্যাবলেটের বাজারের খুবই অল্প অংশ দখল করে আছে অ্যাপল। এ বাজারের শীর্ষস্থানে রয়েছে স্যামসাং, ডাটাউইন্ড ও মাইক্রোম্যাক্সের মতো কোম্পানিগুলো। এ বাজারের মাত্র ৬-৭ শতাংশ দখল করতে সক্ষম হয়েছে অ্যাপল। তাই দেশটিতে ট্যাবলেটের বাজার বৃদ্ধি করতেই কোম্পানিটি বিভিন্ন ব্যবসায়িক কৌশল অবলম্বন করছে বলে অভিমত বাজার বিশ্লেষকদের।